সব মানুষই অপেক্ষা করে থাকেন, বাঙালির শ্রেষ্ঠ উৎসব দূর্গাপূজার জন্য। সেই পূজো আসতে আর বেশি বাকি নেই। হাতে রয়েছে মোটে কটা মাত্র দিন। দূর্গাপূজা যে দোরগোড়ায় দাঁড়িয়ে আপনাকে ডাকছে, তা বুঝতে পারা যায়, মহালয়ার দিন থেকেই। তাই পূজার আগে মহালয়ার দিনটি বিশেষ ভাবে তাৎপর্যপূর্ণ। আর মহালয়া মহিষাসুরমর্দিনী ছাড়া একেবারেই যেন অসম্পূর্ন। কেউ রেডিওতে বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের মহিষাসুরমর্দিনী (Mahisasura Mardini) শোনেন।
আবার কারোর বাড়িতে চলে টিভি চ্যানেলে মহিষাসুরমর্দিনী। আর মহালয়ার দিনটিতে নিজেদের চ্যানেলে সুন্দর মহালয়ার অনুষ্ঠান ফুটিয়ে তুলতে সকলেই প্রস্তুত থাকেন। টলিপাড়ার জনপ্রিয় অভিনেত্রী শুভশ্রী থেকে শ্রাবন্তী চ্যাটার্জী (Srabanti Chatterjee) সকলেই দেবী দুর্গা রূপে আমাদের সামনে এসেছেন একবার না একবার। এবারেও তার ব্যতিক্রম হচ্ছেনা। এবারেও প্রত্যেকটি চ্যানেলে থাকছেন টলিপাড়ার নামকরা অভিনেত্রীরা। তবে উল্লেখযোগ্য যে খবর, তা হল স্টার জলসায় (Star Jalsha) এবার দূর্গা রূপে আসছেন সকলের প্রিয় অভিনেত্রী কোয়েল মল্লিক (Koel Mallick)।
স্টার জলসায় এবারে মহালয়ার দায়িত্বে রয়েছেন সুরিন্দর ফিল্মস। ১৪ ই অক্টোবর টিভির পর্দায় মহালয়ার অনুষ্ঠান হবে। আর সেখানেই দেখা যাবে কোয়েল মল্লিককে। দু বছর পর আবারও দেবী রূপে ফিরছেন। দু বছর আগে দেবী দূর্গা রূপে কালার্স বাংলার পর্দায় অসুর বধ করেছিলেন। সে বছরও কোয়েলের স্বামী নিষ্পাল সিং রানের প্রযোজনা সংস্থা সুরিন্দর ফিল্মস প্রযোজনা করেছিলেন।
তবে শুধু যে কোয়েল থাকছে তা নয়, সাথে থাকছেন আরও অনেক অভিনেত্রী। তবে তারা কারা সে বিষয়ে এখনও জানা যায়নি কিছু। এ মাসের শেষে হবে লুক টেস্ট। তবে কোয়েল মল্লিককে (Koel Mallick) দেবী দূর্গার বেশে দেখতে দর্শকরা বেশ পছন্দ করেন। তাই এবারেও এমন কিছু হলে মন্দ হয় না। উল্লেখ্য, দিন দিন কমার্শিয়াল ছবি ছেড়ে সকলেই ঢুকছেন আর্ট ফিল্মে।
আরও পড়ুনঃ ঘনিষ্ঠ দৃশ্যে অভিনয়ে নারাজ, তাই বলিউডের সুযোগ হাতছাড়া করেছেন এই টলিকন্যা!
সেই তালিকায় অনেক আগেই নাম লিখিয়েছেন কোয়েল মল্লিক। ইতিমধ্যেই করে ফেলেছেন অনেক ছবি, ফ্লাইওভার, রক্তরহস্য , বনি, সাগরদ্বীপে যখের ধন, মিতিন মাসি প্রভৃতি। সম্প্রতি এই দূর্গাপূজাতেই মুক্তি পেতে চলেছে পরিচালক অরিন্দম শীলের পরিচালিত ছবি জঙ্গলে মিতিন মাসি। সেখানে মিতিন মাসির চরিত্রে দেখা যাবে কোয়েলকে।