‘রানী’র হয়ত এতটুকুই……..’, রাতারাতি ‘তোমাদের রানী’ বন্ধ নিয়ে মুখ খুললেন অভিকা

Tomader Rani : গত বছর সেপ্টেম্বরে শুরু হয়েছিল স্টার জলসার (Star Jalsha) ‘তোমাদের রানী’ ধারাবাহিকটি। শুরু থেকেই রানী আর দুর্জয়ের জুটি নজর করেছিল দর্শকদের। রানী-দুর্জয়ের

Nandini

tomader rani serial end soon emotional abhika

Tomader Rani : গত বছর সেপ্টেম্বরে শুরু হয়েছিল স্টার জলসার (Star Jalsha) ‘তোমাদের রানী’ ধারাবাহিকটি। শুরু থেকেই রানী আর দুর্জয়ের জুটি নজর করেছিল দর্শকদের। রানী-দুর্জয়ের রোম্যান্স বারবার ট্রলার মুখেও পড়েছে সোশ্যাল মিডিয়ায়। তবুও জনপ্রিয়তা বজায় রেখে এগিয়ে চলেছে এই ধারাবাহিক। বর্তমানে গল্পে এসেছে অনেক পরিবর্তন। রানী মা হয়ে ওঠার সাথে সাথেই তার জীবনে নতুন এক লড়াই শুরু হয়েছিল।

যে দুর্জয়ের জন্য একদিন রানী নিজের বাবার বাড়ি ছেড়ে বেরিয়ে এসেছিল। সেই দুর্জয় রানীর চরিত্রে আঙ্গুল তুললে তাকেও ছাড়েনি রানী। নিজের সন্মান রক্ষার্থে মেয়েকে সাথে নিয়েই ছেড়ে এসেছিল দুর্জয়ের ঘর। রানী আর দুর্জয়ের লড়াইয়ের মাঝে আনিশা চেয়েছিল নিজের জায়গা তৈরী করে নিতে দুর্জয়ের জীবনে।

star jalsha serial tomader rani one of most controversial serial

কিন্তু একটা সময় পর রানীর সামনে আনিশার মুখোশ খুলে যায়। সব মিলিয়ে নবাগতা অভিনেত্রী অভিকা ধীরে ধীরে রানী হয়ে দর্শক মনে জায়গা করে নিচ্ছিলেন ভালোই। তবে আচমকাই এক খারাপ খবর মন বিষণ্ণ করে দিয়েছে ‘তোমাদের রানী’ ভক্তদের। বন্ধ হচ্ছে এই ধারাবাহিক। যেখানে টিআরপি তালিকাতেও অপর চ্যানেলের নতুন সিরিয়াল ‘পুবের ময়না’কে হারিয়ে স্লট লিডার রানী।

আরও পড়ুনঃ ভালোবাসা নয় জিতে গেল অবিশ্বাস, রাইকে ডিভোর্সের নোটিস পাঠালো অনির্বান!

সেখানে আচমকা কেন চ্যানেলের এই সিদ্ধান্ত তা স্পষ্ট নয় দর্শকদের কাছে। এই নিয়ে মুখ খোলেননি কলাকূশলীরাও। তবে অভিকা এই খবরে শিলমোহর দিয়ে হিন্দুস্তান টাইমস বাংলাকে জানিয়েছেন নিজের অনুভূতি। অভিকের কথায়, ‘হ্যাঁ, খবরটা সঠিক তোমাদের রানি শেষ হচ্ছে। দিন কয়েক আগেই আমরা জানতে পারি। তবে শেষ শ্যুটিং কবে তা এখনও জানি না’।

tomader rani serial rani going for her exam

এছাড়া অভিকা আরও জানায়, ‘আমি এই জার্নিটা খুব এনজয় করেছি। এটা আমার প্রথম কাজ, অনেককিছু শিখেছি। সেটে সবাই খুব সাপোর্ট করেছে, সাহায্য করেছে। হয়ত এতটুকুই রানির সফর ছিল…। রানির মতো স্ট্রং এবং প্রগতিশীল একটা মেয়ে ওঠাটা আমাকে অনেক কিছু শিখিয়েছে। অভিকার পক্ষে হয়ত এতটাও সম্ভবপর নয়। রানি সত্যিই অসাধারণ, রানি যা যা করেছে নিজের পরিবারের জন্য,ওর যে স্ট্রাগল সেটা মনে থাকবে। আশা করছি দর্শকও মনে রাখবে রানিকে’।

× close ad