প্রকাশ্যে এল বহু প্রতীক্ষীত ছবি ‘প্রধান’এর মিষ্টি ট্রেলার, বেজায় খুশি দর্শকরা!

Pradhan Movie Trailer : টলিউড সুপারস্টার দেব(Dev)এর ছবি নিয়ে দর্শকদের যে আলাদা করে উন্মাদনা কাজ করে, তা ব্যাখারও অতীত। আর সেই উন্মাদনা গুলো দেবের ছবিকে

Saranna

tollywood actor dev's pradhan movie trailer come out

Pradhan Movie Trailer : টলিউড সুপারস্টার দেব(Dev)এর ছবি নিয়ে দর্শকদের যে আলাদা করে উন্মাদনা কাজ করে, তা ব্যাখারও অতীত। আর সেই উন্মাদনা গুলো দেবের ছবিকে সাফল্যিত করে। আবারও যে করবে তা আশা করাই যায়। দেবের আসন্ন ছবি ‘প্রধান’ (Pradhan) যা নিয়ে কয়েক মাস ধরেই চলছে আলোচনা। সেই ছবির ট্রেলার এল প্রকাশ্যে। ট্রেলার দেখেই আর ধৈর্য্য ধরতে পারছেন না দর্শকরা। টনিক, প্রজাপতির সাফল্যের পর আবারও দেব কাজ করছেন পরিচালক অভিজিৎ সেনের সঙ্গে।

পরিচালক অভিজিৎ সেনের ‘প্রধান’ ছবিতে দেখা যাবে টলিউড সুপারস্টার দেবকে, অন্যদিকে আরও একটি মুখ্য আকর্ষণ থাকবে, সেটা হল দর্শকদের প্রিয় মিঠাই রানী। অর্থাৎ সৌমিতৃষা কুন্ডু (Soumitrisha Kundu)। সৌমিতৃষার পাশে আদৃতকে রেখেই দর্শকরা সৌমিতৃষাকে জনপ্রিয় করে তুলেছিল। দেবের পাশে সৌমিতৃষা কতটা জনপ্রিয় হয়, সেটাই দেখার।

actor dev's pradhan movie trailer come out

ট্রেলারে দেখা গেল, সোহম চক্রবর্তী এবং দেব রয়েছেন পুলিশের ভূমিকায়। দেবের চরিত্রের নাম দীপক প্রধান। ট্রেলারের প্রথমেই দেখা মিলল, দেব এবং সৌমিতৃষার প্রেম, সংসার। এর পাশাপাশি দেখানো হয়েছে অসহায় এক বৃদ্ধ দম্পতির জীবন কাহিনী। এই অসহায় দম্পতির চরিত্রে রয়েছেন পরাণ বন্দ্যোপাধ্যায় এবং মমতা শংকর। আর তাদের ছেলের চরিত্রে রয়েছেন জন ভট্টাচার্য।

অসহায় দম্পতি বাঁচার তাগিদে ছেলের কাছে অপমানিত হয়। তাই তারা এবার নিজেদের সিদ্ধান্তেই অনঢ়। নিজেদের রাস্তা নিজেরাই দেখে নিয়েছেন। কিন্তু তাতেও বিপত্তি। তারাও হয়ে যান ষড়যন্ত্রের শিকার। বৃদ্ধ শিক্ষকের স্কুলে হামলা চালানো হয়। হুমকি দেওয়া হয়। এই সময়ই সেই এলাকায় পোস্টিং হয় দীপক প্রধানের।

সমস্ত বেআইনি ক্রিয়াকলাপ রুখতেই তিনি প্রবেশ করেন ধর্মপুরে। তিনিই শায়েস্তা করবেন ধর্মপুরের ভিলেনকে। পুলিশ মানেই বেশিরভাগ সময় সে ভিলেন, এরকম ধারণা কিছুটা হলেও ভাঙবে দীপক প্রধান। তিনি দেখাবেন পুলিশ সবসময় মানুষের পাশে রয়েছেন। এহেন ট্রেলার দেখে দর্শকরা বেশ খুশি হয়েছেন। অধীর আগ্রহী হয়ে অপেক্ষা করছেন কখন মুক্তি পাবে তার জন্য। ট্রেলারের গানের মধ্যেও একটা কথা স্পষ্ট, ‘মানুষের পাশে একলা সে একাই প্রধান’।

× close ad