টলিপাড়ার দুই জনপ্রিয় অভিনেত্রী সোহিনী সরকার (Sohini Sarkar) ও তৃণা সাহা (Trina Saha)। দুজনেই বেশ জনপ্রিয়। দুজনের কেরিয়ার জীবন বেশ ঊজ্জ্বল। আর এই দুই অভিনেত্রীর একত্রে অভিনয় করার কথা ছিল আসন্ন ওয়েব সিরিজ মাতঙ্গীতে। কিন্তু সম্প্রতি শ্যুটিং করতে গিয়ে যা ঘটনা ঘটল, তাতে করে মনে করা হচ্ছে, এই দুজনকে একসাথে আর না-ও দেখা যেতে পারে।
টলিপাড়ায় কান পাতলেই শোনা যাচ্ছে, এই দুই অভিনেত্রীর জোর ঝগড়া। এতটাই চূড়ান্ত পর্যায়ে এই ঝগড়া পৌঁছে গেছে যে, একজন তো শ্যুটিং সেট ছেড়ে বেরিয়ে গেছেন। ঝগড়ার কারণ হিসেবে জানা যাচ্ছে, সোহিনী সরকার নিজস্ব মেকআপ আর্টিস্ট নিয়ে শ্যুটিংয়ে আসেন। আর সেই খরচ বহন করেন প্রযোজনা সংস্থা। আর তাই ‘মাতঙ্গী’ (Matangi)তেও একই ব্যবস্থা ছিল।
তৃণা তা জানত না। আর তা নিয়েই ঝগড়ার সূত্রপাত। তৃণা সাহা (Trina Saha)কে কেন এই সুযোগ থেকে বঞ্চিত করা হয়েছে, এটাই তাঁর প্রশ্ন। তৃণার দাবি তারও এমন চাই । এরপরই শুরু হয় ঝামেলা। আর এই কারণেই বর্তমানে শ্যুটিং বন্ধ হয়েছে। যদিও কিছু শ্যুটিং হয়ে গিয়েছে। তাই তৃণাকে বাদ দেওয়া যাবে না। শ্যুটিং বন্ধ থাকায় আর্থিক ক্ষতি হচ্ছে। দুজনের ঝগড়ার কারণে ভুগতে হচ্ছে সকলকে।
সূত্রের খবর, আর্টিস্ট ফোরামে সোহিনী সরকার (Sohini Sarkar) ম্যাসেজ করে জানান, ২০১৮ সাল থেকে তিনি এই সুযোগ সুবিধা পেয়ে আসছেন। অপেক্ষা করলে সকলেই এই সুযোগ পেতে পারেন। সোহিনী কারও নাম নেননি। এই ম্যাসেজ পড়ে তৃণা অপমানিত বোধ করেন। আর তাই রাগে বেড়িয়ে যান শ্যুটিং ফ্লোর থেকে। এই ঘটনায় তৃণার দাবি, যোগ্যতা অনুযায়ী নির্ধারণ হবে কে কী পাবে? এই তত্ত্বে আমি বিশ্বাসী না’।
এ প্রসঙ্গে প্রযোজক রুদ্রনীল ঘোষ বলেছেন, ‘কে কী জন্য সুবিধা পাচ্ছে তা আগে থেকেই নির্ধারিত থাকে। কাউকে কম এবং কাউকে বেশি দেওয়া হচ্ছে এমনটা কিন্তু নয়। পৃথিবীর সব জায়গায় একটা জিনিস ঘটে, সিনিয়র যারা তাঁরা বাড়তি সুযোগ সুবিধা পান। এই নিয়ে খারাপ লাগলে সেটা তাঁর ব্যক্তিগত বিষয়’।