‘শ্ৰীময়ী’র জাম্বো কি করছেন আজকাল ? অভিনয় ছেড়ে বর্তমানে কোন পেশায় যোগ দিয়েছেন অভিনেতা রোহিত

সমাজ পরিবর্তনশীল। সমাজে ঘটছে একের পর এক ঘটনা। সেই ঘটনাকেই সিরিয়ালে রুপ দেন নির্মাতারা। তাই তো চ্যানেল গুলোতে আসে একের পর এক নিত্যনতুন ধারাবাহিক। নতুন

Saranna

what is sreemoyee actor jumbo doing nowdays

সমাজ পরিবর্তনশীল। সমাজে ঘটছে একের পর এক ঘটনা। সেই ঘটনাকেই সিরিয়ালে রুপ দেন নির্মাতারা। তাই তো চ্যানেল গুলোতে আসে একের পর এক নিত্যনতুন ধারাবাহিক। নতুন ধারাবাহিক আসার সাথে সাথে নিত্য নতুন চরিত্রেরও সমাবেশ দেখা যায়। নতুন ধারাবাহিকগুলোতে প্রায়শই লক্ষ্য করা যায় যে পুরানো অভিনেতা অভিনেত্রীদের খুব একটা দেখা যায়না। আবার এমনও অনেক সময় হয়, একটা ধারাবাহিকে একজন নতুন অভিনেতা বা অভিনেত্রী এল, তারপর আর তাঁকে দেখা যায় না।

এরকম দৃষ্টান্ত জি বাংলা, স্টার জলসায় মত বিখ্যাত চ্যানেলগুলোতে লক্ষ্য করা যায়। জি বাংলার পর্দায় আগে অনেক বিখ্যাত বিখ্যাত ধারাবাহিক হত। যে গুলো দর্শকদের কাছে নস্টালজিক ধারাবাহিক রূপে পরিচিতি লাভ করে। এই নস্টালজিক ধারাবাহিকের অভিনেতা অভিনেত্রীরাও ধারাবাহিকের সাথে সাথে নস্টালজিক হয়ে যায়। যেমন অভিনেতা রোহিত সামন্ত (Rohit Samanta)।

what is sreemoyee actor jumbo doing nowdays

তেমনই বাংলার একটি নস্টালজিক ধারাবাহিক হল ‘বয়েই গেল’।  জি বাংলার পর্দায় সম্প্রচারিত হত এই ধারাবাহিক। এই ধারাবাহিকের মুখ্য ভূমিকায় ছিলেন অভিনেত্রী বাসবদত্তা চ্যাটার্জি (Basabdatta Chatterjee) এবং নায়কের ভূমিকায় অভিনয় করেছেন অভিনেতা রোহিত সামন্ত।

what is sreemoyee actor jumbo doing nowdays

এই ধারাবাহিকটা একটা কমেডি ধারাবাহিক। এই ধারাবাহিকের কাহিনী ছিল ঘটি আর বাঙালের ঝগড়া। কিন্তু ঝগড়া হলেও পাড়ার যে কোনো সমস্যার সমাধান দুই পরিবার একসাথে মিলেই করে। কৃষ্ণার ভূমিকায় অভিনয় করেছেন অভিনেত্রী বাসবদত্তা আর অর্জুনের ভূমিকায় অভিনয় করেছেন অভিনেতা রোহিত। অর্জুন আর কৃষ্ণার জুটি, দর্শকদের এতটাই পছন্দের ছিল যে, ধারাবাহিক শেষ হওয়ার পরেও দর্শকরা এই জুটিকে মনে রেখেছে।

what is sreemoyee actor jumbo doing nowdays

বাসবদত্তাকে এখন বড় পর্দায় দেখা যায়। কিন্তু রোহিত সে কোথায়? রোহিতকে দেখা গিয়েছিল স্টার জলসার ‘শ্রীময়ী’ ধারাবাহিকে শ্রীময়ীর বড় ছেলে জাম্বোর ভুমিকায়। নেগেটিভ চরিত্রেই অভিনয় করেছেন। কিন্তু শ্রীময়ী ধারাবাহিক শেষ হওয়ার পর তিনি কী করছেন জানেন কী? তিনি অভিনেতা হওয়ার পাশাপাশি তিনি একজন প্রযোজক।

আরও পড়ুনঃ ‘বোধিসত্ত্বের বোধবুদ্ধি’ ধারাবাহিকের এই নতু চরিত্র সৃজিত আসলে কে ? রইল শিশুশিল্পীর আসল পরিচয়

 

View this post on Instagram

 

A post shared by Rohit Samanta (@rohit.samanta)

স্টার জলসার জনপ্রিয় ধারাবাহিক ‘আয় তবে সহচরী’ ধারাবাহিকের প্রযোজনার দায়িত্বে রয়েছেন। এছাড়াও বিখ্যাত ওয়েব সিরিজেরও প্রযোজনা করেছেন, যেমন মোহমায়া, গোরা। এখন অভিনয় ছেড়ে পুরোদমে প্রযোজকের কাজ করছেন। ভবিষ্যতেও হয়তো রোহিত সামন্তর প্রযোজনায় আরও নতুন কিছু দেখতে পাবেন হয়তো দর্শক। তবে এই অভিনেতা কি তবে শুধু প্রযোজনার কাজেই নিজেকে ব্যস্ত রাখবেন ? নাকি আবার তাকে নতুন কোনো চরিত্রে পর্দায় দেখা যাবে।

× close ad