স্টার জলসার একসময়ের জনপ্রিয় ধারাবাহিক ছিল ‘খড়কুটো’ (Khorkuto)। এই ধারাবাহিক প্রথম দিকে এতটাই জনপ্রিয় ছিল যে টিআরপি তালিকায় সবার শীর্ষে থাকত। তবে বর্তমানে জনপ্রিয়তা অনেকটাই কমে গিয়েছে। নানা জটিলতা থেকে একাধিক টুইস্টে একপ্রকার ক্ষুদ্ধ দর্শকেরা। তাছাড়া গুনগুনের বাবা অভিনেতা অভিষেক চট্টোপাধ্যায়ের মৃত্যুর পর থেকেই আরও নিম্নমুখী জনপ্রিয়তা। তাছাড়া স্টার জলসায় নতুন ধারাবাহিকের রমরমা বাজার, নতুনের ভিড়ে কিছুটা হারিয়েই যাচ্ছে খড়কুটো।
তবে টিআরপি কেন কমছে তার অনেক গুলো কারণ তুলে ধরেছে অনুগামীরাই। তাদের মতে ধারাবাহিকের মুখ্য চরিত্র তথা গুনগুনকেই আর বেশি দেখা যায় না। গুনগুনের থেকে গুরুত্ব দেওয়া হচ্ছে অনান্য চরিত্রদের। এর কারণ গুনগুন বর্তমানে বেশ ব্যস্ত। হাতে রয়েছে ওয়েব সিরিজের কাজ। অন্যদিকে আবার রয়েছে ডান্স ডান্স জুনিয়রের কাজ। তাই তাঁকে বেশি দেখা যায়নি। এদিকে দর্শকরা তাদের প্রিয় গুনগুনকে বেশি দেখতে চায়।
তবে এর মাঝেই শোনা যাচ্ছে, শেষ হতে চলেছে খড়কুটো সিরিয়াল। বর্তমানে সিরিয়ালে সাঁঝির বিয়ের তোড়জোড়। ননদের বিয়ে নিয়ে খুব ব্যস্ত বৌদি গুনগুন। এদিকে এর মাঝেই দেখা যাচ্ছে, গুনগুনের শারীরিক অবনতি। তাঁর একটা বড়সড় রোগ হয়েছে। অনুগামীরা ভাবছেন, তাহলে কি গুনগুনের মৃত্যু দিয়েই শেষ হবে এই ধারাবাহিক?
এ বিষয়ে তৃণা সাহা( Trina Saha) জানান, অনেকদিন ধরেই শোনা যাচ্ছে ধারাবাহিক শেষ হয়ে যাবে। কিন্তু এই শেষের ব্যাপারে তিনি কিছুই জানেন না। তিনি গতকালই এই ধারাবাহিকের শ্যুটিং সেরে এসেছেন। আসলে কিছু মানুষ এখনও গুনগুন কে পছন্দ করেন। তারা চাননা, এত তাড়াতাড়ি শেষ হয়ে যাক গুনগুন।
তবে সম্প্রতি শোনা গিয়েছিল ধারাবাহিকের শেষ সম্প্রচার ৫ ই আগস্ট। কারণ সিরিয়ালের টিআরপি কমতে থাকে। এমনকি স্লটও পরিবর্তন হয়। রাতের স্লট ছেড়ে ঠাঁই হয় দুপুরের স্লটে। এর আগে দেখা গিয়েছিল কোনো ধারাবাহিকের টিআরপি কমতে থাকলেই সেই ধারাবাহিককে ছাড়তে হয় নিজের জায়গা, তার জায়গায় আসে নতুন ধারাবাহিক।
আর পুরানো ধারাবাহিক চলে যায় দুপুরের স্লটে। তারপর একসময় শেষ হয়ে যায় ধারাবাহিক। তাই খড়কুটো অনুগামীদেরও এই আশঙ্কা। তবে চ্যানেল কর্তৃপক্ষ এখনও কিছু জানায়নি। সবটাই সময়ের অপেক্ষা।