কেন বিচ্ছেদের পথে জীতু-নবনীতা? জানা গেলো আসল কারণ!

সম্প্রতি, টলিপাড়ায় আরেক জনপ্রিয় তারকা জুটির বিচ্ছেদের খবর শোনা যাচ্ছে। অভিনেত্রী নবনীতা দাস (Nabanita Das) ও অভিনেতা জীতু কমল (Jeetu Kamal) এর ডিভোর্সের খবর শোনা

Nandini

what is the reason behind divorce between nabanita das and jeetu kamal

সম্প্রতি, টলিপাড়ায় আরেক জনপ্রিয় তারকা জুটির বিচ্ছেদের খবর শোনা যাচ্ছে। অভিনেত্রী নবনীতা দাস (Nabanita Das) ও অভিনেতা জীতু কমল (Jeetu Kamal) এর ডিভোর্সের খবর শোনা যাচ্ছে সোশ্যাল মাধ্যমে। অভিনেত্রীর একটি পোস্টের মধ্যে দিয়েই তা দর্শকের কাছে পৌঁছয়। তিনি সেখানে যা লিখেছেন তাতে এটা স্পষ্ট যে তাদের ভয়বাহিক সম্পর্কে চিড় ধরেছে।

যদিও অনেক আগে থেকেই তারা সমস্যার কারণে আলাদা থাকছিলেন। অভিনেত্রী এক সংবাদ মাধ্যমে দেওয়া সাক্ষাৎকার থেকে জানা যায়, তারা গত ৩ মাস যাবৎ আলাদাই থাকছিলেন। অভিনেত্রী আরও জানান, অভিনেতা টলিউডে পা দেওয়ার পর থেকে একটু বেশিই ব্যস্ত হয়ে পড়েছেন। যার ফলে অভিনেত্রী তার স্বামীর সাথে সামান্য তম আলোচনারও সুযোগ বা সময় পাচ্ছেননা। তবে এটাই তাদের ডিভোর্সের আসল কারণ কিনা যা বলা যায়না।

nabanita das and jeetu kamal are geting divorce

ঐদিন অভিনেত্রী তার পোস্টের মাধ্যমে জানান, তারা দুজনে দুজনের সাথে ভালো নেই। তাই প্রেম, বন্ধুত্ব, বিয়ে সব মিলিয়ে তাদের জীবনের বর্ণময় যাত্রার এভাবেই ইতি হচ্ছে। তবে অন্যদিকে আবার অভিনেতা তার অপর একটি পোস্টের মাধ্যমে বরাবর স্ত্রীয়ের পাশে থাকার অঙ্গীকার জানিয়েছেন। তাদের পোস্টের পর থেকেই তাদের কমেন্ট বক্সে অনুরাগীরা একগুচ্ছ প্রশ্ন নিয়ে ভিড় করেছেন উত্তরের আশায়।

সকলের কাছেই এটা ভীষণ অপ্রত্যাশিত। তারা জানতে চান ঠিক কি কারণে এমনটা সিদ্ধান্ত নিতে চলেছেন এই তারকা দম্পতি? তবে আর কোনোরকম উত্তর পাওয়া যায়নি তাদের তরফে। অভিনেতা অপর একটি পোস্টে শুধু একটি মহাদেবের ছবি শেয়ার করে লিখেছেন, ‘সব কিছু ব্যক্তিগত রাখার চেষ্টা করুন। ঘুরতে গেলে কাউকে বলবেন না। সঙ্গী খুঁজে পেলে চুপ থাকুন। আনন্দে থাকলে মুখ বন্ধ রাখুন। কারণ ভাল জিনিস বেশি জানাজানি হলে নষ্ট হয়ে যায়।’

প্রসঙ্গত, সম্প্রতিই তারা দুজনে লন্ডনে ঘুরতে গিয়েছিলেন একসাথে। যদিও অভিনেত্রী ওই সাক্ষাৎকার মাধ্যমেই জানিয়েছিলেন যে, তাদের এই ঘুরতে যাওয়াটা অনেক আগে থেকেই ঠিক করা ছিল। তবে তার ভীষণ সমস্যা হচ্ছে এই সম্পর্ক নিয়ে। অনুরাগীরা, অনেকেই শুভাকাঙ্খীর ন্যায় তাদের নিজেদের সমস্যা সময় দিয়ে মিটিয়ে নেওয়ার পরামর্শ দিয়েছেন। তবে শেষমেষ কি হতে চলেছে তা সময় বলবে।

× close ad