বাংলাতে তো বটেই অন্য ভাষাতেও সুপারহিট! বারেবারে দর্শকদের মন জিতেছে বাংলার এই ৫ বাংলা সিরিয়াল

যেকোনো ধারাবাহিকের ক্ষেত্রে তার গল্পটাই আসল হয়। একটা ধারাবাহিকের মধ্যে দিয়ে দর্শকের কাছে ঠিক কোন বার্তা পৌঁছে যাচ্ছে সেটাই থাকে ধারাবাহিকের আসল উদ্দেশ্য। যদিও সময়ের

Saranna

these bengali serials are also popular in remake

যেকোনো ধারাবাহিকের ক্ষেত্রে তার গল্পটাই আসল হয়। একটা ধারাবাহিকের মধ্যে দিয়ে দর্শকের কাছে ঠিক কোন বার্তা পৌঁছে যাচ্ছে সেটাই থাকে ধারাবাহিকের আসল উদ্দেশ্য। যদিও সময়ের সাথে সাথে ধারাবাহিকের কাহিনী প্রবল ভাবে বর্তমান বাস্তবের ছবি তুলে ধরে সমাজের কাছে। আর তার সাথে শিক্ষামূলক কিছু পদক্ষেপ। যা হয়ত কোনোভাবে মানুষকে নিজের জীবনেও সাহায্য করে। আজ এমনই কিছু ধারাবাহিকের কথা বলব যার গল্প যেকোনো ভাষাতেই দর্শকের মন জয় করতে সক্ষম হয়েছে।

বাংলা ধারাবাহিক কে বলেছে ভালো নয়? কে বলেছে বাংলা ধারাবাহিকের (Bengali Serial) কনটেন্ট ভালো নয়? বাংলা ধারাবাহিকের কনটেন্ট এত ভালো হয় যে হিন্দি ধারাবাহিক নির্মাতারাও সেগুলো নিয়ে কাজ করেছেন। করেছেন বলা ভুল, বর্তমানে করছেনও। বাংলা ধারাবাহিক হিন্দিতে গিয়েও বেশ জনপ্রিয় হয়েছে। আজ দেখে নেওয়া যাক, সেই জনপ্রিয় রিমেক ধারাবাহিক গুলোর নাম।

these serials are also popular in hindi remake

জনপ্রিয় কিছু ধারাবাহিক যেগুলো বাংলায় সৃষ্টি হওয়ার পর অন্য ভাষাতেও জনপ্রিয় :

ogo bodhu sundari

ওগো বধূ সুন্দরী (Ogo Bodhu Sundari) : স্টার জলসার জনপ্রিয় ধারাবাহিক হল ওগো বধূ সুন্দরী। এই ধারাবাহিক ২০০৯ সালে শুরু হয়। মুখ্য চরিত্রে অভিনয় করেছেন, ঋতাভরী চক্রবর্তী ও রাজদীপ গুপ্ত । এই ধারাবাহিকের কাহিনী হল, ললিতা একজন বড়লোক পরিবারের মা হারা বদমেজাজি মেয়ে, আর ঈশান হল একজন একান্নবর্তী পরিবারের ছেলে। এই একান্নবর্তী পরিবারেই বিয়ে হয়ে আসে ললিতার। এই ললিতা কীভাবে মানাবে এই পরিবারকে, সেটাই ছিল ধারাবাহিকের গল্প। হিন্দিতে এই ধারাবাহিক বেশ জনপ্রিয় হয়, হিন্দিতে ধারাবাহিকের নাম হয়, ‘‌শ্বশুরাল গেঁন্দা ফুল’‌। এই ধারাবাহিকের মুখ্য চরিত্রে ছিলেন, রাগিনী খান্না ও জয় সোনি।

bou kotha kau

বউ কথা কও (Bou Kotha Kao) : ২০০৯ সালের স্টার জলসার জনপ্রিয় ধারাবাহিক ছিল বউ কথা কও। এই ধারাবাহিকে মৌরী গ্রামের মেয়ে, আর নিখিল শহুরে ছেলে। এই দুইজনের দুষ্টু মিষ্টি প্রেমের কাহিনী হল এই ধারাবাহিক। মৌরীর চরিত্রে অভিনয় করেছেন অভিনেত্রী মানালী দে, আর নিখিলের ভূমিকায় অভিনয় করছেন, অভিনেতা ঋজু বিশ্বাস। এই ধারাবাহিকের হিন্দি ভার্সন হল, ‘‌গুস্তাখ দিল’‌। এই ধারাবাহিকের মুখ্য ভূমিকায় অভিনয় করেছেন সানা আমিন শেখ ও বিভব রয়। দুই ভার্সনেই বেশ জনপ্রিয় এই ধারাবাহিক।

