পর্দা থেকে হারিয়ে গেলেন ‘রাধা’! আজকাল কোথায় ছোটপর্দার সেই অভিনেত্রী এমিলা সাঁধুখাঁ

প্রত্যেক বাড়িতেই ধারাবাহিক দেখার প্রবণতা রয়েছে। সেই ধারাবাহিক হিন্দি হোক কিংবা বাংলা। ধারাবাহিক গুলোর গল্প যেন তাদের নিজেদের জীবনের গল্প বলে মনে হয়। ধারাবাহিকের চরিত্রগুলিকে

Saranna

what is radha actress aemila sadhukhan doing nowdays

প্রত্যেক বাড়িতেই ধারাবাহিক দেখার প্রবণতা রয়েছে। সেই ধারাবাহিক হিন্দি হোক কিংবা বাংলা। ধারাবাহিক গুলোর গল্প যেন তাদের নিজেদের জীবনের গল্প বলে মনে হয়। ধারাবাহিকের চরিত্রগুলিকে তারা নিজেদের সাথে মেলাতে পারে বলেই অধীর আগ্রহের সহিত মন দিয়ে সেই ধারাবাহিক দেখেন। আবার এই ধারাবাহিকের মাধ্যমে তাদের পরিচয় ঘটে নতুন নতুন চরিত্রদের সাথে। ধারাবাহিক শেষ হয়ে যাওয়ার পরেই আবার অনেক চরিত্র হারিয়ে যান। তেমনই এক গুরুত্বপূর্ণ চরিত্র ছিল রাধা। অভিনেত্রী এমিলা সাধুখাঁ (Aemila Sadhukhan)।

সময়ের স্রোতে সেই রাধা চরিত্রের অভিনেত্রী কোথায় যেন হারিয়ে গেছে। মনে আছে কে এই রাধা ? জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক ছিল ‘রাধা’। ২০১৭ সালে সম্প্রচারিত হত এই ধারাবাহিক। এই ধারাবাহিকের মধ্যে দিয়েই দর্শকদের সাথে পরিচয় ঘটে রাধার। এই রাধা চরিত্রে অভিনয় করেছেন অভিনেত্রী এমিলা সাধুখাঁ (Aemila Sadhukhan)। তাঁর বিপরীতে দেখা গিয়েছিল অভিনেতা রবিশ কে। এই ধারাবাহিক দিয়েই এমিলার ইন্ডাস্ট্রি জীবন শুরু হয়।

সেই সময় এই ধারাবাহিকটি দর্শকদের কাছে বেশ জনপ্রিয়তা পেয়েছিল। এই ধারাবাহিকে এমিলার চরিত্র দর্শকদের মন জয় করে নিয়েছিল। বহুদিন হল শেষ হয়েছে এই ধারাবাহিক। তাঁকে আর কোনো কেন্দ্রীয় চরিত্রে দেখা যায়নি। কিছুদিন আগে স্টার জলসায় সম্প্রচারিত হওয়া ধারাবাহিক ‘আয় তবে সহচরী’ ধারাবাহিকে পার্শ্ব চরিত্রে দেখা গিয়েছে। সমরেশের বোন ‘কলি’ চরিত্রে অভিনয় করছেন।

আরও পড়ুনঃ ফিরছে ওমি আগরওয়াল! নতুন কি টুইস্ট আসতে চলেছে ধারাবাহিকে ? অপেক্ষায় মিঠাই অনুরাগীরা

সহকর্মীদের সাথে তোলা সেই শ্যুটিং এর ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছিলেন। বহুদিন পর সবার প্রিয় এমিলাকে আবার টিভির পর্দায় দেখে খুশি হয়েছেন দর্শকরা। এত বছর মাঝে গ্যাপ কেন ? কি করছিলেন এমিলা ? অনুরাগীদের মনে জন্ম নিয়েছে এমন নানান কৌতূহল। আসলে পর্দার জনপ্রিয় মুখরা আচমকা হারিয়ে গেলে দর্শকের খারাপ লাগে বৈকি।

আসলে এই কয়েক বছরে তাঁর জীবনে ঘটেছে আমূল পরিবর্তন। তিনি বহুবছর একটা সম্পর্কের মধ্যে আবদ্ধ ছিলেন। এরপর ২০২১ সালে তাঁর সেই প্রেমিক অমিতকে তিনি বিয়ে করেন। বিয়ের সময় তিনি উঠে এসেছিলেন শিরোনামে। তাঁর বিয়েটাও হয়েছিল বেশ জাঁকজমকপূর্ণ ভাবে।