Tumi Ashe Pashe Thakle : স্টার জলসার (Star Jalsha) পর্দায় দেখা গেছে নতুন ধারাবাহিক ‘তুমি আশেপাশে থাকলে’র প্রোমো ভিডিও। শুধু প্রোমো ভিডিও নয়, তার সাথে জানা গেছে ধারাবাহিকের সম্প্রচারের সময়। অলৌকিক ধারার ধারাবাহিকে অভিনয় করতে দেখা যাবে রোহন ভট্টাচার্য (Rohan Bhattacharya) এবং অঙ্গনা রায় (Angana Roy)। কে এই অঙ্গনা? অনেকেই তাঁর সম্পর্কে অবগত, আবার অনেকেই অবগত নন। যারা অবগত নন তাদের চেনাতে এই প্রতিবেদনে তুলে ধরা হল অঙ্গনার জীবন বৃত্তান্ত।
অঙ্গনা অনেকের কাছে নতুন হলেও তার শুরুটা হয়েছিল সেই ২০০৩ সালে ‘আলো ‘ সিনেমার মধ্যে দিয়ে। তখন বয়স মাত্র পাঁচ। এরপর মাঝে অনেক বিরতি নেন। তারপর আবার ফেরেন ২০১৩ সালে সেই যে হলুদ পাখির মধ্যে দিয়ে। এরপর দেখা যায় ‘পাপ’ নামক একটি ওয়েব সিরিজে। ২০২০ তে আবার দেখা যায় ‘ তানসেনের তানপুরা’ ওয়েব সিরিজে।
এছাড়াও অভিনয় করেন, ইন্দুবালা ভাতের হোটেল, রাজলক্ষী ও শ্রীকান্ত, হোমকামিং, মিসেস আন্ডারকভার, মোহোমায়া, রক্তকরবী, লুকোচুরি সহ অনেক সিরিজে। তাঁকে বেশি পরিচিতি দিয়েছে এই ওয়েব সিরিজ। আসানসোলে মামার বাড়ি, সেখানেই বেড়ে ওঠা অঙ্গনার। কখনোই ভাবেননি যে অভিনয় করবেন, বাড়ি থেকে বাবা-মা বলেই দিয়েছিলেন পড়াশোনা আগে। আর তাই ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়লেন।
ইঞ্জিনিয়ারিং পড়লেও চাকরি কোথায়? চাকরি থাকলেও মোটা মাইনে পাওয়া যায়না আর তাই পড়াশোনা শেষে অভিনয়ে যুক্ত হলেন অঙ্গনা। তাঁর মা লাজবন্তী রায়, যিনি বিখ্যাত সংগীত শিল্পী। যাকে দেখা গেছে ‘রোজগেরে গিন্নি’র সঞ্চালিকা হিসেবে। লাজবন্তীর মেয়ে বলে যে তিনি কাজ পেয়েছেন তা কিন্তু নয়।
View this post on Instagram
নিজের কর্ম দক্ষতা দিয়েই কাজ পেয়েছেন অঙ্গনা। প্রসঙ্গত, ৩ নভেম্বর থেকে প্রতিদিন রাত আটটায় সম্প্রচারিত হবে তুমি আশেপাশে থাকলে ধারাবাহিক। স্টার জলসার জনপ্রিয় ধারাবাহিক বাংলা মিডিয়াম শেষ হয়ে যাচ্ছে, তার স্লটেই দেখা যাবে এই ভৌতিক ধর্মী ধারাবাহিক। সকলেই অপেক্ষায় রয়েছেন এই নতুন ধারার ধারাবাহিক দেখার জন্য।