‘রানী’কে ছাপিয়ে পার্শ্ব চরিত্রে জিতেছেন মন! ‘তোমাদের রানী’র ‘মেজো বৌদি’ আসলে কে? রইল পরিচয়

Tomader Rani : অনেক সময় দেখা যায় মুখ্য চরিত্রের থেকে পার্শ্ব চরিত্রের অভিনেতা অভিনেত্রীরা খুব সুন্দর হন। তাদের কথা-বার্তা, তাদের অ্যাটিটিউড, তাদের মুখশ্রী লিড চরিত্রকেও

Saranna

tomader rani serial side character maduri is won's audience heart by her beauty

Tomader Rani : অনেক সময় দেখা যায় মুখ্য চরিত্রের থেকে পার্শ্ব চরিত্রের অভিনেতা অভিনেত্রীরা খুব সুন্দর হন। তাদের কথা-বার্তা, তাদের অ্যাটিটিউড, তাদের মুখশ্রী লিড চরিত্রকেও হার মানায়। সেকারণেই তারা পার্শ্ব চরিত্র হয়েও হিট। আর তেমনই একজন হার মানানো অভিনেত্রী হলেন, স্নেহা দাস। যাকে বর্তমানে দেখা যাচ্ছে, স্টার জলসার (Star Jalsha) জনপ্রিয় ধারাবাহিক ‘তোমাদের রানী’ (Tomader Rani)তে। 

স্টার জলসার এই জনপ্রিয়  ধারাবাহিকে মুখ্য (রানীর) চরিত্রে  রয়েছেন অভিকা মালাকার। আর তার বিপরীতে রয়েছেন অর্কপ্রভ রায় (দুর্জয়) । আর রানীর মেজ বৌদির চরিত্রে অভিনয় করছেন অভিনেত্রী স্নেহা দাস (Sneha Das)। এই অভিনেত্রী এতটাই সুন্দর, এতটাই নিঁখুত যে, দর্শকরা তাকে এই চরিত্রে দেখে আফসোস করছেন।

tomader rani serial side character maduri is won's audience heart

আর বলছেন, ‘এতো সুন্দরী একটা মেয়েকে কি মেজো বউদির রোল কেও দেয়? আমার মতে জলসায় বর্তমানে এনার চেয়ে সুন্দরী অভিনেত্রী আর কেও নেই। মেয়েটার কোনো দিক দিয়ে ত্রুটি নেই একদম নিখুঁত। অসম্ভব ভালো লাগে। ‘তোমাদের রানী’ সিরিয়ালে ওনার অভিনয় সবচেয়ে মনোমুগ্ধকর ইন ফিউচারে লিড রোলে দেখতে চাই।‘

আরও পড়ুনঃ নতুন ধারাবাহিক নিয়ে ছোটপর্দায় ফিরছেন প্রতীক সেন, বিপরীতে সোনামনি সাহা?

তবে অনেকের মতে এর আগে অভিনেত্রী নায়িকার চরিত্রে অভিনয় করেছেন, সান বাংলাতে বেদের মেয়ে জ্যোৎস্না ধারাবাহিকে জ্যোৎস্না চরিত্রে অভিনয় করেছিলেন। কিন্তু পরবর্তীতে লিড অভিনেত্রী বদল হয়, তাই আর দেখা যায়নি। এছাড়াও কাজ করেছেন , আকাশ আটের সাহিত্যের সেরা সময়ে ‘শ্বেত পাথরের থালা’ তে লিড চরিত্রে অভিনয় করেছেন, তাই আবারও চাইছেন অভিনেত্রী লিড চরিত্রে ফিরুক।

 

View this post on Instagram

 

A post shared by Sneha Das (@official_snehadas)

এছাড়াও  অভিনয় করেছেন মহানায়ক উত্তমকুমার ছবিতে গৌরী দেবীর ছোটো বেলার চরিত্রে । উল্লেখ্য, বর্তমানে তোমাদের রানী ধারাবাহিকে দেখা যাচ্ছে, দুর্জয় আর রানীর ছোট্ট মিষ্টি মেয়ে হয়েছে। সেই মেয়ের নামকরণের অনুষ্ঠান হচ্ছে সেনগুপ্ত পরিবারে। এই অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত হয়েছে ‘কোজাগরী’। মেয়ের নাম রাখা হয়েছে ‘দূর্ণী’। এটা ডাক নাম, আর শুক্লা নাতনীর নাম দিয়েছে রাজন্যা।

× close ad