মিঠাইয়ের সৌমিতৃষা থেকে লালকুঠির রুকমা, স্বর্গের অপ্সরাদের মত সুন্দরী এই ৫ সিরিয়ালের নায়িকা, রইল ছবি

বর্তমানে ধারাবাহিকে একাধিক নতুন অভিনেতা অভিনেত্রীর মুখ দেখতে পাওয়া যায়। তবে অভিনেতার থেকে অভিনেত্রীদের সংখ্যাটাই বেশি থাকে নতুনের তালিকায়। কারণ ধারাবাহিকের ভিড়ে মানুষ নতুন মুখ

Saranna

Top 5 Beautiful Bengali Serial Actresses

বর্তমানে ধারাবাহিকে একাধিক নতুন অভিনেতা অভিনেত্রীর মুখ দেখতে পাওয়া যায়। তবে অভিনেতার থেকে অভিনেত্রীদের সংখ্যাটাই বেশি থাকে নতুনের তালিকায়। কারণ ধারাবাহিকের ভিড়ে মানুষ নতুন মুখ দেখতে পছন্দ করেন আর সেই কারণেই একের পর এক নতুন মুখ দর্শকের সামনে হাজির করা হয়। তবে সেই সব অভিনেত্রীরা বেশ সুন্দরী। অনেকের সৌন্দর্যই মাত দিতে পারে জনপ্রিয় অভিনেত্রীদের। আর এই সুন্দরী নতুন অভিনেত্রীদের (Beautiful Actresses) ভিড়ে সেরা খুঁজে নেওয়া বেশ মুশকিল।

বাংলা টেলিভিশনের জনপ্রিয় চ্যানেলগুলো দর্শকদের বিনোদন জোগাতে আনছেন নিত্যনতুন ধারাবাহিক। এই নিত্যনতুন ধারাবাহিকের পাশাপাশি আসছে নতুন নতুন অভিনেত্রীর সমাহার। সেইসব অভিনেত্রীদের যেমন রূপ, তেমন গুণ। আসুন দেখে নেওয়া যাক সেইসব অভিনেত্রীদের যারা রূপে লক্ষী এবং গুণে সরস্বতী। আসুন সেই সব সুন্দরী নতুন অভিনেত্রীদের (Beautiful Actresses) মধ্যে থেকে কয়েকজনের তালিকাটা দেখে নেওয়া যাক।

top 5 beautiful bengali serial actresses1

 

বাংলা সিরিয়ালের সুন্দরী অভিনেত্রীরা (Beautiful Actresses of Bengali Serial)


তিয়াসা রায় (Tiyasha Roy) : তিয়াসা বললে সকলে চিনতে পারবেন না হয়ত। শ্যামা বললেই চিনবেন তাঁকে। বাংলা টেলিভিশনের জনপ্রিয় অভিনেত্রী তিয়াসা রায়ের প্রথম অভিনয় জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক “কৃষ্ণকলি”। এই ধারাবাহিকে তিনি শ্যামার চরিত্রে অভিনয় করেছেন। তিনি এতটাই সুন্দরী, যে শ্যামা চরিত্রের জন্য তাঁকে মেকআপ এর সাহায্যে শ্যামলা করা হয়। তবে এই মেকআপ এর জন্য অভিনেত্রীর সৌন্দর্য হারিয়ে যায়নি। সৌন্দর্যের পাশাপাশি তিয়াসা একজন দক্ষ অভিনেত্রী।

স্বীকৃতি মজুমদার (Swikriti Majumder) : বাংলা টেলিভিশন দুনিয়ার জনপ্রিয় অভিনেত্রী স্বীকৃতি মজুমদার। স্টার জলসায় জনপ্রিয় ধারাবাহিক ‘খেলাঘর’ দিয়েই তাঁর অভিনয় যাত্রা শুরু হয়। এই ধারাবাহিকের মাধ্যমে তাঁর সৌন্দর্যের দ্বারা এবং দক্ষ অভিনয়ের দ্বারা দর্শকদের মনে তিনি নিজের আলাদা জায়গা করে নেন।

সোনামনি সাহা (Sona moni Saha) : স্টার জলসার জনপ্রিয় ধারাবাহিক হল ‘মোহর’। এই ধারাবাহিকের নাম চরিত্রে তিনি অভিনয় করেছেন। এর আগেও তিনি ‘দেবী চৌধুরানী’ ধারাবাহিকে কেন্দ্রীয় চরিত্রেই অভিনয় করেছিলেন। তাঁর অভিনয় সকল দর্শককে মুগ্ধ করেছে। বর্তমানে নতুন ধারাবাহিক ‘এক্কা দোক্কা’য় আবারো এই অভিনেত্রী নতুন রূপে দর্শকের সামনে হাজির হয়েছেন।

 

View this post on Instagram

 

A post shared by Rooqma Ray (@rayrooqma)

রুকমা রায় (Rooqma Roy) : যেমন সুন্দর দেখতে তেমন তাঁর অভিনয় দক্ষতা। তাঁকে সবাই কিরণমালা বলেই চেনেন। এছাড়াও তিনি ‘দেশের মাটি’ ধারাবাহিকেও অভিনয় করেছেন। তাঁর মাম্পি চরিত্র সকলেরই বেশ পছন্দের। সম্প্রতি তিনি জি বাংলার ‘লালকুঠি’ ধারাবাহিকে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করছেন। লালকুটিতে আবারও অভিনেত্রীকে এক নতুন রূপে দেখে দর্শক মুগ্ধ।

সৌমিতৃষা কুন্ডু (Soumitrisha Kundu) : সকলের জনপ্রিয় মিঠাই। তিনি যেমন দেখতে সুন্দর, তেমন তাঁর তুখোড় অভিনয়। এককথায় বলা যায় রূপে লক্ষী গুণে সরস্বতী। যদিও এর আগে ‘কনে বউ’ ধারাবাহিকে অভিনয় করেছেন। তবে মিঠাই ধারাবাহিক তাঁকে আলাদা জনপ্রিয়তা এনে দিয়েছে। মিঠাই চরিত্র অভিনেত্রীকে নতুন পরিচয় দিয়েছে। অভিনেত্রী সকলের খুবই প্রিয়।

আরও পড়ুনঃ মিঠাইয়ের জীবনে নতুন সদস্য! নিজেই পরিচয় করিয়ে দিলেন সৌমতৃষা, দেখে হিংসে হচ্ছে দর্শকদেরও

আরও পড়ুনঃ মিঠাইকে টেক্কা দিতে পর্দায় ফিরছে জবা! নতুন চরিত্র প্রসঙ্গে মুখ খুললেন অভিনেত্রী পল্লবী শর্মা

স্বস্তিকা দত্ত (Swastika Dutta) : মনে পড়ে রাধিকা কে। কে এই রাধিকা? ‘কি করে বলবো তোমায়’ ধারাবাহিকের প্রধান চরিত্রে অভিনয় করছেন। তিনি তাঁর অভিনয় দ্বারা দর্শকদের খুব কাছের হয়ে উঠেছেন। আপাতত অভিনেত্রীকে কোনো ধারাবাহিকে দেখা না গেলেও তিনি রাধিকা চরিত্রে সকলের মন জয় করে নিয়েছিলেন। অভিনেত্রী সৌন্দর্য সকলকে মুগ্ধ করেছে।