বাংলা টলিউড (Tollywood) ইন্ডাস্ট্রির বর্ষীয়ান অভিনেতা হলেন রঞ্জিত মল্লিক (Ranjit Mallick)। একের পর এক বিখ্যাত অভিনয় দর্শকদের উপহার দিয়েছেন এই অভিনেতা। কখনও দাদা, কখনো পুলিশ অফিসার, কখনও স্কুল মাস্টার, কখনও প্রেমিক, কখনও ভালো বাবা, কখনও ডাক্তার, কখনও ভালো ছেলে সব চরিত্রেই তিনি সুন্দর। তাঁর সব চরিত্র সব ভঙ্গিমা সকলেরই মনে গেঁথে রয়েছে। এবার তাঁর দেখা মিলবে ওয়েব সিরিজে।
১৯৭১ সালে পরিচালক মৃণাল সেনের ‘ইন্টারভিউ’ ছবি দিয়ে শুরু হয়, অভিনয় যাত্রা । এরপর একে একে শত্রু, মৌচাক, ওগো বধূ সুন্দরী, গুরুদক্ষিণা, সাথী, কবিতা এবং হীরক জয়ন্তীর মত জনপ্রিয় সব সিনেমা। এইসব সিনেমায় তাঁর অভিনয় সকলকে মুগ্ধ করেছে। এবার আবারও তিনি মুগ্ধ করতে পর্দায় আসছেন।

পরিচালক হরনাথ চক্রবর্তী পরিচালিত ওয়েব সিরিজ ‘ঘোষ বাবুর রিট্যায়ারমেন্ট প্ল্যান’- এ অভিনয় করতে চলেছেন। এই প্রথম ওয়েব সিরিজে তাঁর দেখা মিলবে। পারিবারিক গল্পের বুননে তৈরি হচ্ছে এই সিরিজ। শোনা যাচ্ছে সিরিজের শ্যুটিংও শুরু হয়ে গিয়েছে। এই সিরিজে রঞ্জিত মল্লিকের বিপরীতে অভিনয় করার কথা ছিল, অঞ্জনা বসুর। কিন্তু অভিনেত্রী এখন অসুস্থ তাই নতুন অভিনেত্রী খোঁজা হচ্ছে।
রঞ্জিত মল্লিককে শেষ বার দেখা গিয়েছিল, অপরাজিতা আঢ্যর সঙ্গে ‘লভ ম্যারেজ’ ছবিতে। এরপরই দেখা যাবে এই ওয়েব সিরিজে। নতুন ভাবে নতুন চমক নিয়ে এই ওয়েব সিরিজ আসছেন তা বোঝাই যাচ্ছে। আর রঞ্জিত মল্লিক যে ছবিতে থাকে সেই ছবিই সুপারহিট। আর ওয়েব সিরিজে থাকা মানেই সেই ওয়েব সিরিজও সুপারহিট।

হরনাথ চক্রবর্তী আর রঞ্জিত মল্লিক জুটি প্রথম নয়, এর আগেও জুটি বেঁধেছিলেন। উপহার দিয়েছেন, মঙ্গলদীপ, নবাব, সংঘর্ষ, মহান, বিদ্রোহ, রণক্ষেত্র, শ্বশুর বাড়ি জিন্দাবাদ, প্রতিবাদ, দাদাঠাকুর, সাথী, সঙ্গী, নাটের গুরু সহ আরও অনেক ছবি। এই দুই জুটি মিলে এত সুন্দর সুন্দর সিনেমা উপহার দিয়েছেন, এবারেও যে তার অন্যথা হবে না তা বলাই যায়।








