বাস্তবে অবাঙালি, কিন্তু বাংলাটা ঠিকই আসে! রইল বাংলা সিরিয়ালের জগতে জনপ্রিয় এই ৫ তারকার পরিচয়

অভিনয় জগতে অভিনয়টাই আসল। এখানে অভিনেতা অভিনেত্রীদের মাতৃভাষাটা কোনো ব্যাপার নয়। কারোর মাতৃভাষা হিন্দি বলে যে সে শুধুমাত্র হিন্দি ইন্ডাস্ট্রিতে অভিনয় করবে এমন নয়, সে

Saranna

this bengali serial actor's are non bengali in reallife

অভিনয় জগতে অভিনয়টাই আসল। এখানে অভিনেতা অভিনেত্রীদের মাতৃভাষাটা কোনো ব্যাপার নয়। কারোর মাতৃভাষা হিন্দি বলে যে সে শুধুমাত্র হিন্দি ইন্ডাস্ট্রিতে অভিনয় করবে এমন নয়, সে বাংলা ইন্ডাস্ট্রিতেও অভিনয় করতে পারে। আবার যদি কারুর মাতৃভাষা বাংলা হয় তার মানেই যে সে হিন্দি, বা অন্য কোনো ভাষায় অভিনয় করতে পারবেনা এমন টা নয়। আসল হল অভিনয় দক্ষতা, কেউ যদি মাতৃভাষা ছাড়া অন্য ভাষায় দক্ষ থাকে তাহলে কেন অভিনয় করতে পারবে না , অবশ্যই সে করবে।

এই যেমন মিঠুন চক্রবর্তী থেকে শুরু করে বর্তমানে ঋতাভরী চক্রবর্তী , অন্যদিকে অনুপম খের থেকে শুরু করে বিদ্যা বালান সবাই হিন্দি থেকে বাংলা ইন্ডাস্ট্রি আবার বাংলা থেকে হিন্দি ইন্ডাস্ট্রিতে কাজ করেছেন। এই ধারা বহুকাল থেকেই চলে আসছে। আমাদের টেলিভিশনের ধারাবাহিকের পর্দাতেও এমন কিছু অভিনেতা অভিনেত্রী রয়েছেন, যারা অবাঙালি (Non-Bengali) হয়েও বলছেন ঝরঝরে বাংলা ভাষা। দেখুন তারা কারা।

bengali serial actors

 

ধারাবাহিক জগতের কিছু অবাঙালি অভিনেতা অভিনেত্রী :

 

View this post on Instagram

 

A post shared by Honey Bafna (@honeybafna25)


হানি বাফনা (Honey Bafna) : যিনি অভিনয় করেছেন বকুল কথা, প্রথমা কাদম্বিনী, গ্রামের রানী বীণাপাণি ইত্যাদি ধারাবাহিকে। তার অভিনয় পর্দায় চরিত্রদের সুন্দর করে ফুটিয়ে তুলেছে। কিন্তু জানেনকি এই অভিনেতার মাতৃভাষা কিন্তু বাংলা নয়। এই অভিনেতা অর্ধেক মারওয়ারি ও অর্ধেক জৈন। কিন্তু পর্দায় তার অভিনয়ে কেউ বুঝতেই পারবেননা যে অভিনেতা বাঙালি নন।

 

View this post on Instagram

 

A post shared by Amandeep Sonkar (@nehaamandeep)


নেহা অমনদীপ (Neha Amandeep) : অভিনেত্রীকে আমরা দেখেছি জি বাংলার ‘স্ত্রী’ ধারাবাহিকে। তারপর অভিনয় করেছেন সান বাংলার ‘কনে বউ’ ধারাবাহিকে । এই অভিনেত্রী বাংলা ভাষাতে অভিনয় করলেও তাঁর মাতৃভাষা বাংলা নয়। তিনি পাঞ্জাবি। কিন্তু তার বাংলা ভাষা শুনলে মনে হবে তিনি বাঙালি। পর্দায় তার অভিনয় সকলকে বেশ মুগ্ধ করেছে।

 

View this post on Instagram

 

A post shared by Rishi Kaushik (@rishikaushikofficial)


ঋষি কৌশিক (Rishi Kaushik) : এই অভিনেতাকে দেখা গিয়েছিল, ‘ইস্টিকুটুম’ এবং ‘এখানে আকাশ নীল’ এর মতো আরও বিভিন্ন ধারাবাহিকে। এছাড়াও এর আগে তিনি সিনেমাও করেছেন। তিনি জন্মগ্রহণ করেছেন আসামের তেজপুরে। আসামের বাসিন্দা হলেও তিনি ঝড়ঝড়ে বাংলা বলেন অভিনেতা। অভিনেতার বাংলা উচ্চারণে কেউ ধরতেই পারবেননা যে তিনি একজন অবাঙালি।


ক্রুশল আহুজা (Krushal Ahuja) : যাকে আমরা দেখতে পেয়েছি ‘রানু পেল লটারি’ এবং ‘কি করে বলবো তোমায়’ এর মতো ধারাবাহিকে। অভিনেতা উত্তর প্রদেশের বাসিন্দা। তাঁর বাবা ডাক্তার সেই কারণে তারা কলকাতায় বসবাস করেন। অবাঙালি হয়েও সকলের মন জয় করে নিয়েছেন তিনি নিজের অভিনয় দক্ষতার দ্বারা।

× close ad