‘কেন হল কিছুই বুঝলাম না’! কূটকচালি সিরিয়ালের ভিড়ে হেরে গেল নিখাদ বিনোদন, আক্ষেপ অভিনেত্রী’র!

Star Jalsha Serial : আগে বাংলার ধারাবাহিক (Bengali Serial) চ্যানেল গুলোতে কত রকমের সাহিত্য নির্ভর ধারাবাহিকের দেখা মিলত। কিন্তু এখন সময় বদলেছে, সেই স্বাদ আর

Saranna

this bengali serial going to end soon

Star Jalsha Serial : আগে বাংলার ধারাবাহিক (Bengali Serial) চ্যানেল গুলোতে কত রকমের সাহিত্য নির্ভর ধারাবাহিকের দেখা মিলত। কিন্তু এখন সময় বদলেছে, সেই স্বাদ আর নেই। এখন আর এই স্বাদ নিতে চায়না। এখন সকলেই দেখতে চায় পরকীয়া এবং কূটকাচালি পূর্ণ ধারাবাহিক। যতই পরকীয়া এবং কূটকাচালি দেখে দর্শকরা সমালোচনা করুক না কেন, দর্শকদের ওটাই ভালো লাগে, আর এটা বারবার প্রমাণিত। সম্প্রতি আবার প্রমাণিত।

স্টার জলসার (Star Jalsha) পর্দায় চলতি বছরের ১৩ ই মার্চ শুরু হয়েছিল ‘কমলা ও শ্রীমান পৃথ্বীরাজ’ (Kamala O Sreeman Prithviraj)। এই ধারাবাহিকে দেখা মেলেনি পরকীয়া কিংবা কূটকাচালির, বরং দেখা মিলেছে ঐতিহাসিকতা। বিংশ শতকের অল্প বয়সী নরনারীর প্রেমের উপাখ্যান এবং ঐতিহাসিক মূহূর্ত। বিখ্যাত পরিচালক তরুণ মজুমদারের তরুণ মজুমদারের ছবি ‘শ্রীমান পৃথ্বীরাজ’-এর আদলে এটি নির্মিত।

komola o sreeman prithwiraj serial new promo come out

কমলার চরিত্রে অভিনয় করেছেন অয়ন্যা চট্টোপাধ্যায় আর পৃথ্বীরাজের চরিত্রে দেখা গিয়েছিল সুকৃত সাহাকে। মাত্র আট মাসেই শেষ হয়ে গেল এই ধারাবাহিকের পথচলা। প্রথমদিকে ধারাবাহিকটি বেশ টিআরপি এনে দিয়েছে। কিন্তু এখন যত সময় এগিয়েছে টিআরপি নম্বরও কমেছে। বর্তমানে ধারাবাহিকটি সম্প্রচারিত হয় সন্ধ্যা ৬:৩০ টায়। এই সময় প্রতিদ্বন্দী চ্যানেলে দেখা যায় ‘কার কাছে কই মনের কথা’। একদমই এঁটে উঠতে পারছেনা এই ধারাবাহিকের সাথে।

আগে শোনা গিয়েছিল স্লট বদল ঘটবে। কিন্তু এখন শোনা যাচ্ছে স্লট বদল নয়, একেবারেই শেষ হতে চলেছে। যদিও অফিশিয়ালি কিছু শোনা যায়নি, তবে সূত্রের খবর, আগামী ১৯ নভেম্বর ধারাবাহিকের শেষ সম্প্রচার। আর ১১ নভেম্বর ধারাবাহিকের শেষ শ্যুটিং। ধারাবাহিক বন্ধ হওয়া প্রসঙ্গে গীতশ্রী রায় জানান, ‘এই সিরিয়ালে ছিল না কোনো সাংসারিক ঝামেলা। গল্পটা একেবারেই আলাদা ধরনের ছিল।

geetashree roy entry on komola o sreeman prithviraj

আমি প্রথমবার এমন একটা চরিত্রে অভিনয় করলাম। সবাই আমাকে দেখে বলত, খুব ভালো চরিত্র, ভালো গল্প। কিন্তু আশ্চর্যের ব্যাপার টিআরপিই উঠল না। কেন হল কিছুই বুঝতে পারলাম না’। এই ধারাবাহিক শেষ হয়ে গেলে এর পরিবর্তে আসবে হিয়া মুখোপাধ্যায়ের নতুন ধারাবাহিক ‘গীতা এল এল বি’। এখন দেখার এই ধারাবাহিক কতটা শক্তিশালী হয়, কতটা শিমুলের সাথে এঁটে উঠতে পারে।

× close ad