maa

মা (Maa) : ২০০৯ সালে মহুয়া হালদার (‌প্রতিমা)‌ ও তিথি বোস (‌ঝিলিক)‌ অভিনীত স্টার জলসার জনপ্রিয় ধারাবাহিক মা। এই ধারাবাহিকের গান থেকে কাহিনী খুবই জনপ্রিয় হয়েছিল। রাত আটটা বাজলেই ধারাবাহিকটি দেখার জন্য দর্শকরা বেশ উদগ্রীব হয়ে দেখতেন। এই ধারাবাহিকটি বাংলাতে যেমন জনপ্রিয় , তেমনই হিন্দিতেও বেশ জনপ্রিয় হয়েছিল। এই ধারাবাহিকের হিন্দি নাম, ‘‌মেরি মা’‌। এই ধারাবাহিকের মুখ্য ভূমিকায় অভিনয় করেছেন, অবনীত কউর ও সায়ন্তনী ঘোষ।

shreemoyee

শ্রীময়ী (Sreemoyee) : স্টার জলসার জনপ্রিয় ধারাবাহিক হল শ্রীময়ী। এই ধারাবাহিকের মুখ্য ভূমিকায় অভিনয় করেছেন ইন্দ্রানী হালদার। এই ধারাবাহিকটি হিন্দি ভার্সনে আসতে চলেছে, হিন্দি রিমেকের নাম ‘‌অনুপমা’‌। মুখ্য ভূমিকায় অভিনয় করবেন, রূপালি গাঙ্গুলি। তবে শুধু হিন্দি নয়, মারাঠিতেও আসছে এই ধারাবাহিক। মারাঠি নাম ‘‌আয় কুটে কায় করতে’‌। এই ধারাবাহিকের মুখ্য ভূমিকায় অভিনয় করবেন মধুরাণি গোখলে প্রভুলকার।

bhutu

ভুতু (Bhutu) : জী বাংলার একসময়ের জনপ্রিয় সিরিয়াল ছিল ভুতু। একটি ছোট্ট ভূতের মিষ্টি কাহিনী। বেশ দুঃখও ছিল সেই ভূতের। তবে তা কিন্তু মোটেও ভয় দেখানো ভূত ছিলোনা ছিল আদরের। ছোট্ট ভূতের ভূমিকায় পর্দায় শিশুশিল্পী আরশিয়া মুখার্জীকে দেখা গিয়েছিলো। আরশিয়ার ছোট্ট বয়সেই তার অভিনয় দিয়ে সকলের মন জয় করে নিয়েছিল। পরবর্তীকালে এই ধারাবাহিকের হিন্দি রিমেক হয়। সেখানেও ভূতের চরিত্রে আরশিয়াকেই দেখা গিয়েছিলো। ওই ধারাবাহিকটির নামও ‘ভুতু’ই রাখা হয়।

mithai

মিঠাই (Mithai) : জী বাংলার বেশ জনপ্রিয় সিরিয়াল ‘মিঠাই’। এই ধারাবাহিকে মিঠাই সিদ্ধার্থর জুটিকে দর্শক বেশ পছন্দ করেন। দর্শকের পছন্দের তালিকায় শুধু এই জুটিই নয় রয়েছে আরও চরিত্র গুলি। এই ধারাবাহিকের প্রতিটি সদস্যই দর্শকের প্রিয়। বাংলায় এই সিরিয়ালটি শুরুর পর থেকেই যে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে। তা সকলকে বেশ অবাক করার মতোই। আর তাই এই সিরিয়ালের একটি হিন্দি রিমেক জী টিভির পর্দাতেও শুরু হয়। মিঠাই নাম নিয়েই ওই রিমেক শুরু হয়। সেটিও বেশ জনপ্রিয়।

Related Post