নতুন সিরিয়ালের হাত ধরে আবারও ছোট পর্দায় ‘জুন আন্টি’ উষসী, উচ্ছসিত অনুরাগীরা

একটা ধারাবাহিক গঠিত হয় অনেক চরিত্রের সমাবেশে। মা, বাবা, দাদা, দিদি, বন্ধু, নায়ক, নায়িকা এইসব গুলো একটা বেসিক চরিত্র। এগুলো আমাদের বাস্তব জীবনেও থাকে। এর

Saranna

ushasie chakraborty coming on new serial

একটা ধারাবাহিক গঠিত হয় অনেক চরিত্রের সমাবেশে। মা, বাবা, দাদা, দিদি, বন্ধু, নায়ক, নায়িকা এইসব গুলো একটা বেসিক চরিত্র। এগুলো আমাদের বাস্তব জীবনেও থাকে। এর পাশাপাশি আরও এক চরিত্রের দেখা মেলে বাংলা সিরিয়ালে (Bengali Serial)। সেটা হল খল চরিত্র। যা ছাড়া ধারাবাহিক স্বয়ংসম্পূর্ণ হয় না। এটা আমাদের বাস্তব জীবনে প্রত্যেকটি পরিবারের মধ্যেই রয়েছে একজন করে খল চরিত্র।

সেগুলো আমাদের জনসমক্ষে আসেনা কিন্তু ধারাবাহিকে সেই চরিত্রের বহিঃপ্রকাশ ঘটে। এইসব চরিত্রে যারা অভিনয় করেন, তারা কিন্তু খুবই জনপ্রিয় হন।  আর এই খল চরিত্রে অভিনয় করেই বেশ প্রশংসা কুড়িয়েছিলেন জুন আন্টি। অর্থাৎ অভিনেত্রী উষসী চক্রবর্তী (Ushasie Chakraborty)। মিশকা জুন আন্টিকে নিজের অনুপ্রেরণা মনে করে।

মিশকা জুন আন্টির অঙ্গিভঙ্গি করতে চাইলেও জুন আন্টি জুন আন্টিই। তার ক্রেজ কেউ ভাঙতে পারেনি। তার এক্সপ্রেশন, তার মুখ বেঁকানো সবটাই দর্শকদের কাছে এখনো জনপ্রিয়। জুন আন্টি তথা উষসীকে শেষবার দেখা গিয়েছিল শ্রীময়ীতে। অনুরাগীরা অপেক্ষায় ছিলেন কবে আবার ফিরবে। শোনা যাচ্ছে খুব শীঘ্রই ফিরছেন নতুন ধারাবাহিক নিয়ে।

কালার্স বাংলার (Colors Bangla) বহুল চর্চিত ধারাবাহিক ‘টুম্পা অটোওয়ালি’ (Tumpa Autowali)তে খল চরিত্র নিয়ে ফিরছেন উষসী। তাঁর চরিত্রের নাম অস্মিতা। সঞ্জয় ও অশোকের বোন। পরিবারের অমতে বিয়ে করায়, বাড়ি থেকে তাড়িয়ে দেওয়া হয়েছিল। এবার সেই বদলা নিতে বহু বছর পর বাড়িতে ফিরছেন। জুন আন্টির মতোই জাঁদরেল খল হতে চলেছে। সকলেই অপেক্ষায় রয়েছেন তাঁকে দেখার জন্য।

কিন্তু এত দেরি কেন? শ্রীময়ী তো শেষ হয়েছে ২০২১ এ। এতদিন কী করছিলেন? এর উত্তরে তিনি জানান, ‘একটানা কাজ করে ক্লান্ত হয়ে গিয়েছিলাম, শ্রীময়ীর পর অনেক প্রস্তাব পেয়েছি কিন্তু ফিরিয়ে দিই। একটু বিরতি নিয়েছিলাম। এই চরিত্রটা বেশ মনে ধরল তাই রাজি হয়ে গেলাম।’

× close ad