‘চোখের তারা তুই’ এর পর আবার এক ধারাবাহিকে একসঙ্গে দেখা যাবে এই দুই এভারগ্রীন অভিনেত্রীকে!

 সুচিত্রা সেনের পরে বাংলার দুই এভারগ্রীন নায়িকা হলেন মাধবী মুখোপাধ্যায় (Madhabi Mukherjee) এবং সাবিত্রী চট্টোপাধ্যায় (Sabitri Chatterjee)। দুজনের সম্পর্কে বলতে গেলে একটা উপন্যাসের সৃষ্টি হবে।

Saranna

two evergreen tollywood actress coming on new serial togather

 সুচিত্রা সেনের পরে বাংলার দুই এভারগ্রীন নায়িকা হলেন মাধবী মুখোপাধ্যায় (Madhabi Mukherjee) এবং সাবিত্রী চট্টোপাধ্যায় (Sabitri Chatterjee)। দুজনের সম্পর্কে বলতে গেলে একটা উপন্যাসের সৃষ্টি হবে। এই দুই নায়িকা বাংলার দর্শককে যা চরিত্রের উপহার দিয়েছে, তা ভাষায় প্রকাশিত হবে না, কলমের সাহায্যেই প্রকাশ পাবে। আর কলমের সাহায্যে প্রকাশ পেলে তা উপন্যাসেই বর্ণিত হবে। এতটাই তারা জনপ্রিয় এবং সমাদৃত। 

মাধবী মুখোপাধ্যায়ের বাইশে শ্রাবণ কিংবা চারুলতার চারু সবেতেই তাঁর অভাবনীয় অভিনয় দর্শকদের মন কেড়ে নিয়েছে। শুধু নায়িকা নয়, মায়ের চরিত্রেও তাঁর জবাব নেই। আর সাবিত্রী চট্টোপাধ্যায়েরও অভিনয় সকলের মুখে মুখে ফেরে। ‘চাঁপাডাঙার বউ’ কিংবা ‘রাতভোর’ কী অভাবনীয় অভিনয়, এখনও মানুষ ভুলতে পারেনি। এখনও মানুষ মনে রেখেছে। 

sabitri chatterjee

তবে মাধবী মুখোপাধ্যায় কিন্তু নিজেকে শুধুমাত্র বড় পর্দায় আবর্তিত রাখেননি। ছোটো পর্দাতেও নিজেকে মেলে ধরেছিলেন, তাঁকে দেখা গিয়েছিল, ইষ্টি কুটুম, কুসুম দোলা সহ আরও অনেক ধারাবাহিকে। শেষবার দেখা মিলেছিল ‘সন্ন্যাসী রাজা’ ধারাবাহিকে। তারপর আর দেখা যায়নি, কোভিডের কারণে নিজেকে দূরেই সরিয়ে রেখেছিলেন। 

অন্যদিকে সাবিত্রী চট্টোপাধ্যায়ও নিজেকে আটকে রাখেননি বড় পর্দার গন্ডিতে। অভিনয় করেছেন বিভিন্ন ধারাবাহিকে। তাঁকে দেখা গিয়েছিল, ইষ্টি কুটুম, চোখের তাঁরা তুই সহ আরও অনেক ধারাবাহিকে। তবে শেষবার দেখা গিয়েছিল ‘ধূলোকণা’ ধারাবাহিকে। 

madhabi mukherjee

তবে এবার রয়েছে বড়সড় চমক। এই দুই অভিনেত্রী কে একসাথে দেখা মিলবে আবার লীনা গঙ্গোপাধ্যায়ের ধারাবাহিকে। অভিনেত্রী তৃণা সাহা এবং অভিনেতা কৌশিক রায় অভিনীত নতুন ধারাবাহিকে দেখা মিলবে এই দুই অভিনেত্রীর। এর আগে যে এই দুই অভিনেত্রী কে একসাথে দেখা মেলেনি এমনটা নয়। 

লীনা গঙ্গোপাধ্যায়ের ধারাবাহিকেই দেখা মিলেছিল দুজনের। ‘চোখের তারা তুই’ ধারাবাহিকে। ঠাকুমার ভূমিকায় । এই ধারাবাহিকের পর আবার নতুন ধারাবাহিকে ফিরবেন, দুই ঠাকুমা। দর্শকরা বেশ পুলকিত। একটা ধারাবাহিকে দুই জনপ্রিয় অভিনেত্রী থাকা মানেই সেই ধারাবাহিক বেশ নস্টালজিক এবং বেশ সুন্দর হবে তা বলায় যায়। 

× close ad