ভাতের হোটেল ছেড়ে এবার সিনেমার পর্দায় নন্দিনী দিদি, নিজেই জানালেন সুখবর!

Viral Nandini Didi : এখন যেসব ভাইরাল মানুষ গুলোর ভিডিও আমাদের সামনে প্রতিনিয়ত ঘুরে বেড়ায় তাদের মধ্যে অন্যতম জনপ্রিয় মানুষ হলেন মমতা গাঙ্গুলী ওরফে নন্দিনী গাঙ্গুলী

Saranna

viral nandini didi debut on cinema soon

Viral Nandini Didi : এখন যেসব ভাইরাল মানুষ গুলোর ভিডিও আমাদের সামনে প্রতিনিয়ত ঘুরে বেড়ায় তাদের মধ্যে অন্যতম জনপ্রিয় মানুষ হলেন মমতা গাঙ্গুলী ওরফে নন্দিনী গাঙ্গুলী (Nandiny Ganguly) হঠাৎ করে মাথায় আসবে না। কারণ তিনি সবার কাছে পরিচিত স্মার্ট দিদি নন্দিনী (Nandini Didi) হিসাবেই। যার কাছে প্রতিদিন মানুষ ভিড় করে দাঁড়ায়। এই ভাইরাল দিদিকে এবার দেখা যাবে সিনেমায়।

আমরা দেখেছি খুব সাধারণ মানুষ সোশ্যাল মিডিয়ার মাধ্যমেই ভাইরাল হয়ে যায়। যাস্ট একটা সুন্দর ভিডিও তাদের জীবনকে যে কোথায় নিয়ে গিয়ে দাঁড় কড়ায় তার ইয়ত্তা নেই। আমরা যদি একটু ফ্ল্যাসব্যাকে যায় তাহলে দেখতে পাব , অতীতের রানু মন্ডল থেকে বাদাম বিক্রেতা ভুবন বাদ্যকর তারা এক চুটকিতে যেমন ভাইরাল হয়েছেন, সেই সঙ্গে সঙ্গে হয়ে গেছেন সেলিব্রেটি।

two sister's hotel challenge nandini didi

কেউ সুযোগ পেয়েছেন সিনেমায় আবার কেউ সুযোগ পেয়েছেন নামী গায়কের সাথে গান করার। আর এবার নন্দিনী দি পাচ্ছেন সেই সুযোগ। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি ছবি বেশ ভাইরাল হয়েছে। যেখানে দেখা যাচ্ছে রাজা সাহার সাথে একই ফ্রেমে নন্দিনী দি। কথাবার্তা চলছে দুজনের, এরকম একটা ছবি দেখা যাচ্ছে। ক্যাপশনে লেখা রয়েছে, ‘আর মাত্র কিছুদিনের অপেক্ষা।

শুরু হতে চলেছে প্রিয়দর্শী ব্যানার্জীর পরিচালিত নতুন প্রজেক্ট তিন সত্যির শ্যুটিং’। এই পোস্টের আগে শনিবার ইনস্ট্রাগামে লাইভে এসে নন্দিনী দি জানিয়েছিলেন, ‘আজ একটা চরিত্রের কথা বলব, তার নাম নন্দিনী নয় নীলাক্ষী’। এরপরেই রাজা বলেন, ‘ নীলাক্ষী লিখতে ভালোবাসে , নিজের লেখায় সত্যিটাকে তুলে ধরে’।

 

View this post on Instagram

 

A post shared by Sampurna Roy (@sampurnaroyy79)

এরপর আর একটা ভিডিওতে দেখা যায় নন্দিনী দি স্ক্রিপ্ট পড়ছেন। এই ভিডিও দেখেই সকলেই কনফার্ম নন্দিনী দি সিনেমায় পা দিচ্ছেন। প্রসঙ্গত, ভাইরাল নন্দিনী দির হোটেল বেশ রমরমিয়ে চলছে। এত ভিড় যে খাবার কম পড়ছে। আর সেই কারণেই হোটেলের দুটি নতুন শাখা খুলছেন, একটি নিউটাউনে আর একটি সাউথ কলকাতায়।

Related Post