পর্দার পাশাপাশি বাস্তবেও ভাই-বোন জুটি এই তারকারা! রইল পরিচয়

আমরা পর্দায় যেসব অভিনেতা অভিনেত্রীদের দেখি, তারা আমাদের খুবই পছন্দের। বিশেষত ধারাবাহিকের অভিনেতা অভিনেত্রীরা (Bengali Serial actor’s) যেন ঘরের লোকে পরিণত হয়ে ওঠে। আর তাই

Saranna

these bengali serial actors are real life brothers sisters

আমরা পর্দায় যেসব অভিনেতা অভিনেত্রীদের দেখি, তারা আমাদের খুবই পছন্দের। বিশেষত ধারাবাহিকের অভিনেতা অভিনেত্রীরা (Bengali Serial actor’s) যেন ঘরের লোকে পরিণত হয়ে ওঠে। আর তাই তো তাদের ব্যক্তিগত জীবন নিয়ে বেশ উৎসুক থাকি। পর্দায় আমরা তাদের বিভিন্ন রকম সম্পর্কের চরিত্রে অভিনয় করতে দেখতে পাই। অভিনয়ের মধ্যে তারা কখনও প্রেমিক-প্রেমিকা তো আবার কখনও ভাই-বোন-দিদি ইত্যাদি চরিত্রে ধরা দেন। তবে শুধু যে তাদের পর্দার চরিত্র নিয়েই দর্শক উৎসুক থাকেন এমনটা কিন্তু নয়।

পর্দার বাইরে বাস্তবে দর্শকের প্রিয় অভিনেতা অভিনেত্রীদের মা, বাবা, ভাই, বোন বন্ধু সম্পর্কেও দর্শক বেশ উৎসুক থাকে। আজ এই প্রতিবেদনে এমন কিছু অভিনেতা অভিনেত্রীর কথা আপনাদের জানাবো যাদের পর্দায় হয়তো আপনারা একসাথে দেখেছেন বোন বা ভাইয়ের চরিত্রে। কিন্তু তারা বাস্তবেও ভাইবোন (Brother-Sister)। এমন অনেক তারকাই বর্তমানে আছে যারা ভাই-বোন একসাথে বা আলাদা ভাবে একই ইন্ডাস্ট্রির ছাদের তলায় কাজ করছে।

বাংলা সিরিয়ালের যে তারকারা বাস্তবে ভাই-বোন জুটি :

sweta bhattacharya tanushree bhattacharya

শ্বেতা-তনুশ্রী ভট্টাচার্য (Sweta Bhattacharya-Tanushree Bhattacharya) : বাংলা টেলিভিশন ইন্ডাস্ট্রির জনপ্রিয় একজন অভিনেত্রী হলেন শ্বেতা ভট্টাচার্য। অভিনয় করেছেন ‘সিঁদুর খেলা’, ‘জরোয়ার ঝুমকো’, ‘যমুনা ঢাকি’র মতো ধারাবাহিকে। বর্তমানে তাঁকে দেখা যাচ্ছে, ‘সোহাগ জল’ ধারাবাহিকে। এই অভিনেত্রীর দিদি তনুশ্রী ভট্টাচার্যও জনপ্রিয় একজন অভিনেত্রী। তিনি অভিনয় করেছেন বয়েই গেল, রাঙা মাথায় চিরুনি, ত্রিনয়নী, জয়ী, জয় বাবা লোকনাথ, কী করে বলব তোমায় সহ বিভিন্ন ধারাবাহিকে। বর্তমানে অভিনয় করছেন ‘গৌরী এল’ ধারাবাহিকে।

ananya guha alakananda guha

অনন্যা-অলকানন্দা গুহ (Ananya Guha-Alakananda Guha) : অনন্যা গুহ অর্থাৎ পিঙ্কিজি। মিঠাই ধারাবাহিকে পিঙ্কিজির ভূমিকায় যাকে দেখা যাচ্ছে তিনি হলেন অনন্যা গুহ। তাঁর দিদিও টেলিভিশন ইন্ডাস্ট্রির জনপ্রিয় মুখ। তাঁর দিদির নাম অলকানন্দা গুহ। তিনি অভিনয় করেছেন, ইরাবতীর চুপকথা, মহাপীঠ তারাপীঠ ইত্যাদি ধারাবাহিকে।

bengali serial jamuna dhaki actress are real sister's 1

জুঁই-পায়েল সরকার (Juiee Sarkar-Payel Sarkar) : টলি ইন্ডাস্ট্রির জনপ্রিয় একজন অভিনেত্রী হলেন পায়েল সরকার। যিনি অভিনয় করেছেন যমুনা ঢাকিতে যমুনার খুড়তুতো ননদের চরিত্রে । তাঁর দিদি জুঁই সরকার টলি ইন্ডাস্ট্রির জনপ্রিয় অভিনেত্রী। তিনি অভিনয় করেছেন, বেদের মেয়ে জ্যোৎস্না, আমার দুর্গা, যমুনা ঢাকি, অপরাজিতা অপু থেকে উমা সহ একাধিক ধারাবাহিকে। বর্তমানে অভিনয় করছেন মন দিতে চাই ধারাবাহিকে।

john batyacharyya samm batyacharyya

জন-শ্যাম ভট্টাচার্য (John Batyacharyya-Samm Batyacharyya) : টলি ইন্ডাস্ট্রির জনপ্রিয় অভিনেতা জন ভট্টাচার্য। বর্তমানে তিনি সান বাংলাতে ‘আলোর ঠিকানা’ ধারাবাহিকে অভিনয় করছেন। তাঁর ভাই শ্যাম ভট্টাচার্য বেশ জনপ্রিয় একজন অভিনেতা তিনি কালার্স বাংলাতে ‘মন মানে না’ ধারাবাহিকে অভিনয় করেছেন, অভিনয় করেছেন ‘মন ফাগুন’ ধারাবাহিকে খলনায়কের চরিত্রে।

arshiya mukherjee adrija mukherjee

আর্শিয়া-অদ্রিজা মুখার্জী (Arshiya Mukherjee-Adrija Mukherjee) : ছোটো পর্দার ভুতু ধারাবাহিকে অভিনয় করেছেন যিনি তিনি আর্শিয়া মুখার্জী। তাঁর দিদি অদ্রিজাও একজন অভিনেত্রী, যিনি অভিনয় করেছেন সান বাংলার ‘দেবী’ ধারাবাহিকে।

Related Post