গরমে পাহাড় ঘুরতে চান? রইল প্রকৃতির মাঝে অনন্য সুন্দর এক পাহাড়ি রিসোর্টের হদিশ

Holiday Destination : রোজকার কাজ আর বাড়ি জীবন এভাবে একঘেঁয়ে হয়ে ওঠে। কিন্তু কাজ তো জরুরি। তবে কাজের ফাঁকে একটু ছুটিরও প্রয়োজন।সেই ছুটিতে হবে হাওয়াবদল।

Nandini

this summer you may visit hill in this destination

Holiday Destination : রোজকার কাজ আর বাড়ি জীবন এভাবে একঘেঁয়ে হয়ে ওঠে। কিন্তু কাজ তো জরুরি। তবে কাজের ফাঁকে একটু ছুটিরও প্রয়োজন।সেই ছুটিতে হবে হাওয়াবদল। শীতকাল শেষ। আসছে গরমকাল, বসন্তের মাঝেই গরমের আবহাওয়া বেশ টের পাচ্ছেন সকলে। তাই আর দেরি কেন। সপ্তাহান্তে প্ল্যান করুন আর ঘুরে আসুন এই জায়গা (Holiday Destination) থেকে। মনের মত ঘুরবেন আর পছন্দের খাবার পাবেন।

সাথে থাকবে শহরের যানজট আর ধোঁয়া মুক্ত পরিবেশ। শহরের কোলাহল যেখানে প্রকৃতির নিস্তব্দতায় মেলাবে। যেখানে মন ভরে উপভোগ করতে পারবেন প্রকৃতি। সকাল হলেই বিছিয়ে থাকবে বরফের চাদর। তাহলে আর ভাবছেন কেন? আজই বুক করে ফেলুন টিকিট আর হাজির হন নিজের গন্তব্যে। একদিনের খরচ মাত্র ১২৫০ টাকা।

this summer you may visit hill

আশ্চর্য হবেন না। আজ আপনাদের সেইরকমই একটি জায়গার খোঁজ দেব। যেখানে গেলে মন-প্রাণ দুইই ভরে উঠবে। ঘুরে আসুন ভারত আর নেপালের বর্ডার সংলগ্ন এলাকায় এমন এক রিসোর্টে যেখানে কিছু বাড়ি ভারতে তো কিছু আছে নেপালে। এমন একটা জায়গায় যেখানে একসাথে উপভোগ করতে পারবেন দুই দেশের আকাশের সৌন্দর্য। এক দেশে সূর্যোদয় আর আরেক দেশে সূর্যাস্ত।

আরও পড়ুনঃ দুদিনের ছুটিতে শান্তি আর প্রকৃতি, রইল নামমাত্র খরচে এই ৫টি দুর্দান্ত ঘোরার জায়গার হদিশ

জানেন এই জায়গা কোথায়? মিরিক থেকে দার্জিলিং যাওয়ার পথে ‘গুফা পাতাল’ নামক এক গ্রাম। যেখানে এই রিসোর্ট আছে। যার নাম ‘RUDRAA’S ECO HUT’। সেখানে যেমন প্রকৃতির সৌন্দর্য উপভোগ করবেন পাশাপাশি আছে মনোরঞ্জনের ভরপুর আয়োজন। গান, বারবিকিউ, বনফায়ার সবরকম ব্যবস্থা আছে এই স্থানে। ‘গুফা পাতাল’ গ্রামের এক বাঁকে একটু নিরিবিলিতে এই রিসোর্ট আছে। যেখানে বাঙালি ও যেকোনো রকম ভারতীয় খাবার পাওয়া যাবে।

this summer you may visit this place

সেখান থেকে, বুদ্ধ পার্ক, অন্তু পার্ক, অন্তু লেক, পশুপতি মার্কেট, গোপালধারা ভিউ পয়েন্ট,11 কিলোমিটার দূরে তাবাকোষি, 10 কিলোমিটার দূরে মিরিক লেক, 22 কিলোমিটার দূরে লেপচাজগৎ, 34 কিলোমিটার দূরে দার্জিলিং শহর। রিসোর্ট থেকেই গাড়ির ব্যবস্থা করে নিতে পারবেন। এছাড়াও নেপাল ঘুরতে পারেন। এইখানে কমপ্লিমেন্টারি লাঞ্চ, ডিনার আর স্ন্যাকসও পেয়ে যাবেন।

পথ নির্দেশ ও ভাড়া

শিলিগুড়ি বা নিউ জলপাইগুড়ি স্টেশন থেকে ৩৫০০ বা ৪০০০ টাকা দিয়ে রিজার্ভ করে কমবেশি আড়াই ঘন্টার মধ্যে পৌঁছে যেতে পারেন এই রিসোর্টে। এছাড়া যদি কম বাজেটে যেতে চান তাহলে শেয়ার গাড়িও পাওয়া যাবে ২৫০ টাকার মধ্যে। এখানে জনপ্রতি প্রতিদিনের থাকার খরচ ১২৫০-২২৫০ এর মত।

Related Post