সোহম বা নুসরত নয়, এই অভিনেতারাই ‘মহানায়ক’ সম্মানের প্রকৃত অধিকারী, দাবি নেটিজেনদের

রাজ্যজুড়ে এখন চলছে দূর্নীতির খবর। গোটা সোশ্যাল মিডিয়ায় দূর্নীতি আর দূর্নীতি। এর মাঝেই সোমবার বিকেলে নজরুল মঞ্চে চলেছে পুরস্কার বিতরণী সভা। মহানায়ক উত্তম কুমারের (Uttam

Saranna

tollywood actors who deserved mahanayak awards according to netizens

রাজ্যজুড়ে এখন চলছে দূর্নীতির খবর। গোটা সোশ্যাল মিডিয়ায় দূর্নীতি আর দূর্নীতি। এর মাঝেই সোমবার বিকেলে নজরুল মঞ্চে চলেছে পুরস্কার বিতরণী সভা। মহানায়ক উত্তম কুমারের (Uttam Kumar) ৪০ তম প্রয়াণ দিবস উপলক্ষে এই পুরস্কার। এই মঞ্চে বঙ্গভূষণ, বঙ্গবিভূষণ, মহানায়ক সম্মান (Mahanayaak Award) পেয়েছেন বিভিন্ন তারকারা। তবে অনেক তারকাই এই সম্মান থেকে বাদ পড়ে গিয়েছে। যা নিয়ে শুরু হয়েছে সোশ্যাল মিডিয়ায় বিতর্ক।

বাংলা ইন্ডাস্ট্রিতে এমন অনেক অভিনেতা অভিনেত্রী আছেন যাদের এই পুরস্কারের তালিকায় নাম থাকা উচিত ছিল বলে জনগণের বিচার। কিন্তু তাদের বাদ দিয়ে দেওয়া হয়েছে। শুধু পুরস্কার থেকেই নয় বরং তালিকা থেকেও। একজন শিল্পী নিজের শিল্পের জোরেই পুরস্কারের ভাগিদার হয়ে থাকেন। কিন্তু যে শিল্পীরা তালিকা থেকে বাদ পড়েছেন। তাদের ছাড়া এই পুরস্কার বিতরণী ছিল অসম্পূর্ণ। কিন্তু তাদের ডাক পড়লোনা কেন? তবে কি একথাই সত্যি যে তারা রাজনীতির সাথে সেভাবে যুক্ত নয় তাই তাদের বাদ দেওয়া হল।

তালিকা থেকে বাদ পড়েছেন যেসব অভিনেতারা

 

View this post on Instagram

 

A post shared by Prasenjit Chatterjee (@prasenjit0756)

প্রসেনজিৎ চট্টোপাধ্যায় (Prasenjit Chatterjee) : টলিউডের ইন্ডাস্ট্রি যাকে বলা হয় তিনিই হলেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। ৩০ টা বছর হয়ে গেল এই টলিউড ইন্ডাস্ট্রিতে রয়েছেন। তাঁর অবদান অনেক। কিন্তু তিনি এই পুরস্কারের তালিকা থেকে বাদ। অনুরাগীদের প্রশ্ন, প্রসেনজিৎ চট্টোপাধ্যায় রাজনীতি করেন না বলেই কি বাদ এই তালিকায় থেকে?

 

View this post on Instagram

 

A post shared by Ritwick (@ritwickchak_)

ঋত্বিক চক্রবর্তী (Ritwick Chakraborty) : যার নেই নায়ক সুলভ চেহারা। যে লম্বা নয়, মাসল নেই। সেই ঋত্বিক চক্রবর্তী। কিন্তু সে সবসময় নায়ক চরিত্রেই অভিনয় করেন। তার অভিনয় দক্ষতা এতটাই সাবলীল, যে মনে হয় তিনি আমাদের সামনেই রয়েছেন। রোমান্স, থ্রিলার, গোয়েন্দা, পুলিশ সবেতেই অন্যরকম। ইনিও তো এই পুরস্কার পাওয়ার যোগ্য। তাহলে কেন পেলেন না পুরস্কার?

 

View this post on Instagram

 

A post shared by Jeet (@jeet30)

জিৎ (Jeet) : টলিউডের সুপারস্টার জিৎ। অভিনয়ে অনবদ্য। এখনও পর্যন্ত তার প্রায় সবকটা সিনেমা হিট। তার অভিনয় দর্শকের মনে দাগ কেটে যায়। এই অবাঙালি অভিনেতাও তো এই তালিকায় থাকতে পারত। কিন্তু কেন নেই? তিনি সক্রিয় রাজনীতিবিদ নয় বলে?


পরমব্রত চট্টোপাধ্যায় (Parambrata Chattopadhyay) : অনেক দিন ধরেই ইন্ডাস্ট্রিতে রাজ করছেন। অভিনেতা এবং পরিচালক দুই দিকই বেশ ভালো ভাবে ব্যালেন্স করছেন। যেমন তুখোড় অভিনয়, তেমনই একজন অসাধারণ পরিচালক তিনি। কিন্তু তিনিও পেলেন না কোনো পুরস্কার।

অনির্বাণ ভট্টাচার্য্য (Anirban Bhattacharya) : টলিউডের স্পষ্টবাদী অভিনেতা। যার তুখোড় অভিনয় মন কেড়েছে সকলের। কখনও খোকার চরিত্রে, কখনও বা ব্যোমকেশের চরিত্রে সকলের মনে দাগ কেটেছে। তার প্রতিটি চরিত্রে অভিনয় অনবদ্য। তিনি একজন নিখুঁত অভিনেতা। কিন্তু তিনি কেন পেলেন না পুরস্কার?

 

View this post on Instagram

 

A post shared by Jisshu U Sengupta (@senguptajisshu)

যীশু সেনগুপ্ত (Jisshu Sengupta) : ইন্ডাস্ট্রিতে তাঁর কেরিয়ার জীবনের বয়স অনেক গুলো বছর। প্রথমদিকে সেরকম কাজের সুযোগ না পেলেও, এখন মাতিয়ে দিচ্ছেন এই অভিনেতা। তবে যীশু সেনগুপ্তকেও অভিনয়ে মাত দেওয়া সহজ নয়। তিনি একজন সুদক্ষ ও পরিপূর্ণ অভিনেতা। কিন্তু এই অভিনেতাও কেন পেলেন না পুরস্কার।

আবির চ্যাটার্জি (Abir Chatterjee) : ব্যোমকেশ হিসাবেই এখন চেনেন মানুষ তাঁকে। তাঁর অভিনয় সকলকে মুগ্ধ করে। বাঙালির হার্টথ্রব আবির। আবিরের অভিনয় বাকি জনপ্রিয় অভিনেতা অভিনেত্রীদের মতোই প্রশংসনীয়। অভিনয়ে তার দক্ষতাও বিশাল। তিনি কেন পেলেন না পুরস্কার? সক্রিয় রাজনীতিবিদ নয় বলে? প্রশ্ন অনুরাগীদের।

× close ad