Weather Update : বৈশাখেও গরম যে এই হারে বাড়তে পারে এটা আন্দাজ করতে পারেনি কেউই। তবে দিন দিন তাপমাত্রা যেন মাত্রা ছাড়াচ্ছে। গোটা রাজ্যেই যেন তাপ প্রবাহ চলছে। বৃষ্টির আশায় চাতক পাখির মত হাল রাজ্যবাসীর। এমতাবস্থায় কি আবহাওয়ার খবর জানাল আলিপুর আবহাওয়া দফতর! চলুন দকেহে নেওয়া যাক আজকের আবহাওয়ার খবর ও তাপমাত্রা থেকে বৃষ্টির পূর্বাভাস (rain forecast)।
আজকের আবহাওয়ার খবর (Weather Update Today)
আজ সর্বোচ্চ তাপমাত্রা ৩৪° সেলসিয়াস পর্যন্ত যেতে পারে
আজকের সর্বনিম্ন তাপমাত্রা ২৮° সেলসিয়াস
বাতাসে আর্দ্রতা থাকবে ৯৮%
বাতাসের গতিবেগ ২২ কিমি/ ঘন্টা
আজ আকাশ মেঘাচ্ছন্ন থাকার সম্ভাবনা : ৯৫%
আজকের আবহাওয়া (Weather Update)
গতকালের আলিপুর আবহাওয়া দফতরের প্রকাশিত বুলেটিন অনুযায়ী, আজ অর্থাৎ মঙ্গলবার কলকাতার আকাশ কিছুটা মেঘাছন্ন থাকবে। উত্তরবঙ্গের বেশ কিছু জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সাথে বৃষ্টির সম্ভাবনা থাকছে দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলাতেও। কিন্তু দক্ষিণবঙ্গে বাতাসে আর্দ্রতার পরিমাণ অত্যাধিক হওয়ায় গরমের অস্বস্তি থাকছেই। আজ কলকাতার সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে ৩৪° সেলসিয়াস ও ২৮°সেলসিয়াস থাকবে।
উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গের আবহাওয়ার খবর
যেমনটা আবহাওয়ার পূর্বাভাস জানিয়েছেন হাওয়া অফিস সেই মত আজ উত্তরবঙ্গের একাধিক জেলায় বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার ও কোচবিহারে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। তাপমাত্রারই বড়সড় পরিবর্তনের আশা নেই, তবে আগামী কয়েকদিনে ১-২° কমতে পারে তাপমাত্রা।
এদিকে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। যদিও বাতাসে আর্দ্রতা প্রায় ৯৮% থাকছে। যে কারণে প্যাচ প্যাচে গরমের অস্বস্তি বজায় থাকবে। তবে আগামীর দুয়েকদিন জলীয়বাষ্প বেশি হয়ে ১-২° তাপমাত্রা কমতে পারে। পূর্ব মেদিনীপুর, বীরভূম, মুর্শিদাবাদ ও নদিয়া এই জেলাগুলিতে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। অন্যদিকে পূর্ব মেদিনীপুর, বীরভূম, মুর্শিদাবাদ ও নদিয়া জেলায় তাপ প্রবাহের সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দফতর।
আগামী কালের আবহাওয়ার খবর
আগামীকালের আবহাওয়ার খবর বলতে গেলে কলকাতার সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা ৩৪° সেলসিয়াস ও ২৬° সেলসিয়াস থাকবে। আগামীকালও কলকাতা ও কলকাতার আশেপাশের জেলায় আকাশ মেঘাছন্ন থাকবে। বেশ কিছু জেলায় বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। তবে আর্দ্রতা বেশি হওয়ায় তীব্র গরমের অস্বস্তি থাকছেই।