কেউ ১৭ তো কেউ মাত্র ১৯, বয়সে ছোট হলেও পর্দায় মায়ের চরিত্রে অভিনয় করেছে এই ৪ সুন্দরী অভিনেত্রী

আমরা টিভির পর্দায় যেসব পছন্দের অভিনেত্রীদের দেখি, তাদের ব্যক্তিগত জীবন সম্পর্কে আমরা সবসময়ই কৌতূহলী হয়ে উঠি। তারা ব্যক্তিগত জীবনে কেমন? তাদের বাড়ি কোথায়? পরিবারে কে

Saranna

these bengali serial actresses played senior charactors in young age

আমরা টিভির পর্দায় যেসব পছন্দের অভিনেত্রীদের দেখি, তাদের ব্যক্তিগত জীবন সম্পর্কে আমরা সবসময়ই কৌতূহলী হয়ে উঠি। তারা ব্যক্তিগত জীবনে কেমন? তাদের বাড়ি কোথায়? পরিবারে কে কে আছে ইত্যাদি ইত্যাদি। এছাড়াও আমরা জানতে চাই, অভিনেত্রীদের শিক্ষাগত যোগ্যতা। আসলে তারকাদের বা জনপ্রিয় মানুষজনদের ব্যক্তিগত দিক নিয়ে দর্শক বা অনুরাগীরা সবসময়ই একটু উৎসুকতা প্রকাশ করে থাকেন।

তবে বাংলা ইন্ডাস্ট্রিতে এমন অনেক অভিনেত্রীরা রয়েছেন, যাদের দেখে মনে হয়, স্নাতক পাশ, কিন্তু বাস্তবে তারা স্কুলের গন্ডিই এখনও পেরোতে পারেনি হয়তো। এরকমই কয়েকজন পছন্দের অভিনেত্রীদের শিক্ষাগত যোগ্যতার কথা বিস্তারিত জেনে নেব আজ, যাদের দেখে মনে হবে, স্নাতক পাশ, কিন্তু বর্তমানে কেউ স্কুলে পরে আবার কেউ সবে কলেজে প্রবেশ করেছে।

these bengali serial actresses played senior charactors in young age1

এমন কিছু বাংলা সিরিয়ালের নায়িকা যারা অভিনেত্রী হিসাবে বয়সে এখনও অনেক ছোট :

 

View this post on Instagram

 

A post shared by Mohana Maiti (@mohana_maiti)


মোহনা মাইতি (Mohana Maiti) : এই অভিনেত্রীকে বর্তমানে আমরা ‘গৌরী এল’ ধারাবাহিকে অভিনয় করতে দেখতে পাচ্ছি। এই অভিনেত্রী এখনও স্কুলের গন্ডিই পেরোয়নি। কিন্তু তাঁকে দেখে মনে হয়, সে যেন কলেজে পড়াশোনা করেছে। কিন্তু তা নয়, সে বর্তমানে দশম শ্রেণীতে পড়াশোনা করছেন। মাধ্যমিকও পাশ করেননি।


আরাত্রিকা মাইতি (Aratrika Maity) : জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক ‘খেলনা বাড়ি’ তে মিতুলের ভূমিকায় অভিনয় করছেন আরাত্রিকা মাইতি। অভিনেত্রী কীসে পড়েন জানেন? ক্লাস ইলেভেনে। শুনে অবাক হচ্ছেন? হুম এই অল্প বয়সেই অভিনেত্রী তাঁর চরিত্রে মা হয়ে গিয়েছেন।


দিতিপ্রিয়া রায় (Ditipriya Roy) : অভিনেত্রী দিতিপ্রিয়ার জনপ্রিয়তা হয়েছিল ‘করুণাময়ী রানী রাসমণি’ ধারাবাহিক থেকে। এই ধারাবাহিকে রানী রাসমণির চরিত্রে তাঁকে দেখা গিয়েছিল। এই ধারাবাহিকে, সে কারোর মা, কারোর শাশুড়ি, কারোর দিদিমা হয়েছিলেন। কিন্তু অভিনেত্রীর বাস্তব জীবনে বয়স অল্প। যখন অভিনেত্রী এই ধারাবাহিকে অভিনয় করেন, তখন সে স্কুলের গন্ডিই পেরোয়নি। এই অল্প বয়সেই সে বয়স্ক চরিত্রে অভিনয় করে নিজের দক্ষতা প্রমাণ করেছেন। ধারাবাহিক চলাকালীন ২০২০ তে উচ্চমাধ্যমিক পরীক্ষা (High Secondary Examination) দিয়েছেন। বর্তমানে সে এখন আশুতোষ কলেজের সোশিওলজির দ্বিতীয় বর্ষের ছাত্রী।


শ‍্যামৌপ্তি মুদলি (Shamuopti Mudli) : অভিনেত্রী শ‍্যামৌপ্তি মুদলিকে আমরা অনেক চরিত্রেই অভিনয় করতে দেখেছি। কখনও সে হয়েছে কারোর স্ত্রী, আবার কখনো সে হয়েছে কারোর মা। তবে অভিনেত্রীর বাস্তব জীবনে বয়স অল্প। তাঁকে দেখা গিয়েছিল ‘বাজলো তোমার আলোর বেণু’-তে বেণুর চরিত্রে। এছাড়াও অভিনয় করেছেন ‘ধ্রবতারা’ ধারাবাহিকে ‘তারা’র ভূমিকায়। এই ধারাবাহিকে সে এক সন্তানের মায়ের ভূমিকায় অভিনয় করেছেন। এই ধারাবাহিকে যখন সে অভিনয় করেছিলেন তখন সবে সে উচ্চমাধ্যমিক পরীক্ষা দেবে। তবে বর্তমানে সে অমেঠি ইউনিভার্সিটিতে সাইকোলজি নিয়ে পড়াশোনা করছেন। বর্তমানে তাঁকে স্টার জলসার গুড্ডি ধারাবাহিকে অভিনয় করতে দেখা যাচ্ছে।