আগে দেখা যেত ধারাবাহিকের মেয়াদ দুবছর, তিন বছর, চার বছর কিন্তু এখন দশ মাস টেকে কি তার সন্দেহ আছে। কারণ এখন ধারাবাহিকের অস্তিত্ব রক্ষার ভার রয়েছে টিআরপির উপর। যার টিআরপি ভালো, তার মেয়াদ তত বেশিদিন। আর তাই টিআরপি নম্বর বাড়াতে ধারাবাহিকের কাহিনীতে আনা হয়, নতুন নতুন চমক। সেই মতো স্টার জলসার (Star Jalsha) ‘তুঁতে’ (Tunte) ধারাবাহিকেও আনা হল নতুন চমক।
অনেক সময় দেখা যায় ধারাবাহিকটি যে প্রেক্ষাপট নিয়ে শুরু হয়েছিল, সেই প্রেক্ষাপট থেকে সরে গিয়ে বিয়ে, পরকীয়া এই সব ধারার কাহিনী হয়ে দর্শকদের সামনে উপস্থাপিত হয়। তুঁতে (Tunte) ধারাবাহিকেও তাই দেখা যাচ্ছিল। এর কারণে সকলেই বেশ ক্ষুব্ধ হয়। নেটপাড়ায় দেখা যায় ট্রোলের বন্যা । কোন উদ্দেশ্যে শুরু হল আর কোন কাহিনী দেখা যাচ্ছে। টিআরপিতেও এর বড় প্রভাব পড়েছিল।
কিন্তু আর নয়, নিজের কাহিনীতেই ফিরে এল তুঁতে(Tunte)। ধারাবাহিকের কাহিনী অনুযায়ী গ্রামের মেয়ে তুঁতে। তার স্বপ্ন সে একজন ফ্যাশন ডিজাইনার হবে। ভাগ্যচক্রে ফ্যাশনের জগতের বিখ্যাত পরিবার কলকাতার লাহিড়ি ম্যানসনে তার বিয়ে হয়। প্রথমে সে ওই লাহিড়ী ম্যানসনে কাজ করত, এখন সে বাড়ির বউ। কিন্তু তার যে স্বপ্ন ছিল, সেটা পূরণ করার সুযোগ পায়নি।
আরও পড়ুনঃ TRP তলানিতে, তাই ‘তুঁতে’ সিরিয়ালটি নিয়ে চ্যানেল নিল বড় সিদ্ধান্ত, মন খারাপ দর্শকদের
এবার তার কাছে এল নিজেকে প্রমাণ করার সুযোগ। সম্প্রতি চ্যানেলের তরফ থেকে একটি প্রোমো প্রকাশিত হয়েছে, তাতে দেখা যাচ্ছে, একটি ফ্যাশন শো অনুষ্ঠিত হচ্ছে। সেখানে ফ্যাশন শোয়ের মডেল কোনো রোগা মেয়ে নয়, মোটা মেয়ে। যাদের ফ্যাশন শো থেকে বাদ দিয়ে দেওয়া হয়েছে।
আরও পড়ুনঃ পাড়ার ফাংশানে নাচ করায়, শ্বশুরবাড়ি থেকে বিতাড়িত শিমুল! ফাঁস ধুন্ধুমার পর্ব
তারাই এই ফ্যাশন শোয়ের মঞ্চে হাঁটবে। তুঁতে বেছে নিয়েছে তাদের। তুঁতের কথায়, ‘ফ্যাশনের উদ্দেশ্য রোগা বা মোটা বলে তাদেরকে ছোটো করা নয়, তাই লাহিড়ী ফ্যাশন ওয়ার্ল্ড নিয়ে এসেছে, প্লাস সাইজ মেয়েদের বিয়ের পোশাকের কালেকশন। ‘ এই নতুন ভাবনা কি পারবে তুঁতের স্বপ্ন পূরণ করতে?