দর্শকদের বিনোদন জোগাতে বাংলা চ্যানেল গুলোতে আসে একের পর এক নিত্যনতুন ধারাবাহিক (Bengali Serial)। তার সাথে সাথে বাড়ছে নতুন অভিনেতা অভিনেত্রীদের আনাগোনা। নতুন ধারাবাহিকে কেউ পাচ্ছে লিড চরিত্রে অভিনয়ের সুযোগ, কেউ বা পাচ্ছে পার্শ্ব চরিত্রে অভিনয়ের সুযোগ। তবে অনেকক্ষেত্রে দেখা যাচ্ছে, যারা প্রথমেই লিড চরিত্রের সুযোগ পাচ্ছে, তাদের পরে আর লিড চরিত্রে দেখা যাচ্ছে না। কিন্তু আবার এমন অনেকে আছেন যারা প্রথমে পার্শ্ব চরিত্রে অভিনয় করেছেন পরে তাদেরই আবার লিড চরিত্রে দেখা যাচ্ছে।
বাংলা ধারাবাহিকের বর্তমান জনপ্রিয় চ্যানেলগুলি হল জী বাংলা ও স্টার জলসা। এই দুই চ্যানেলে সম্প্রতি একটু বেশিই নতুন ধারাবাহিকের আনাগোনা। যদিও তা দর্শকের মনোরঞ্জনের জন্যই। একের পর এক নতুন ধারাবাহিকে প্রোমো প্রকাশ পাচ্ছে চ্যানেলে। আর এই নতুন ধারাবাহিক গুলিতে রয়েছে পুরোনো মুখের নতুন সমীকরণ। কিংবা একদম অচেনা কোনো মুখ। এমন কয়েকজন টেলি অভিনেত্রী (Telivision Actresses) রয়েছেন যারা অন্যান্য ধারাবাহিকে পার্শ্ব চরিত্রে অভিনয়ের পর এই দুই চ্যানেলে মুখ্য চরিত্রে অভিনয়ের সুযোগ পেয়েছেন।
টেলিভিশনের অভিনেত্রী যারা আগে পার্শ্ব চরিত্রে অভিনয় করেছেন (This Telivision actresses before who played side charactar)
View this post on Instagram
সৌমিতৃষা কুণ্ডু (Soumitrisha Kundu) : আজ সকলে তাকে একডাকে চেনে মিঠাই নামে। তবে সে অভিনয় জগতে প্রথমেই এসে লিড চরিত্রে অভিনয়ের সুযোগ পাননি। ২০১৬ সালে কালার্স বাংলার জনপ্রিয় ধারাবাহিক ‘এ আমার গুরুদক্ষিণা’ ধারাবাহিকে সৌমিতৃষা নেগেটিভ চরিত্রে অভিনয় করেছেন। এই ধারাবাহিকে অভিনয় দিয়ে শুরু সৌমিতৃষা কুন্ডু। তারপর দেখা যায়, ‘জয় কালী কলকাত্তাওয়ালী’, ‘গোপাল ভাঁড়’, ‘অলৌকিক না লৌকিক’ ধারাবাহিকে। তবে সবকটিতেই পার্শ্ববর্তী চরিত্রে অভিনয় করেন। এরপর প্রথম লিড চরিত্রে অভিনয়ের সুযোগ আসে ‘কনে বউ’ ধারাবাহিকে। তারপর কাজ করেন মিঠাই এ।
View this post on Instagram
সোমু সরকার (Somu Sarkar) : সোমু সরকার বাংলা টেলিভিশন ইন্ডাস্ট্রির জনপ্রিয় মুখ। তাকে আমরা দেখতে পাই ‘গোধূলি আলাপ’ ধারাবাহিকে নোলকের চরিত্রে। এই ধারাবাহিকে তিনি লিড রোলে অভিনয় করছেন। তবে এটা তার প্রথম ধারাবাহিক নয়, তিনিও পার্শ্ব চরিত্রে অভিনয় করেই আজ প্রধান চরিত্রে অভিনয় করছেন। এর আগে তিনি আকাশ আট চ্যানেলে সম্প্রচারিত হওয়া ধারাবাহিক ‘ইকিরমিকির’- এ অভিনয় করেছেন।
View this post on Instagram
খেয়ালী মন্ডল (Kheyali Mondal) : স্টার জলসার জনপ্রিয় ধারাবাহিক “আলতা ফড়িং” ধারাবাহিক এর লিড চরিত্র ফড়িং এর ভূমিকায় অভিনয় করছেন খেয়ালী মন্ডল। এই ধারাবাহিক এতটাই জনপ্রিয় যে, টিআরপি তালিকায় সবার শীর্ষে। তবে এটা তার প্রথম ধারাবাহিক নয়, এর আগে সে কালার্স বাংলায় অভিনীত ‘মৌয়ের বাড়ি’ ধারাবাহিকে পাখির চরিত্রে।
View this post on Instagram
শ্যামৌপ্তি মুদলি (Shyamoupti Mudly) : এই অভিনেত্রীকে দেখা যাচ্ছে স্টার জলসার জনপ্রিয় ধারাবাহিক ‘গুড্ডি’ তে। এই ধারাবাহিকের মুখ্য চরিত্রে তিনি অভিনয় করছেন। এর আগে তাঁকে জি বাংলার চোখের বালি ধারাবাহিকে অভিনয় করতে দেখা গেছে। ওটাই শ্যামৌপ্তির প্রথম অভিনয়। এরপর একে একে পটল কুমার গানওয়ালা, করুণাময়ী রানি রাসমণি তে কাজ করেন। এগুলো সব ছিল পার্শ্ববর্তী চরিত্রের অভিনয়। এরপর প্রথম মুখ্য ভূমিকায় সুযোগ পান ‘বাজলো তোমার আলোর বেণু’ তে। তার পর পান ‘ধ্রুবতারা’ ধারাবাহিকে।
আরও পড়ুনঃ মহানায়ক উত্তম কুমারের ছায়া! পর্দায় মহানায়কের চরিত্রে ধরা দিয়েছিলেন যে অভিনেতারা, রইল ছবি
View this post on Instagram
স্বস্তিকা ঘোষ (Swastika Ghosh) : স্টার জলসার জনপ্রিয় ধারাবাহিক ‘অনুরাগের ছোঁয়া’ তে লিড রোলে অভিনয় করছেন স্বস্তিকা। এটা তার প্রথম অভিনয় নয়। এর আগে সে সান বাংলায় অভিনীত ‘সরস্বতীর প্রেম’ ধারাবাহিকে পার্শ্ব চরিত্রে অভিনয় করেছেন। তারপরেই পেয়েছেন লিড চরিত্রের সুযোগ।