টলিউডের হিরো যিশু সেনগুপ্ত (Jishu Sengupta)। ৪৫ বছর বয়স হলেও সে যেন এখনও এভারগ্রীন। বয়স বাড়লে মানুষ বুড়ো হয়, কিন্তু যিশু সেনগুপ্তের ক্ষেত্রে আলাদা, বয়স যত বাড়ছে তিনি যেন এখন সুঠাম হ্যান্ডসাম নায়কের রূপে পরিণত হচ্ছেন। যেন মনে হবে বয়স সবেমাত্র ২৮। তাঁর শুরুটা হয়েছিল ২০০০ সালেরও আগে। অল্প বয়সেই সে খ্যাতি লাভ করেছিল।
কিন্তু আগের খ্যাতি সম্মানের থেকে এখনের খ্যাতি সম্মান যেন অনেকটাই বেশি। তাঁর শুরুটা হয়েছিল ১৯৯৮ সালের ধারাবাহিক শ্রীচৈতন্য মহাপ্রভু দিয়ে। তারপর তাঁকে দেখা যায় বড় পর্দায় অভিনয় করতে। কোনো সিনেমায় নায়ক, আবার কোনো সিনেমায় নায়কের ভাই এভাবেই শুরু হয়েছিল কেরিয়ার জীবন। তবে বর্তমানে যিশুর কেরিয়ার অনেক সাফল্যিত। তাঁকে দেখা যায় অনেক গুরুত্বপূর্ণ চরিত্রে।
বাংলার পাশাপাশি অভিনয় করেছেন, হিন্দি ও তেলগু ছবিতেও। তবে সময়ের অভাবে তিনি অনেক গুরুত্বপূর্ণ ছবিতে অভিনয় করতে পারেননি। তাঁর আক্ষেপও রয়েছে, আক্ষেপের সুরে বলেন, ‘সময়টা যদি চব্বিশ ঘন্টার বেশি হত, ভালো হত। ‘ সম্প্রতি তাঁর বায়ো নিয়ে একটি বই প্রকাশিত হয়েছে, ‘আবহমান.. জার্নি সো ফার‘। এই বইতে রয়েছে তার কেরিয়ার জীবনের নানান ওঠাপড়া।
২০০৪ সালে তিনি বিয়ে করেন নীলাঞ্জনা শর্মাকে। তাদের দুই কন্যা রয়েছে, সারা সেনগুপ্ত (Sara Sengupta) এবং জারা সেনগুপ্ত। তাঁর বড় মেয়ে সারার অভিষেক ঘটেছে অভিনয় জগতে। সৃজিত মুখোপাধ্যায় পরিচালিত ‘উমা’তে সারা অভিনয় করেছেন। তখন তার বয়স ছিল মাত্র ১৩। তার অভিনয় মুগ্ধ করেছিল দর্শকদের।
আরও পড়ুনঃ TRP-আনার প্রচেষ্টায় নেটপাড়ায় হাসির খোরাক ‘নবাব নন্দিনী’! ভাইরাল নতুন প্রোমো ভিডিও
View this post on Instagram
এখন তার বয়স ১৭। সে পড়াশোনা ভালোবাসে। এই সিনেমার পর সে পড়াশোনাতেই মনোযোগ দিয়েছে। তাঁর প্রিয় সাবজেক্ট ফিজিক্স। বাস্কেটবল আর রং তুলিতেও তার ভালোবাসা রয়েছে। তাঁর ইচ্ছা যদি সে পড়াশোনা নিয়েই এগিয়ে যায়, তাহলে সিনেমা আর স্পোর্টস নিয়ে বই লিখবে। আর যদি অভিনয় নিয়ে এগোয়, তাহলে তার ছবির মধ্যে থাকবে সায়েন্স আর স্পোর্টস ।
View this post on Instagram
প্রসঙ্গত,আবার বেশ কিছুটা সময়ের ব্যবধানে যীশু সেনগুপ্তর প্রোডাকশন হাউসে এক নতুন ধারাবাহিক আসতে চলেছে স্টার জলসার পর্দায়। সময় জানা যায়নি এখনও নির্দিষ্ট তবে প্রোমো দর্শকের কম বেশি বেশ ভালো লেগেছে। অভিনেতা এবারে তার প্রোডাকশন হাউসের পুরোনো নাম পরিবর্তন করে নিজের বাবার নাম দিয়ে নতুন নামকরণও করেছেন।