বিগত কয়েকদিনে ভয়ানক বেড়েছিল তাপমাত্রা। সূর্যের তাপে নাজেহাল হয়ে পড়েছিল রাজ্যবাসী। তবে এবার স্বস্থির খবর শোনাল আলিপুর আবহাওয়া দপ্তর (alipore weather office)। আজ থেকেই এই ৫ রাজ্যে হতে চলেছে বৃষ্টি। অবশ্য পুরোটাই খুশির খবর নয়, কারণ সাথে আর্দ্রতা জনিত অস্বস্থিও বাড়বে। বৃষ্টির পূবাভাস থাকলেও তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় বেশিই থাকবে। চলুন জেনে জেওয়া যাক আজকের আবহাওয়ার খবর।
আজকের আবহাওয়ার খবর (Weather Update Today)
আজ সর্বোচ্চ তাপমাত্রা ৩৬° সেলসিয়াস পর্যন্ত যেতে পারে
আজকের সর্বনিম্ন তাপমাত্রা ২৬° সেলসিয়াস
বাতাসে আর্দ্রতা থাকবে ৯২%
বাতাসের গতিবেগ ১৩ কিমি/ ঘন্টা
আজ আকাশ মেঘাচ্ছন্ন থাকার সম্ভাবনা : ৬৫%
আজকের আবহাওয়া (Weather Report)
মঙ্গলবার বিকেলে আলিপুর আবহাওয়া দফতরের প্রকাশিত বুলেটিন অনুযায়ী, আজ আকাশ মেঘাছন্ন থাকবে। তবে বৃহস্পতিবারের মধ্যেই আকাশ পরিষ্কার হয়ে যাবে। তবে বৃষ্টির সম্ভাবনা রয়েছে রাজ্যের ৫টি জেলায়। সর্বোচ্চ তাপমাত্রা কিছুটা বাড়তে পারে। আজ কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩৬° সেলসিয়াস ও সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৬° সেলসিয়াস। গতকাল অর্থাৎ মঙ্গলবার কলকাতার সর্বনিম্ম তাপমাত্রা ছিল ২৫ ° সেলসিয়াস যেটা স্বাভাবিকের থেকে ২° সেলসিয়াস বেশি।
আগামী কালের আবহাওয়ার খবর (Weather forecast)
আগামীকালের আবহাওয়ার পূর্বাভাস: কলকাতার সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা ৩৬° সেলসিয়াস ও ২৬° সেলসিয়াস এর মধ্যে থাকবে। কিছুটা মেঘাছন্ন পরিবেশ থাকলেও রোদ উঠে যাবে। ও আবারো গরমের জেরে নাজেহাল হতে পারেন রাজ্যবাসীর।