শুভশ্রী থেকে অঙ্কুশ টলিউডের এই তারকাদের ‘মহানায়ক’ পুরস্কার তুলে দিলে দিলেন মুখ্যমন্ত্রী

২৪ শে জুলাই ছিল মহানায়ক উত্তমকুমারের ৪৩ তম প্রয়াণ দিবস। সেই উপলক্ষে ধনধান্য স্টেডিয়ামে  ‘মহনায়ক সম্মান ২০২৩ (Mahanayak Award 2023)’ এর আয়োজন করা হয়েছিল। আর

Saranna

these actor recevied mahanayak award 2023 from chief minister

২৪ শে জুলাই ছিল মহানায়ক উত্তমকুমারের ৪৩ তম প্রয়াণ দিবস। সেই উপলক্ষে ধনধান্য স্টেডিয়ামে  ‘মহনায়ক সম্মান ২০২৩ (Mahanayak Award 2023)’ এর আয়োজন করা হয়েছিল। আর সেখানেই বাংলার জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) যোগ্য শিল্পীদের হাতে তুলে দিলেন মহানায়ক (Mahanayak) সম্মান পুরষ্কার। এখানে উপস্থিত ছিলেন, হরনাথ চক্রবর্তী, শুভশ্রী গঙ্গোপাধ্যায়, কোয়েল মল্লিক, শ্রাবন্তী চট্টোপাধ্যায়, সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়, অঙ্কুশ হাজরা, অনিবার্ণ ভট্টাচার্য , রাজ চক্রবর্তী, নচিকেতা সহ আরও অনেক শিল্পী।

এছাড়াও উপস্থিত ছিলেন একাধিক রাজনৈতিক ব্যক্তিত্ব। এদিনের এই অনুষ্ঠানে বিশেষ চলচ্চিত্র সম্মানে পুরস্কৃত করা হল পরিচালক হরনাথ চক্রবর্তী (Horonath Chakraborty), অভিনেত্রী সোহিনী সরকার (Sohini Sarkar), পরিচালক-অভিনেতা অনির্বাণ ভট্টাচার্য্য (Anirban Bhattacharyya) কে। এছাড়াও যারা সম্মানিত হয়েছেন তাঁরা হলেন, শুভশ্রী গঙ্গোপাধ্যায় (Subhashree Ganguly), শ্রাবন্তী চট্টোপাধ্যায় (Shrabanti Chatterjee), অঙ্কুশ হাজরা (Ankush Hazra), সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় (Sayantika Banerjee), কোয়েল মল্লিক (Koel Mallick)

these actor recevied mahanayak award 2023 from chief minister hand

এছাড়াও এই মঞ্চে এই দিনে পশ্চিমবঙ্গ তথ্য ও সংস্কৃতি বিভাগ থেকে ‘বঙ্গভূষণ’, ‘বঙ্গবিভূষণ’ পুরস্কার প্রদান করা হয়। ২০১৮ সালের পর ২০২২ সালে এই পুরস্কার আবারও শুরু করা হয়। গতবছর এই পুরস্কার পেয়েছিলেন অভিনেত্রী-সাংসদ নুসরত জাহান এবং সোহম চক্রবর্তী। আবার ২০২৩ এ এই পুরস্কার বিতরণীর অনুষ্ঠান হয়। এদিনের অনুষ্ঠানে বসেছিল চাঁদের হাট। আর সবার-ই পরনে ছিল সুন্দর শাড়ি। 

প্রতি বারের মত এবারেও একই প্রশ্ন উঠছে, আদৌও কি এইসব মানুষ পুরস্কার পাওয়ার যোগ্য? ট্রোলাররা এই নিয়ে রীতিমতো ট্রোল করে যাচ্ছেন। অঙ্কুশ নিজের এই সম্মানের সুন্দর মুহুর্তটা সোশ্যাল মিডিয়ায় শেয়ার করার পরেই ট্রোল করতে দেখা গেছে। সোহম কি আদৌও এই পুরস্কারের যোগ্য? 

these actor recevied mahanayak award 2023 from chief minister mamata banerjee's hand

অঙ্কুশ ট্রোলের জবাব দিয়ে বলেছেন, ‘পুরস্কার অনুপ্রেরণা জোগায়, তাই এই পুরস্কার গ্রহণ করলাম। নিজেকে যোগ্য করে তোলার জন্য এখনো অনেক পরিশ্রম বাকি। আমার মতো একজন সাধারণ নায়ককে মহানায়ক সম্মান দেওয়ার জন্য ধন্যবাদ। ভাগ্যবান দয়া করে ভগবান বানিয়েছেন। যোগ্যতা আর পরিশ্রমের দ্বারা নিজের সম্মান নিজে অর্জন করো।’ এর পাশাপাশি তিনি এও জানিয়েছেন, পুরস্কার গ্রহণ না করলে নিজের জীবনেই গ্রহণ লেগে যেত। 

× close ad