Mili : নতুন ধারাবাহিক এলে পুরানোকে যে সরে যেতেই হয়। একথা আমরা সকলেই জানি। জি বাংলায় (Zee Bangla) যখন নতুন ধারাবাহিকের প্রোমো ভিডিও আসে। তখনই দর্শকদের মনে একটাই আশঙ্কা জাগছিল। কোন ধারাবাহিকের কপাল পুড়বে। চিন্তার ভাঁজ অনুরাগীদের কপালে। কারণ ইতিমধ্যে ‘খেলনা বাড়ি’ (Khelna Bari)র শেষের খবর তো সকলে পেয়েই গেছেন। তবে এই নতুন ধারাবাহিক সেখানে আসছেনা। আসছে ‘মিলি'(Mili)র পরিবর্তে।
ইতিমধ্যে জি বাংলায় যে নতুন ধারাবাহিকের প্রোমো এসেছে তা বেশ আকর্ষণীয়। ধারাবাহিকের নাম ‘আলোর কোলে’ (Alor Kole)। স্বীকৃতি মজুমদার, কৌশিক রায় এবং সোমু সরকার অভিনীত এই ধারাবাহিকটিতে রয়েছে অলৌকিক ঘটনার সন্নিবেশ। সকলেই ধারাবাহিকটি দেখার জন্য অধীর আগ্রহী হয়ে আছেন। সকলেই ভাবছেন কবে আসবে এই ধারাবাহিক। প্রকাশ্যে এল সম্প্রচারের দিনক্ষণ। আর তা দেখেই অনেকের মাথায় আকাশ ভেঙে পড়ল।
এটা ভাবতেই পারেননি অনেকে। কয়েকদিন ধরে শোনা যাচ্ছিল শেষ হয়ে যাবে ‘খেলনা বাড়ি’। শেষ হয়ে গেছে ধারাবাহিকের শ্যুটিং। আর তাই সকলে ভেবেছিলেন এটা শেষ হয়ে গেলেই হয়ত আসবে ‘আলোর কোলে’। কিন্তু এই ধারণা সম্পূর্ণ ভুল। এটা শেষ হয়ে গেলে তার পরিবর্তে আলোর কোলে আসছেনা। আলোর কোলে আসছে বর্তমানে সম্প্রচারিত হওয়া নতুন একটি ধারাবাহিকের পরিবর্তে।
জানা যাচ্ছে, আগামী ২৭ নভেম্বর থেকে রাত ৯ টার স্লটে দেখা মিলবে আলোর কোলে। বর্তমানে এই স্লটে দেখা যাচ্ছে ‘মিলি’। ধারাবাহিকের বয়স মাত্র দু মাস। এই অল্প সময়েই স্লটহারা হচ্ছে মিলি। তাহলে মিলিকে কোন সময়ে দেখা যাবে? মিলিকে দেখা যাবে সাড়ে নটার স্লটে। অর্থাৎ সপ্তাহে চারদিন দেখা মিলবে এই ধারাবাহিকের।
যদিও মিলির স্লটটা দর্শকদের অনুমান মাত্র। এখনো কিছু অফিশিয়ালি ঘোষণা হয়নি। এখন দেখা যাক কি হয়। কার ভাগ্যে কি আছে সময়ই বলবে। তবে এত তাড়াতাড়ি স্লট বদল হওয়া দেখে দর্শকরা চিন্তিত। এত তাড়াতাড়ি যদি স্লট বদল হয়ে যায়, তাহলে তো আয়ুও আর বেশিদিন নেই।