আবহাওয়ার খবর : গরমের দাপট থেকে স্বস্তি, আজ বাংলার এই ১২ জেলায় রয়েছে বৃষ্টির সম্ভাবনা

বিগত কয়েকদিনে ভয়ানক বেড়েছিল তাপমাত্রা। সূর্যের তাপে নাজেহাল হয়ে পড়েছিল রাজ্যবাসী। তবে এবার স্বস্থির খবর মিলেছে আলিপুর আবহাওয়া দপ্তর (alipore weather office) এর পক্ষ থেকে।

Desk

Abohaowar Khobor আবহাওয়ার খবর

বিগত কয়েকদিনে ভয়ানক বেড়েছিল তাপমাত্রা। সূর্যের তাপে নাজেহাল হয়ে পড়েছিল রাজ্যবাসী। তবে এবার স্বস্থির খবর মিলেছে আলিপুর আবহাওয়া দপ্তর (alipore weather office) এর পক্ষ থেকে। আজ বাংলার এই ১২টি রাজ্যে হতে চলেছে বৃষ্টি। যেমনটা জানা যাচ্ছে সিকিম থেকে ছত্তিশগড় পর্যন্ত অক্ষরেখার অবস্থানে বেশ পরিবর্তন লক্ষ করা গিয়েছে। যার জেরে বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমানে জলীয় বাস্প বাংলায় ঢুকছে। এর জেরেই তৈরী হয়েছে বৃষ্টির সম্ভাবনা। যদিও বাতাসে উপস্থিত এই বিশাল জলীয়  বাষ্পের কারণে আর্দ্রতা জনিত অস্বস্তি বাড়তে পারে।

আজকের আবহাওয়ার খবর (Weather Update Today)

আজ সর্বোচ্চ তাপমাত্রা ৩৫° সেলসিয়াস পর্যন্ত যেতে পারে

আজকের সর্বনিম্ন তাপমাত্রা ২৭° সেলসিয়াস

বাতাসে আর্দ্রতা থাকবে ৯৪%

বাতাসের গতিবেগ ১৬ কিমি/ ঘন্টা

আজ আকাশ মেঘাচ্ছন্ন থাকার সম্ভাবনা : ৮০%

Weather Update Chances of Rain Aajker Abohaowa

আজকের আবহাওয়া (Weather Report)

শুক্রবার বিকেলে আলিপুর আবহাওয়া দফতরের প্রকাশিত বুলেটিন অনুযায়ী, আকাশ মেঘাছন্ন থাকবে। তবে আগামী রবিবারের সকাল পর্যন্ত এমনটাই আবহাওয়া থাকতে পারে। তবে বৃষ্টির সম্ভাবনা থাকলেও তাপমাত্রা বেশ কিছুটা বাড়তে পারে। সাথে বাতাসের আর্দ্রতার পরিমাণও বাড়বে জলীয় বাষ্পের প্রভাবে। বাড়তে থাকা তাপমাত্রা ও আর্দ্রতার জেরে অস্বস্তির পরিমাণ বাড়বে। তবে বিকেলের দিকে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে বেশ কিছু জেলায়। কলকাতার সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে ৩৫° সেলসিয়াস ও ২৭°সেলসিয়াস থাকবে।

উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গের আবহাওয়ার খবর

আলিপুর আবহাওয়া দফতরের দেওয়া আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী উত্তরবঙ্গের একাধিক জেলাতেই ২৬শে মার্চ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আজ দার্জিলিং ও কালিম্পং-এ মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে আগামীকাল দার্জিলিং, কালিম্পং ছাড়াও জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহারে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা থাকছে। তাপমাত্রা স্বাভাবিকের থেকে ২-৪° বেশিই থাকার সম্ভাবনা।

এবার আসা যাক দক্ষিণবঙ্গের আবহাওয়া খবরে। আজ অর্থাৎ শনিবার ২৬ শে মার্চ কলকাতা, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, বীরভূম, নদিয়া জেলায় বৃষ্টিতে সম্ভাবনা রয়েছে। তবে বাকি জেলা মোটামুটি শুষ্ক আবহাওয়া থাকছে। পশ্চিমি জেলায় তাপমাত্রা মাত্রাতিরিক্ত বাড়তে পারে। গড় তাপমাত্রা স্বাভাবিকের চাইতে ২-৪° সেলসিয়াস বেশিই থাকবে।

আগামী কালের আবহাওয়ার খবর

আগামীকালের আবহাওয়ার খবর বলতে গেলে কলকাতার সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা ৩৪° সেলসিয়াস ও ২৭° সেলসিয়াস থাকবে। এছাড়াও মেঘাছন্ন আকাশ কেটে যাবে রোদ উঠবে। যদিও গরম বাড়তে শুরু করেছে, তবে বিকেলের দিকে হালকা বৃষ্টির পূর্বাভাস রয়েছে।

× close ad