জী বাংলার একটি জনপ্রিয় সিরিয়াল হল ‘জগদ্ধাত্রী’। এক নারীশক্তির কাহিনী। সে কখনও একজন সাধারণ নারী আবার কখনও অস্ত্রধারিনী। এক অঙ্গে দুই রূপের বিচরণ। জগদ্ধাত্রী ও জ্যাস সান্যাল। দুইজন ব্যক্তিই এক তবে কর্তব্যের গোপনীয়তার খাতিরে সকলের কাছে এখনও জগদ্ধাত্রী আর জ্যাস আলাদা। এই ধারাবাহিকে সব থেকে বেশি প্রভাবশালী চরিত্রটি হল কৌশিকী মুখার্জী।
শুরু থেকেই এই গল্প দর্শককে আকর্ষণ করতে সক্ষম হয়েছে। প্রথমে প্রথম স্থান। তারপর একটানা দ্বিতীয় স্থান ধরে রেখেছে। এই ধারাবাহিকের অনেকও চরিত্রের মাঝে আরও দুটি মুখ্য চরিত্র হল স্বয়ম্ভু ও উৎসব। অর্থাৎ অভিনেতা অর্ক চক্রবর্তী (Arka Chakraborty) ও অভিনেতা সৌম্যদীপ মুখার্জী (Soumyadeep Mukherjee)। পর্দায় এই দুই অভিনেতা একে অপরের সৎ ভাই। তবে কেউই স্বয়ম্ভুকে তার পরিচয় ও যোগ্য সন্মান দিতে প্রস্তুত নয়।
তাদের বাবা রাজনাথ মুখার্জী প্রানপনে চেষ্টা করে চলেছেন স্বয়ম্ভুর জন্মের সমস্ত প্রমান মুছে ফেলার। সম্প্রতি, স্বয়ম্ভুর বাবা আর মায়ের বিয়ের একমাত্র সাক্ষী কালীচরণ বোস কেও মেরে ফেলা হয়েছে। তবে জগদ্ধাত্রী এতো সহজে হার মানার পাত্রী নয়। সে যখন ঠিক করেছে স্বয়ম্ভুকে তার অধিকার ফিরিয়ে দেবে তা সে দেবেই যেভাবেই হোক।
কারণ জগদ্ধাত্রী চরিত্রটিকে এভাবেই পেশ করা হয়েছে গল্পে এখনও পর্যন্ত। তবে শুধু যে রাজনাথ মুখার্জী স্বয়ম্ভুকে অস্বীকার করছেন তাই নয় উৎসবও কিছুতেই সহ্য করতে পারেনা স্বয়ম্ভুকে। পর্দায় তাদের একপ্রকার সাপে নেউলে সম্পর্ক। তবে পর্দার বাইরে তাদের সম্পর্কের সমীকরণটা কিন্তু একদম ভিন্ন। তারা একে অপরের বেশ ভালো বন্ধু।
সম্প্রতি, সোশ্যাল মিডিয়ায় জী বাংলার তরফে একটি রিল ভিডিও অফিসিয়াল পেজে শেয়ার হয়। যাতে দেখা যাচ্ছে পর্দার স্বয়ম্ভু ও উৎসব গানের তাতে পা মিলিয়েছে একে অপরের সঙ্গে। হিন্দি ‘সিটি মার’ গানের তালে তাদের মধ্যে চলছে নাচের যুদ্ধ। এই রিল প্রকাশ পবার পর সোশ্যাল মিডিয়ায় অভিনেতাদের অনুরাগীদের কাছে তা বেশ চর্চার বিষয় হয়ে দাঁড়িয়েছে।