Bengali Controvarsial Serial’s : বাংলা ধারাবাহিক (Bengali Serial) চ্যানেল গুলোতে কিছু কিছু ধারাবাহিক রয়েছে, যেগুলো বেশ জনপ্রিয় দর্শকদের কাছে। স্টার জলসা (Star Jalsha) থেকে জি বাংলা (Zee Bangla) সর্বত্র সবধারাবাহিক একরকম হয় না। প্রত্যেকটা গল্পের আলাদা প্রেক্ষাপট রয়েছে। কোনোটা ভালোবাসার। আবার কোনোটা দাম্পত্য কলহ. আবার কোনোটা নারীমুক্তির অন্বেষণ। এই নতুনত্ব ধারাবাহিকগুলো দর্শকরা দেখতে পছন্দ করেন। তাদের ভালো লাগলে প্রশংসাতে ভরিয়ে দেন।
প্রশংসার পাশাপাশি ট্রোল করতেও ছাড়েননা ছোট ছোট দৃশ্য নিয়ে। কারণ এমন কিছু ধারাবাহিক রয়েছে, যাদের শুরুটা একরকম কাহিনী নিয়ে হয়। কিন্তু মাঝে দেখা যায় অন্যরকম, একেবারে আলাদা। ধারাবাহিক থেকে কিছু সুশিক্ষার বদলে ধারাবাহিক থেকে কুশিক্ষাই পাওয়া যাচ্ছে। সেরকমই বিতর্ক মূলক ধারাবাহিক কোনগুলো জানেন কি?
তোমাদের রাণী (Tomader Rani) : স্টার জলসার এই ধারাবাহিকে দেখা গেছে বিয়ের আগেই ঘনিষ্ঠ হয়েছিল দুর্জয় আর রানী। তারপর রানী প্রেগন্যান্ট হয়ে ডাক্তারি পরীক্ষা দেয়। এই ঘটনা দেখে দর্শকরা খুব বিরক্ত বোধ করে, আর ট্রোল করে। কারণ এরকম ট্র্যাক ছেলেমেয়েদের উপর কুপ্রভাব ফেলবে।
অনুরাগের ছোঁয়া (Anurager Chowa) : স্টার জলসার একটি বিতর্কমূলক ধারাবাহিক হল অনুরাগের ছোঁয়া। প্রথম দিকে টিআরপি না দিতে পারলেও সোনা-রূপা আসার পর থেকে বেশ ভালোই টিআরপি বেড়েছে। টানা কয়েক মাস ধরে টিআরপি তালিকায় রাজত্ব করেছে। কিন্তু এখন ধারাবাহিকের গল্প আলাদা। সূর্যর স্পার্ম চুরি করে মিশকা মা হয়ে যায়। সোনা-রূপাকে নিয়ে সূর্য দীপার টানাটানি। এই ট্র্যাক পছন্দ করছেন না দর্শকরা। ফলে এখন টিআরপি একেবারে তলানিতে।
কার কাছে কই মনের কথা (Kar Kache Koi Moner Katha) : জি এর জনপ্রিয় একটি ধারাবাহিক হল কার কাছে কই মনের কথা। এই ধারাবাহিকটিও বেশ বিতর্কমূলক ধারাবাহিক। ধারাবাহিকে দেখা গিয়েছিল, ফুলশয্যার দিন নতুন বৌকে চেয়ারে বসিয়ে মা ও ছেলে ঘুমিয়ে পড়ে, এই ঘটনায় বেশ ট্রোল হয়।
নিম ফুলের মধু (Neem Phooler Madhu) : জি বাংলার বিতর্কমূলক ধারাবাহিক গুলোর মধ্যে অন্যতম জনপ্রিয় হল নিম ফুলের মধু। এই ধারাবাহিকে দেখা গেছে সৃজনের মা কৃষ্ণা ছেলে বৌমার সুখের সম্পর্ক মেনে নিতে পারেনা। সে ভাবে তার থেকে তার ছেলেকে কেড়ে নিচ্ছে বৌমা। তাই তাকে তাড়াতে নানানরকম কৌশল করে। পর্ণার সাথে সৃজনের ডিভোর্স দিয়ে ইশার সাথে বিয়ে দেওয়ার চেষ্টা করে। ছেলের বৌয়ের প্রতি মায়ের এরকম ব্যবহার, নিয়ে সোশ্যাল মিডিয়ায় বেশ বিতর্কের সৃষ্টি হয়েছে।