Weather Update : তীব্র গরমে হাত থেকে অবশেষে মিলবে মুক্তি! দিন দিন বাড়তে থাকা তাপমাত্রার জেরে রীতিমত বেহাল দশা বঙ্গবাসীর। উত্তরবঙ্গে কিছুটা বৃষ্টি হলেও দক্ষিণবঙ্গে তাপপ্রবাহ অব্যাহত চলছিল। তবে এবার কিছুটা স্বস্তির খবর শোনাল আলিপুর আবহাওয়া দফতর। আবহাওয়ার পূর্বাভাসে জানা যাচ্ছে শীঘ্রই দক্ষিণবঙ্গেও নামবে বৃষ্টি আর সাথে চলবে ঝোড়ো হাওয়া। এই দুইয়ে মিলে তাপমাত্রা কমাতে সাহায্য করবে কিছুটা। চলুন জেনে নেওয়া যাক আজকের আবহাওয়ার খবর।
আজকের আবহাওয়ার খবর (Weather Update Today)
আজ সর্বোচ্চ তাপমাত্রা ৩৩° সেলসিয়াস পর্যন্ত যেতে পারে
আজকের সর্বনিম্ন তাপমাত্রা ২৭° সেলসিয়াস
বাতাসে আর্দ্রতা থাকবে ৮৮%
বাতাসের গতিবেগ ২০.৫ কিমি/ ঘন্টা
আজ আকাশ মেঘাচ্ছন্ন থাকার সম্ভাবনা : ৯৯%
আজকের আবহাওয়া (Weather Update)
গতকাল আলিপুর আবহাওয়া দফতরের প্রকাশিত বুলেটিন অনুযায়ী, আজ অর্থাৎ বুধবার কলকাতার আকাশ মেঘাছন্ন থাকবে। দক্ষিণবঙ্গের একাধিক জেলাতে আজ বৃষ্টি নামবে। সাথে প্রায় প্রতিটা জেলাতেই ঝোড়ো হাওয়া চলবে। যার কারণে তাপমাত্রা কিছুটা হলেও নিচের দিকে আসবে বলেই জানা গিয়েছে। আজ কলকাতার সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে ৩৩° সেলসিয়াস ও ২৭°সেলসিয়াস থাকবে।
উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গের আবহাওয়ার খবর
যেমনটা আবহাওয়ার পূর্বাভাস থেকে জানা যাচ্ছে, আজকে উত্তরবঙ্গের একাধিক জেলায় বৃষ্টিপাত হবে। এমনকি আগামীকালের মধ্যে উত্তরবঙ্গের প্রায় প্রতিটা জেলাতেই বৃষ্টিপাত হবে। এই বৃষ্টির আবহাওয়া বজায় থাকবে আগামী শনিবার পর্যন্ত। তবে তাপমাত্রার খুব বেশ পরিবর্তন হবে না বলেই জানা যাচ্ছে।
অন্যদিনে দক্ষিণবঙ্গের পূর্ব ও পশ্চিম বর্ধমান, পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম, মুর্শিদাবাদ ও নদিয়া জেলায় বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে। সাথে ৪০-৫০ কিমি/ঘন্টার ঝোড়ো হওয়া বোবার কথাও জানানো হয়েছে। বৃষ্টির জেরে তাপমাত্রা সাময়িকভাবে কিছুটা কমবে। তবে খুব একটা পরিবর্তন স্থায়ী হবে না বলেই জানা যাচ্ছে। এই গোটা সপ্তাহেই দক্ষিণবঙ্গে এমন আবহাওয়াই থাকতে পারে।
আগামী কালের আবহাওয়ার খবর
আগামীকালের আবহাওয়া সম্পর্কে বলতে গেলে কলকাতা ও তাঁর আশপাশের এলাকায় একই রকম আবহাওয়া থাকবে। কলকাতার সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা ৩২° সেলসিয়াস ও ২৬° সেলসিয়াস থাকবে। মেঘাছন্ন আকাশ দেখা যাবে প্রায় সারাদিন। এছাড়াও রাজ্যের বিভিন্ন জেলায় বৃষ্টির সম্ভাবনাও থাকছে। তবে বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ এখনও অনেকটাই বেশি, তাই অস্বস্তি থাকবেই।