‘চুলের মুঠি ধরে মার……’, ব্যক্তিগত জীবন নিয়ে অকপট পর্দার ‘মেঘ’ তিতিক্ষা!

Titiksha Das : জি বাংলায় (Zee Bangla) যে কটি ধারাবাহিক সম্প্রচারিত হয়, তার মধ্যে চর্চিত এবং সমালোচিত একটি ধারাবাহিক হল ‘ইচ্ছে পুতুল’ (Icche Putul)। ধারাবাহিকের

Saranna

titiksha das aka megh openup about her lifestyle

Titiksha Das : জি বাংলায় (Zee Bangla) যে কটি ধারাবাহিক সম্প্রচারিত হয়, তার মধ্যে চর্চিত এবং সমালোচিত একটি ধারাবাহিক হল ‘ইচ্ছে পুতুল’ (Icche Putul)। ধারাবাহিকের কেন্দ্রে রয়েছে মেঘ, ময়ূরী এবং নীল। মেঘের চরিত্রে অভিনয় করছেন তিতিক্ষা দাস (Titiksha Das)। তাঁর অভিনয় এবং চরিত্র সবটাই দর্শকদের বেশ ভালো লাগে। এর আগে তিনি অভিনয় করেছিলেন ‘দত্ত অ্যান্ড বৌমা’ ধারাবাহিকে। কিন্তু জনপ্রিয়তা পেয়েছেন এই ধারাবাহিকের মধ্যে দিয়ে।

আজ জেনে নেওয়া যাক তিতিক্ষার জীবনের কাহিনী। তিতিক্ষার জার্নি শুরু হয় নাচের প্ল্যাটফর্ম দিয়ে। ক্লাস নাইনে তিনি নাচ শুরু করেন, এরপর ধীরে ধীরে জি এবং স্টার প্রত্যেকটা চ্যানেলের রিয়েলিটি শোয়ে ব্যাকগ্রাউন্ড ডান্সার দিয়ে শুরু হয় জার্নি। তারপরেই সুযোগ আসে অভিনয়ের। বয়স টা মাত্র ১৯। দেখে মনে হয় ২৪। এতটা পরিণত এতটা দক্ষ তিনি।

titiksha das aka megh openup about her skincare

এত সুন্দরী দক্ষ অভিনেত্রী বাড়িতে কিন্তু এখনো মার খান। ভুল করলে তাঁর মা বকা দেননা। চার পাঁচ মাস আগেও চুলের মুটি ধরে মা মেরেছিলেন। অভিনেত্রীর জীবনের একটা সখ রয়েছে, তিনি খুব ভালোবাসেন শপিং করতে। শোনা গেছে এত মাসের শ্যুটিং জীবনে, তিনি নাকি একরকম জামা বারবার পড়ে ফ্লোরে যাননি। প্রত্যেকদিন নতুন নতুন জামা পড়ে শ্যুটিংয়ে গিয়েছেন।

titiksha das aka megh openup about her crush

শপিংয়ের পাশাপাশি তিনি ভালোবাসেন ঘুরতে। ঘুরতে ভালোবাসলেও, একদমই ছুটি পাননা। তাঁর জীবনের ক্রাস মেসি। এর পাশাপাশি তাঁর জীবনের হৃদয় বিদারক কাহিনীও শুনিয়েছেন, তাঁর কথায়, ‘গত বছর দুর্গাপুজোর পরপর আমি একটা প্রজেক্ট নিয়ে খুব আশায় ছিলাম। সেটা অবশেষে হয়নি। সেটা নিয়ে খুব কষ্টে ছিলাম’।

অভিনেত্রীর স্ক্রিন কেয়ার রুটিনও শেয়ার করেছেন, তিনি পার্লারে যাওয়ার সময় পাননা, শুধুমাত্র আইব্রো টা করতে যান। আর বাদবাকি কাজ বাড়িতেই করেন। শ্যুটিং সেরে বাড়িতে ফিরে মেকআপ রিমুভার দিয়ে মেকআপ তোলেন, তারপর ফেশওয়াস দিয়ে মুখ ধুয়ে নেন। সপ্তাহে দুই থেকে তিন দিন স্ক্রাবিং করেন। তারপর টোনিং, সিরাম এবং ময়েশ্চারাইজার অ্যাপ্লাই করেন।

× close ad