শুক্রেও বৃষ্টি অবিরাম, হাওড়া সহ ৮ জেলায় জারি সতর্কতা, দেখুন আজকের আবহাওয়া

বাংলায় যে বর্তমানে কি ঋতু চলছে সেটা বলা বেশ মুশকিল। বাংলা ক্যালেন্ডারের পাতায় ভাদ্র মাস চললেও আকাশে একদিন চড়া রোদ তো আরেকদিন ঝমঝমিয়ে বৃষ্টি চলছে।

Nandini

west bengal weather update by alipur weather department

বাংলায় যে বর্তমানে কি ঋতু চলছে সেটা বলা বেশ মুশকিল। বাংলা ক্যালেন্ডারের পাতায় ভাদ্র মাস চললেও আকাশে একদিন চড়া রোদ তো আরেকদিন ঝমঝমিয়ে বৃষ্টি চলছে। বৃষ্টির ফলে তাপমাত্রা কিছুটা কমলেও নিত্যদিনের যাতায়াত থেকে কাজে বেশ অসুবিধায় পড়তে হচ্ছে সকলকেই। তাই দিনের শুরুতেই আবহাওয়ার খবর (Weather Update) দেখে বেরোনো ভালো। আজ শুক্রবার দক্ষিণের বেশ কিছু জেলায় ভারী বৃষ্টি হতে পারে বলে জানাচ্ছে আবহাওয়া দফতর। কোথায়? চলুন দেখে নেওয়া যাক।

দক্ষিণের একাধিক জেলায় বৃষ্টির আবহাওয়া

শেষ প্রকাশিত বুলেটিন অনুযায়ী, আজ দক্ষিণের বাঁকুড়া, পুরুলিয়া ও পশ্চিম মেদিনীপুর জেলায় অতিভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে। শুধু তাই নয়, হাওড়া সহ ঝাড়গ্রাম, পূর্ব মেদিনীপুর, উত্তর ২৪ পরগণা ও দক্ষিণ ২৪ পরগণা জেলাতেও ভারী বৃষ্টি হবে বলে জানাচ্ছে হাওয়া অফিস। এছাড়া বাকি জেলাগুলিতেও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা থাকছেই। একইসাথে ৩০ থেকে ৪০ কিমি পর্যন্ত বেগে হাওয়াও চলবে বলে পূর্বাভাস মিলেছে।

উত্তরের জেলাতেও ভারী দুর্যোগের আবহাওয়া

দক্ষিণের জেলাগুলির মত, উত্তরেও জলপাইগুড়ি ও আলিপুরদুয়ার জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানাচ্ছে আলিপুর আবহাওয়া দফতর। আর বৃষ্টির পাশাপাশি ৪০ কিমি পর্যন্ত বেগে ঝোড়ো হাওয়াও চলবে বলে সতর্কতা জারি করা হয়েছে। এছাড়া বাকি উত্তরবঙ্গের জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে মাঝারি থেকে ভারী বৃষ্টি ও সাথে বজ্রপাত হওয়ার সম্ভাবনা থাকছে।