Dipankar De : টলিপাড়ার (Tollywood) জাঁদরেল খলনায়ক বলতে একসময় মানুষ যাকে চিনতেন তিনি হলেন অভিনেতা দীপঙ্কর দে (Dipankar De)। বয়সের সাথে সাথে চরিত্রের পরিবর্তন ঘটে। এখন আর সেই জাঁদরেল ভাবটা দেখা যায়না। এখন তাঁর চরিত্রে কোমল-নরম স্বভাব ফুটে ওঠে। তবে অনেকদিন হল তাঁকে টিভির পর্দায় সক্রিয় ভাবে দেখা যায়না। হঠাৎই জানা গেছে, শুক্রবার (৩ নভেম্বর, ২০২৩) মাঝরাতে হাসপাতালে ভর্তি হয়েছেন অভিনেতা।
ঠিক কী হয়েছে ৭৯ বছরের বর্ষীয়ান অভিনেতার? এই প্রবীণ অভিনেতার হাইপোগ্লাইসেমিয়া বা সুগার ফল হয়েছে। হঠাৎই তাঁর শরীরে রক্তের শর্করা কমতে থাকে, হাত-পায়ে প্রচন্ড ঘাম হতে শুরু করে। আর তাই একটুও সময় নষ্ট না করে তৎক্ষণাৎ এইএম বাইপাস সংলগ্ন একটি বেসরকারী হাসপাতালে ভর্তি করেন স্ত্রী দোলন রায়। এখন কেমন আছেন অভিনেতা?
এ প্রসঙ্গে অভিনেতার স্ত্রী জানান, ‘আমার স্বামী আগের তুলনায় এখন মোটামুটি ঠিক আছেন। হাসপাতাল থেকে যা টেস্ট দিয়েছিল সব টেস্টের রিপোর্ট মোটামুটি ঠিক আছে। গতকাল সারারাত ওর কাছেই ছিলাম। আজ রবিবার। আজ হয়ত ছেড়ে দেবে। আসলে হাসপাতালে বেশি স্টাফ নেই, তার ডিসচার্জ পেতে দেরি হচ্ছে। দীপঙ্কর এক মুহুর্ত এখানে থাকতে চাইছেন না।’
অনেকদিন ধরেই ভুগছিলেন ডায়াবেটিসে। আর তাই সবসময় নিয়মে থাকেন। আগের থেকে কাজ অনেক কমিয়ে দিয়েছেন। খুব একটা বাইরে বেরোন না। তবে পুজোর সময় ‘রক্তবীজ’ ছবির বিশেষ স্ক্রিনিংয়ে দম্পতিকে দেখা গিয়েছিল। প্রথম সারিতে বসে স্ত্রীর সাথে ছবি দেখেছেন। পুজোর সময় কোথাও বেরোননি। ওই যা সিনেমা দেখতে এসেছিলেন।
উল্লেখ্য, কিছু মাস আগেই কন্যা হারা হয়েছেন প্রবীণ অভিনেতা দীপঙ্কর। তাঁর বড় মেয়ে বৈশালী কুরিয়াকোসের হৃদযন্ত্র ও কিডনির সমস্যা হয়েছিল, তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল, কিন্তু শেষপর্যন্ত আর শেষ রক্ষা হলনা। মেয়ের বয়স ছিল ৫২। মেয়ের মৃত্যুতে একদম ভেঙে পড়েছিলেন, অভিনেতা মন মেজাজ কিছুই ভালো ছিলনা। সেই সময় থেকেই কাজ বন্ধ করে দিয়েছিলেন।