ওয়েডিং ফটোগ্রাফার থেকে সিরিয়ালের নায়ক! ‘তোমাদের রানী’র দুর্জয়ের সংগ্রামের কাহিনী জানেন?

বাংলা ধারাবাহিকের (Bengali Serial) জন্য টিআরপি কতটা গুরুত্বপূর্ণ সেটা বিগত কয়েক মাসে বেশ ভালো বোঝা গিয়েছে। TRP কমলেই একেরপর এক মেগা বন্ধ হয়েছে। এবার জানা

Nandini

tomader rani actor arkaprabha roy unknown story

বাংলা ধারাবাহিকের (Bengali Serial) জন্য টিআরপি কতটা গুরুত্বপূর্ণ সেটা বিগত কয়েক মাসে বেশ ভালো বোঝা গিয়েছে। TRP কমলেই একেরপর এক মেগা বন্ধ হয়েছে। এবার জানা যাচ্ছে ১০ মাসের মাথাতে শেষ হচ্ছে ‘তোমাদের রানী’ (Tomader Rani) সিরিয়ালটি। দুর্জয় আর রানীর জুটিকে আর দেখা যাবে না ৪ই আগস্টের পর থেকে। এই খবর পাওয়ার পর থেকেই রীতিমত মন খারাপ ‘দুর্জানী’ ফ্যানদের।

গল্পে নায়িকা অর্থাৎ রাণীর চরিত্রে আছেন অভিকা মালাকার (Abhika Malakar) আর নায়ক তথা দুর্জয় হিসাবে দেখাযাচ্ছে অর্কপ্রভ রায়কে (Arkaprabha Roy)। এক সাক্ষাৎকারে অভিনেতা জানান, সাংবাদিকতা নিয়ে পড়াশোনা করেছিলেন তিনি। এরপর জুনিয়ার আর্টিস্ট হিসাবে কাজ শুরু। শেষে ২০০৯ সালে প্রথম সুযোগ আসে সিরিয়ালে কাজের। তারপর মুম্বাইয়ে চলে যান তিনি।

tomader rani serial rani attend her exam and daughter's ceremony both

মুম্বাইতে সহকারী পরিচালক হিসাবে কাজ করেন প্রায় সাড়ে চার বছর। জনপ্রিয় ওয়েব সিরিজ আশ্রম ৩, পিচার্স ২ এ কাজ করেছেন তিনি। এছাড়াও ওয়েডিং ফটোগ্রাফার হিসাবেও কাজ করেছেন অর্কপ্রভ। তবে এটাকে নিজের সংগ্রামের সময় হিসাবে নয় বরং সফর বলে মন্ট করেন তিনি।

আরও পড়ুনঃ স্মৃতি ফিরল পর্ণার, ভয়ে কাঁটা অয়ন-মৌমিতা! রইল ধামাকা প্রোমো

অর্কপ্রভর মতে, কেরিয়ারের ওঠাপড়ার সময় পরিবারকে সর্বদাই পাশে পেয়েছেন। মা শ্রুতি নাটক করেন, বাবা পারকাসন ও তবলা বাজান। দুজনেই ছেলের অভিনয়ের কেরিয়ারে সাপোর্ট সিস্টেম হিসাবে কাজ করেছেন।

প্রসঙ্গত, বর্তমানে ‘তোমাদের রানী’ সিরিয়ালের দৌলতে বাঙালির ঘরে ঘরে পৌঁছে গেলেও আরও কিছু বিশেষ ইচ্ছা বলে জানান অভিনেতা। তাঁর মতে আগামী দিনে সুযোগ পেলে পরিচালনা ও প্রযোজনার কাজ করার ইচ্ছা আছে।

× close ad