‘ডাক্তার আন্টিই রানীর মা’! ‘তোমাদের রানী’ সিরিয়ালে মোড় ঘোরানো টুইস্ট?

Tomader Rani : কয়েকদিন হল স্টার জলসার (Star Jalsha) পর্দায় শুরু হয়েছে নতুন ধারাবাহিক ‘তোমাদের রানী’। শুরু থেকেই টিআরপি তালিকায় ধারাবাহিকটি নিজেদেরকে জায়গা দিয়ে এসেছে।

Saranna

tomader rani serial new twist coming soon

Tomader Rani : কয়েকদিন হল স্টার জলসার (Star Jalsha) পর্দায় শুরু হয়েছে নতুন ধারাবাহিক ‘তোমাদের রানী’। শুরু থেকেই টিআরপি তালিকায় ধারাবাহিকটি নিজেদেরকে জায়গা দিয়ে এসেছে। ধারাবাহিকের প্রথম প্রোমো প্রকাশ পাওয়ার পর থেকেই ধারাবাহিকটি ছিল চর্চায়। তবে সম্প্রতি এই ধারাবাহিকে যে ট্র্যাক দেখা যাচ্ছে তাতে করে বোঝা যাচ্ছে, রানী ফিরে পেল তার হারিয়ে যাওয়া মাকে।

ধারাবাহিকের শুরুতেই দেখা গিয়েছিল রানী তার বাবার কাছেই মানুষ। তার মাকে দেখা যায়নি। তিনি মারা গেছেন। রানীর সাথে তাঁর ডাক্তার আন্টি ভূমি চ্যাটার্জীর অদ্ভুত বন্ডিং। একটা সময় দুর্জয় চেয়েছিল রানীর বাচ্চা নষ্ট করতে, কিন্তু এই ডাক্তারই দুর্জয়কে বোঝায় ভবিষ্যতে এর প্রভাব খারাপ হতে পারে।

tomader rani serial new twist coming

ভূমি চ্যাটার্জী রানীকে মেয়ের মত ভালোবাসেন। সব বিপদে তাঁর পাশে রয়েছে। রানীর পরীক্ষার ফলাফল প্রকাশ পেয়েছে। তা দেখে ডাক্তার আন্টি রানীর বাড়িতে মিষ্টির হাড়ি নিয়ে প্রবেশ করে। রানী তাঁকে দেখেই প্রণাম করে। তারপর রানীকে তিনি বোঝান, মন দিয়ে পড়াশোনা করতে হবে। অনেক ত্যাগ স্বীকার করতে হবে।

দায়িত্বশীল হতে হবে, মানুষের জীবন বাঁচানোর জন্য। আর তোমার মধ্যে যে ছোটো প্রাণটা আছে তাকেও বড় করে তুলতে হবে। এরপরই তিনি বলেন, আমি ঈশ্বর বিশ্বাস করি না। ডাক্তার আন্টি কেন ঈশ্বর বিশ্বাস করেন না। এর কারণ জানতে চাইলে রানীকে জড়িয়ে কাঁদতে থাকে। ভূমিও রানীকে দেখে মেয়ের স্পর্শ পায়।

ushasi chakraborty in tomader rani serial

আর রানীও ডাক্তার আন্টিকে দেখে মায়ের অনুভূতি অনুভব করে। আর তাই এই দৃশ্য দেখে দর্শকরা বলছেন ভূমি চ্যাটার্জী হয়ত রানীর আসল মা। এটা কি সত্যিই তার উত্তর দেবে আগামী এপিসোড গুলো। তবে এটা যদি সত্যি হয়, তাহলে মন্দ হবেনা। ভূমি চ্যাটার্জী যদি সত্যিই মা হয়। তাহলে রানীর ডাক্তার হওয়ার পথে আরও এক নতুন ভরসার হাত পাবে। তবে এটা এখনও দর্শকের অনুমান মাত্র।

× close ad