বর্তমানে ধারাবাহিকের শেষ কথা বলে টিআরপি। আর তাই চ্যানেল কর্তৃপক্ষের মধ্যে লড়াই চলে আসে। কোন চ্যানেল টিআরপি তে সবসময় এগিয়ে থাকবে, এ নিয়ে চলে রেষারেষি। একটা চ্যানেল যখন নতুন ধারাবাহিক আনছে, আর একটা চ্যানেলও তখন নতুন ধারাবাহিক আনছে। আবার দেখা যায়, অন্য চ্যানেল যখন টিআরপি কমের জন্য ধারাবাহিক বন্ধ করে দিচ্ছে, তখন অপর চ্যানেলও তাই করে। আবার মাঝে মধ্যে দেখা যায় একে অপরের ঘটনার কপি করতে।
বাংলা ধারাবাহিক চ্যানেল মূলত এখন, জি বাংলা (Zee Bangla), স্টার জলসা (Star Jalsha), কালার্স বাংলা, সান বাংলা প্রভৃতি। কিন্তু টিআরপি তালিকাতে স্টার জলসা আর জি বাংলার টক্কর চলতে থাকে। আর দুটো চ্যানেলকে অংশগ্রহণ করতে দেখা যায়না। টিআরপি তালিকায় যদি কোনো সপ্তাহে জি বাংলা আগে থাকে, তো পরের সপ্তাহে ধারাবাহিকে চমক এনে স্টার জলসা আগে চলে যায়।
সম্প্রতি আরও একটি ঘটনা লক্ষ্য করা গেল, কয়েকদিন আগে দেখা যাচ্ছিল স্টার জলসা একের পর এক নতুন ধারাবাহিক আনছে, পিছিয়ে ছিল জি বাংলা। কিন্তু এবার দেখা গেল, জি বাংলাও সেই পথে নামল। আনছে একের পর এক নিত্যনতুন ধারাবাহিক। যা দেখে খুশি জি প্রেমীরা। নিজেদেরকে টিআরপি তে প্রথমে স্থান দিতে এই পন্থা।
সম্প্রতি দেখা গেছে জি বাংলায় আসছে একটি নতুন ধারাবাহিক ‘তোমার খোলা হাওয়া’ (Tomar Khola Hawa)। এটি শুরু হবে ১২ ই ডিসেম্বর থেকে রাত সাড়ে নটায়। বর্তমানে জি বাংলায় সাড়ে নটায় দেখা যাচ্ছে ‘এই পথ যদি না শেষ হয়’। শীঘ্রই শেষ হয়ে যাবে ধারাবাহিকটি। তার পরিবর্তে দেখা মিলবে এই ধারাবাহিকের।
ধারাবাহিকের মুখ্য ভূমিকায় রয়েছেন অভিনেত্রী স্বস্তিকা দত্ত (Swastika Dutta) এবং শুভঙ্কর সাহা । অন্যদিকে স্টার জলসায় এই সময় দেখা যাচ্ছে ‘অনুরাগের ছোঁয়া’। এই ধারাবাহিকে মুখ্য চরিত্রে অভিনয় করছেন অভিনেতা দিব্যজ্যোতি দত্ত এবং অভিনেত্রী স্বস্তিকা ঘোষ (Swastika Ghosh)। দুটো চ্যানেলেই রাত ৯:৩০ এর স্লটে নামে এক তবে মানুষ হিসেবে আলাদা এরূপ স্বস্তিকার বসবাস। দর্শকরা কোন স্বস্তিকাকে দেখবেন সেটাই দেখার।