আবার কবে ছোট পর্দায় ফিরছেন পর্দার ‘সহচরী’? নিজেই জানালেন অভিনেত্রী কনীনিকা

টলিপাড়ার জনপ্রিয় অভিনেত্রী কনীনিকা বন্দ্যোপাধ্যায় (Koneenica Banerjee)। শেষবার দেখা গিয়েছিল স্টার জলসার ‘আয় তবে সহচরী’ ধারাবাহিকের মুখ্য ভূমিকায়। ধারাবাহিকটি বেশ জনপ্রিয় হলেও, কিছুদিন চলে, বন্ধ

Saranna

when koneenica banerjee return on television she openup about this

টলিপাড়ার জনপ্রিয় অভিনেত্রী কনীনিকা বন্দ্যোপাধ্যায় (Koneenica Banerjee)। শেষবার দেখা গিয়েছিল স্টার জলসার ‘আয় তবে সহচরী’ ধারাবাহিকের মুখ্য ভূমিকায়। ধারাবাহিকটি বেশ জনপ্রিয় হলেও, কিছুদিন চলে, বন্ধ হয়ে যায়। কনীনিকা বন্দ্যোপাধ্যায়ের শারীরিক অসুস্থতার কারণেই ধারাবাহিকটিকে শীঘ্রই বন্ধ করে দেওয়া হয়। যদিও এটাই আসল কারণ নয়, এর পিছনে ছিল টিআরপি। টিআরপি কম থাকায় বন্ধ হয়ে যায় শীঘ্রই।

তবে এই ধারাবাহিক নিয়ে তাঁর অভিযোগ ছিল। শুধু ধারাবাহিক নয় ছোটোপর্দাতে অভিনয় নিয়েও ছিল অভিযোগ । তিনি জানিয়েছিলেন ‘ছোটপর্দায় কাজ করার মানসিকতা নেই, নষ্ট হয়ে গিয়েছে। ধারাবাহিক শুরুর প্রথম কদিন চিত্রনাট্য মেনে সব হয়, পরে টিআরপির জন্য গল্পের গোরু গাছে ওঠে। এভাবে আমি কাজ করতে পারব না। আমাকে যদি ছোটো পর্দায় কাজ করতে হয়, তাহলে প্রযোজক পরিচালককে আমার শর্ত মানতে হবে।

actress koneenica banerjee leave the show aay tobe sohochori1

 

তারা যদি সহযোগিতা করেন, তাহলে আমি কাজ করব। আমার শরীর এখন অতটাও ভালো না, তাই ছোটো পর্দায় কাজ করে সময় নষ্ট করতে চায় না’। এই মন্তব্যের পর সত্যিই আর দেখা যায়না ছোটো পর্দার নতুন কোনো ধারাবাহিকে। তাহলে কি সত্যিই আর অভিনয় করবেন না ছোটো পর্দায়। এ প্রসঙ্গে তিনি জানান, টেলিভিশন থেকে প্রচুর ভালোবাসা পেয়েছি, তাই খুবই কৃতজ্ঞ।

টেলিভিশন থেকে যা টাকা পাওয়া যায়, আর কোথাও থেকে হয় না। তাই রোজগারের জন্য টেলিভিশনে কাজ করা উচিত। তবে এখনই টেলিভিশনে ফেরা সম্ভব নয়। এখন মেয়েকে সময় দিতে চাই’। উল্লেখ্য, আসছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) জীবনকাহিনি অবলম্বনে নতুন সিনেমা ‘সুকন্যা’। এই ছবিতে রয়েছে মায়া চট্টোপাধ্যায়ের চরিত্র। যা মমতা বন্দ্যোপাধ্যায়ের আদলে গড়া।

koneenica banerjee in sukanya movie as mamta banerjee

 

আর সেই চরিত্রে অভিনয় করবেন কনীনিকা বন্দ্যোপাধ্যায়।এর আগে বাঘিনী ছবির জন্য তাঁর কাছে প্রস্তাব আসে, কিন্তু তিনি করতে পারেননি। তবে এবার যখন নতুন করে এই ছবির সুযোগ এল হাতছাড়া করেননি। অভিনেত্রী নিজেই ভবানীপুরের মেয়ে। মমতা বন্দ্যোপাধ্যায়ের আদর্শ দেখেই বড় হয়েছেন। তাই বলে ঘনিষ্ঠ নন। তবে তাঁর স্পষ্টবাদী কথা আকর্ষিত করেছে। আর সে কারণেই রাজি হয়েছেন। 

× close ad