আমরা যখন ধারাবাহিক দেখি, ধারাবাহিকের চরিত্রগুলো এতটাই মনের মধ্যে ঢুকে যায় যে, তারা আমাদের আপন হয়ে ওঠে। পরিবারের কেউ হয়ে ওঠে। আর সেই চেনা চরিত্রকে যখন আমরা দেখতে পায়না। তখন আমরা তাঁকে খুঁজতে থাকি। ভাবতে থাকি অভিনেত্রী তাহলে কোথায়? কী করছেন এসব জানতে চাই, কৌতূহলী হয়ে উঠি।
এই তেমনই একজন সুন্দরী অভিনেত্রী হলেন, অভিনেত্রী ইন্দ্রাক্ষী নাগ (Indrakshi Nag)। বর্তমান প্রজন্মের মানুষরা তাঁকে হয়ত চিনতে পারবেননা। তবে যারা ১০ বছর ধরে ধারাবাহিক দেখছেন তারা ঠিকই চিনবেন এই অভিনেত্রীকে। ২০১০ সালে জি বাংলার পর্দায় সম্প্রচারিত হত ‘সাত পাঁকে বাঁধা’ (Saat Paake Bandha) ধারাবাহিক। মনে পড়ে ধারাবাহিকটার কথা?
এই ধারাবাহিকটি তিন বছর ধরে চলেছিল। রাজা আর দুষ্টুর প্রেমকাহিনী সকলেরই ভালো লেগেছিল। এখনও মানুষ মনে রেখেছে এই ধারাবাহিককে। একজন বড়লোক বাড়ির মেয়ে দুষ্ট ভালোবাসেন একজন মধ্যবিত্ত ট্যাক্সি ড্রাইভারকে। এরপর এগোয় তাদের সম্পর্ক। এই ধারাবাহিকে দুষ্টু চরিত্রে অভিনয় করেছেন অভিনেত্রী ঐন্দ্রীলা সেন (Oindrila Sen) আর রাজার চরিত্রে অভিনয় করেছেন, বিক্রম চ্যাটার্জী (Vikram Chatterjee)।
এই ধারাবাহিক দিয়েই জনপ্রিয়তা পেয়েছিল ঐন্দ্রীলা আর বিক্রম। বর্তমানে তারা সকলেই সাফল্যিত। তবে এই ধারাবাহিক দিয়ে আরও এক অভিনেত্রী জনপ্রিয়তা পেয়েছিল তিনি হলেন, অভিনেত্রী ইন্দ্রাক্ষী নাগ। এই ধারাবাহিকে তার চরিত্রটি ছিল নেগেটিভ । সে সবসময় রাজা আর দুষ্টুর সম্পর্ককে ভাঙার চেষ্টা করত।
এই ধারাবাহিক ছাড়াও অভিনয় করেছেন, কে আপন কে পর, ময়ূরী, দ্বিরাগমন, মহাপীঠ তারাপীঠ, রানী রাসমণি ধারাবাহিকে। তিনি সব রকম চরিত্রেই সুন্দর। তিনি বলেন, ‘আমার মুখটা দেখতে রাগী রাগী, কিন্তু আমি অনেক ছ্যাবলামো করি। ‘ অভিনয়ের পাশাপাশি তিনি ভালো গান করেন, নাচ করেন।
তাঁর নাচ দেখলে মুগ্ধ হয়ে যাবেন। চোখের অঙ্গিভঙ্গী , হাতের এক্সপ্রেশন এক সুন্দর নৃত্যশৈলীর বৈশিষ্ট্য অর্জন করেছে। তবে অভিনেত্রীকে আর দেখা যাচ্ছেনা কোনও ধারাবাহিকে, এমনকি সোশ্যাল মিডিয়াতেও। হয়ত নতুন কোনো চরিত্রের জন্য নিজেকে তৈরি করছেন, আশা করা যাচ্ছে কোনো নতুন চরিত্রে তিনি ফিরছেন।