সরকারি নির্দেশ (Government Notice) অনুযায়ী, আগামী ১ লা জুন থেকে বদলাতে চলেছে একাংশ পরিষেবার নিয়ম। ধার্য হতে চলেছে অতিরিক্ত কর। ব্যাঙ্কের একাউন্ট হোক বা গাড়ির বীমা কিংবা সোনার গহনা সবকিছুতেই আস্তে চলেছে নতুন নিয়ম। আর এই নতুন নিয়ম বিধি বাড়তে পারে অতিরিক্ত করের বোঝা। আজ দেখে রাখুন ১ লা জুন ঠিক কোন কোন ব্যাঙ্কের লেনদেন, লোন, বীমা বা সোনার গহনায় কিরকম পরিবর্তন লাঘু করা হয়েছে। এমনকি প্রধানমন্ত্রীর গরীব কল্যাণ অন্ন যোজনাতেও আসছে বড়ো পরিবর্তন।
১ লা জুন থেকে লাঘু হতে চলেছে এই সরকারি নিয়মগুলি জেনে নিন (This Government Rules Sould Be Affective from 1st June)
স্টেট ব্যাঙ্কে সুদের হার বাড়ছে (Growing SBI Intrest Rate) : ১ লা জুন অর্থাৎ আগামীকাল থেকে ভারতীয় স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া বাড়তে চলেছে চার্জ। হ্যাঁ, আগামীকাল থেকে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ায় গৃহঋণ এর ক্ষেত্রে (EBLR) বেড়ে ৭.০৫ শতাংশ হবে। আর (RLLR) বৃদ্ধি হয়ে হয়েছে ৬.৬৫ শতাংশ যা আগে ছিল ০.৪০ শতাংশ।
গাড়ির বীমার দাম বাড়ছে (Growing Car Insurance Rate) : পরিবহন মন্ত্রালয়ের আদেশ অনুসারে, গাড়ি ও বাইকের বীমায় আসতে চলেছে বদল। কেন্দ্রীয় সরকারের তরফে গাড়ির বীমা হতে চলেছে ব্যয়বহুল। গতকাল থেকে গাড়ির ইঞ্জিন ক্ষমতার উপর তার বীমা নির্ধারণ হতে চলেছে। অর্থাৎ ১০০০ CC এর গাড়ির জন্য বীমার মূল্য দিতে হবে ২০৯৪ টাকা।
ব্যাঙ্কে নূন্যতম ব্যালেন্সের পরিমান বাড়ছে (Growing Bank Account Minimum Balance) : এক্সিস ব্যাঙ্কের গ্রামীণ ও শহরাঞ্চল প্রতিটি শাখায় বাড়তে চলেছে একাউন্টের নূন্যতম ব্যালান্স জমা রাখার পরিমান। গতকাল থেকে ব্যাঙ্কের নতুন নিয়ম অনুযায়ী এক্সিস ব্যাঙ্কের গ্রাহকদের একাউন্টে নুন্যতম ব্যালেন্স রাখতে হবে ২৫,০০০ টাকা। যা এখনও অবধি ছিল ১৫,০০০ টাকা। গতকাল থেকে অর্থাৎ ১ লা জুন থেকে ব্যাঙ্কের সেভিংস ও স্যালারি একাউন্টের ক্ষেত্রে চার্জের কাঠামো পরিবর্তিত হতে চলেছে। অটোডেবিট পরিষেবা চালু না রাখলে আর নূন্যতম ব্যালেন্স বজায় রাখতে না পারলে ও অন্যান্য পরিষেবা বাবদ চার্জের পরিমান বাড়ানো হয়েছে।
আরও পড়ুনঃ পুনরায় চালু হতে চলেছে মৈত্রী এক্সপ্রেস! সপ্তাহে কদিন চলবে এই ট্রেন বিস্তারিত দেখে নিন
সোনার গহনায় হলমার্কিং বাধ্যতামূলক (Hallmark to be must on Gold Jewellery) : গত ১ লা জুন থেকে সোনার গহনায় হলমার্ক থাকাটা বাধ্যতামূলক করা হয়েছে। এই নিয়ম অনুযায়ী, নতুন পুরোনো মিলিয়ে মোট ২৮৮ টি জেলায় সোনার গহনায় হালমার্কিংয়ের ব্যবস্থা করা হবে। আর আগামী ১৪ জুন থেকে সমস্ত সোনার দোকানে পাওয়া যাবে ১৪, ১৮, ২০, ২২, ২৩, ও ২৪ ক্যারেটের সোনা। হালমার্কিং ব্যাতিত সোনা বিক্রি সম্পূর্ণ বন্ধ করা হবে।
আরও পড়ুনঃ খাবারে শুধুই ম্যাগি-চাউমিন! রেগে গিয়ে স্ত্রীকে ডিভোর্সের সিদ্ধান্ত স্বামীর
প্রধানমন্ত্রী অন্ন যোজনায় মিলবে না গম (Wheat Will be stop in Anna Yojona) : প্রধানমন্ত্রীর অন্তদয় অন্ন যোজনায় এবার থেকে মিলবে না গম। এই যোজনার অন্তর্ভুক্ত জেলাগুলির বিনামূল্যের গম সরবরাহ কমিয়ে দেওয়া হবে আগামী ১ লা জুন থেকে। ইউপি, বিহার, কেরালায় সম্পূর্ণ বন্ধ হবে গম প্রদান। গমের পরিবর্তে ৫ কেজি করে চাল প্রদান করা হবে। বাকি বেশ কয়েকটি জেলা একইরকম যা খাদ্যদ্রব্য পেত তাই পাবে আপাতত।