মহানায়ক একজনই তিনি হলেন উত্তম কুমার (Uttam Kumar)। উত্তম কুমারের নাম শুনলেই চোখে ভেসে ওঠে, অ্যান্টনি ফিরিঙ্গি, নায়ক, সন্ন্যাসী রাজা, সপ্তপদী, মেমসাহেব। তাঁর ছবি দেখে আপামর বাঙালী হাঁসে, কাঁদে, আনন্দ করে। আজও মানুষ তাঁর সিনেমা টিভির পর্দায় হলে সপরিবারে মুগ্ধ সহকারে দেখে। আজও তাঁর প্রয়ান দিবস হোক কিংবা জন্মদিন হোক সবকিছুতেই মানুষ আবেগে ভাসে।
তবে এই মহানায়ক হওয়ার পথ এতটা মসৃণ ছিল না। জীবনে এসেছে নানান বাঁধা বিপত্তি। একের পর এক ছবি ফ্লপ হয়। এই ব্যর্থতায় যিনি হার মানেননি, তিনিই তো উত্তম কুমার (Uttam Kumar), তিনিই তো মহানায়ক। কারণ তিনি জানতেন ব্যর্থতার পরেই আসে সফলতার পথ। এই মহানায়ক তো বাঙালির গর্ব। তাই তাঁর জীবনের গল্প নিয়ে বাংলা ইন্ডাস্ট্রির অনেক পরিচালক কাজ করেছেন। আর সেই সব ছবিতে পর্দায় মহানায়কের ভূমিকায় অভিনয় করেছেন বর্তমানের জনপ্রিয় কিছু অভিনেতারা। দেখে নেওয়া যাক কারা রয়েছেন এই তালিকায়।
মহানায়ক উত্তম কুমারের চরিত্রে ৫ অভিনেতা : (5 Tollywood actor play as Mohanayok Uttam Kumar)
প্রসেনজিৎ চট্টোপাধ্যায় (Prosenjit Chatterjee) : ২০১৬ সালে স্টার জলসার পর্দায় সম্প্রচারিত হয়েছিল মহানায়ক উত্তম কুমারের জীবনীর উপর ‘মহানায়ক’ (Mahanayak) ধারাবাহিক। এই ধারাবাহিকে উত্তম কুমারের চরিত্রে অভিনয় করেছেন টলিউড ইন্ডাস্ট্রির সুপারস্টার প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। মহানায়কের সম্পূর্ণ জীবন তুলে ধরা হয়েছিল এই ধারাবাহিকে। খুব দক্ষতার সাথে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় এই চরিত্রকে ফুটিয়ে তুলেছিলেন। মহানায়ক চরিত্রে তার অভিনয় দর্শকের মন রাখতে আপ্রাণ চেষ্টা করেছিলেন অভিনেতা।
যিশু সেনগুপ্ত (Jishu Sengupta) : ২০১৯ সালের সিনেমা ‘মহালয়া’ (Mahalaya)। বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের মহালয়ার রেকর্ড ছাড়া বাঙালীর পূজা অসম্পূর্ণ । কিন্তু একদিন সেই মহালয়ার রেকর্ডের দায়িত্ব ছিনিয়ে নেওয়া হয় বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের কাছ থেকে। সেইসময় ওনার বদলে দায়িত্ব দেওয়া হয় মহানায়ক উত্তম কুমারের হাতে । এই নিয়েই সিনেমার কাহিনী। এই সিনেমাতে উত্তম কুমারের ভূমিকায় অভিনয় করেছেন অভিনেতা যিশু সেনগুপ্ত।
সুজন মুখোপাধ্যায় (Sujan Mukhopadhyay) : ২০২০ সালে মহানায়ক উত্তম কুমারকে নিয়ে একটি ডকুমেন্টারি হয়, ‘যেতে নাহি দিব’ (Jete Nahi Dibo)। এই ডকুমেন্টারিতে মহানায়কের ভূমিকায় অভিনয় করেছেন অভিনেতা সুজন মুখোপাধ্যায়। তিনি জানিয়েছেন, ‘উত্তম কুমারের চরিত্রে অভিনয় করা খুবই কঠিন কাজ। তবুও আমি কোনো খামতি রাখিনি’। অভিনয়ে মহানায়ককে ফুটিয়ে তুলতে যথাসাধ্য চেষ্টা করেছিলেন অভিনেতা সুজন মুখোপাধ্যায়।
শাশ্বত চট্টোপাধ্যায় (Saaswata Chatterjee) : সম্প্রতিক কালে আবারও একবার মহানায়ককে নিয়ে তার বাস্তব জীবনের কিছু ছবি তুলে ধরতে ‘অচেনা উত্তম’ নামক একটি ছবি রিলিজ হয়েছে। এই সিনেমায় উত্তম কুমারের কেরিয়ার জীবনের আগে থেকে মৃত্যু পর্যন্ত সমস্তটা দেখানো হয়েছে। এই ছবিতে উত্তম কুমারের ভূমিকায় অভিনয় করেছেন অভিনেতা শাশ্বত চট্টোপাধ্যায়। পর্দার পিছনে মহানায়কের জীবনের অনেক সত্য ধরা দেবে এই সিনেমার মাধ্যমে।
গৌরব চট্টোপাধ্যায় (Gourab Chatterjeee) : গৌরব চট্টোপাধ্যায় একজন সুদক্ষ অভিনেতা হওয়ার সাথে সাথে তার এক বড়ো পরিচয় হল তিনি মহানায়কের আত্মীয়। তিনি হলেন মহানায়ক উত্তম কুমারের নাতি। সৃজিত মুখোপাধ্যায়ের ‘অতি উত্তম’ (Oti Uttam) ছবিতে মহানায়কের ভূমিকায় অভিনয় করেছেন গৌরব চট্টোপাধ্যায়। এটি মহানায়ককে নিয়ে এক গবেষকের গবেষণার কাহিনী চরিত্রায়ন করেছে।