পিলু, দীপা নাকি জ্যাস? ২০২২ এ সেরা নবাগত অভিনেত্রী কে? রইল দর্শকদের পছন্দের তালিকা

বাংলার ধারাবাহিক চ্যানেল গুলোতে যেমন নতুন নতুন ধারাবাহিকের সূচনা হচ্ছে, তেমনই এইসব নতুন নতুন ধারাবাহিকের পাশাপাশি, আসছে নতুন নতুন নায়ক- নায়িকা। অনেক ধারাবাহিক নির্মাতারাই চান,

Saranna

these 6 telly actors are debut in year 2022

বাংলার ধারাবাহিক চ্যানেল গুলোতে যেমন নতুন নতুন ধারাবাহিকের সূচনা হচ্ছে, তেমনই এইসব নতুন নতুন ধারাবাহিকের পাশাপাশি, আসছে নতুন নতুন নায়ক- নায়িকা। অনেক ধারাবাহিক নির্মাতারাই চান, পুরানো অভিনেতা-অভিনেত্রীদের নিয়ে কাজ না করতে বরং নতুন অভিনেতা-অভিনেত্রীদেরই এখানে অভিনয় করাতে চান। তাহলে আজ দেখে নেওয়া যাক ২০২২ সালের সেরা কয়েকজন ডেবিউ অভিনেতা-অভিনেত্রীকে (Best Debeu Actor Actress of Television 2022 )।

মেঘা দাঁ (Megha Dawn) : এই অভিনেত্রীকে প্রথমবার দেখা গিয়েছিল, ডান্স বাংলা ডান্স এর মঞ্চে। এরপর তার দেখা মেলে জি বাংলার পিলু ধারাবাহিকে। মছলন্দপুরের মেয়ে মেঘা নাচের পর অভিনয় দিয়েই সকলের মন জয় করে নিয়েছেন। পিলুর মধ্যে দিয়েই অভিনেত্রী অভিনয় জগতে পা রাখেন।

pilu serial ending soon last day shooting photo megha daw got emotional

স্বস্তিকা ঘোষ (Swastika Ghosh) : অনুরাগের ছোঁয়া খ্যাত অভিনেত্রী স্বস্তিকা ঘোষ। সে দক্ষিণ চব্বিশ পরগনার রায়দিঘির মেয়ে। বয়স সবেমাত্র ১৮। কেরিয়ারের শুরুটা হয়েছিল, ‘সরস্বতীর প্রেম’ ধারাবাহিকের মধ্যে দিয়ে। তবে এটা ছিল পার্শ্ব চরিত্র। এরপর তাকে দেখা যায় ‘অনুরাগের ছোঁয়া’ ধারাবাহিকে মুখ্য ভূমিকায়।

actress swastika ghosh

অঙ্কিতা মল্লিক (Ankita Mallick) : যাকে বর্তমানে দেখা যাচ্ছে, জগদ্ধাত্রী ধারাবাহিকে। এই ধারাবাহিকে অভিনয়ের মাধ্যমে শুরু হয়েছে পথচলা। যদিও এর আগে একাধিক বিজ্ঞাপনে মডেল হিসেবে কাজ করেছেন। তবে অভিনেত্রী হিসাবেও তিনি দর্শকমহলে বেশ প্রশংসিত। তাকে দর্শক বেশ পছন্দ করছেন।

jagaddhatri serial ankita mallick

মোহনা মাইতি( Mohona Maiti) : ডান্স বাংলা ডান্স-এর প্রতিযোগী হিসেবে শুরু করেছিলেন কেরিয়ার জীবন। আর এই নাচের শো থেকেই সুযোগ আসে জি বাংলার ‘‌গৌরী এল’ ধারাবাহিকে। অভিনেত্রী অল্প বয়সেই সকলের মন জয় করে নিয়েছে। বহরমপুর মুর্শিদাবাদের মেয়ে। এখন থাকেন কলকাতায়। বর্তমানে সে দশম শ্রেণীর ছাত্রী। পড়াশোনা এবং অভিনয়, দুটোই ভালোভাবে আয়ত্ত করে নিয়েছে।

gouri elo mohona maity

স্বস্তিক ঘোষ (Swastik Ghosh) : কেরিয়ারের পথচলা শুরু হয়েছিল মডেল হিসাবে। এরপর তিনি বেশ কিছু মিউজিক ভিডিওতে কাজ করেছিলেন। তবে প্রথম ধারাবাহিকে ডেবিউ করেন বাংলা ‘উড়ন তুবড়ি’ ধারাবাহিকের মধ্যে দিয়ে। জী বাংলার সাম্প্রতিক শেষ হয়ে যাওয়া একটি ধারাবাহিক। এই ধারাবাহিকে অভিনেতাকে অর্জুনের চরিত্রে দেখা গিয়েছিলো।

swastik ghosh

রাহুল গঙ্গোপাধ্যায় (Rahul Gangopadhyay) : ২০২২ এর নতুন অভিনেতা রাহুল গঙ্গোপাধ্যায়। যার শুরু হয়েছিল, ‘ইন্দ্রানী’ সিরিয়াল দিয়ে। শুরু থেকেই সকলের নজর কেড়েছেন এই অভিনেতা। তিনি রয়েছেন ২০২২ এর সেরা ডেবিউ এর তালিকায়।

× close ad