বাংলা ইন্ডাস্ট্রি হোক কিংবা হিন্দি ইন্ডাস্ট্রি সব জায়গাতেই আসে একাধিক নতুন অভিনেতা অভিনেত্রী। কিন্তু সময়ের ভিড়ে অনেকেই হারিয়ে যায়। অনেকেই অনেক কারণে হারিয়ে যায়। আবার যদি কোনো বিখ্যাত অভিনেতা অভিনেত্রীর নামের পাশে বিতর্ক শব্দটি বসে তাহলে তো আর কথাই নেই। সেই অভিনেতা অভিনেত্রীর অভিনয় জগতের ভবিষ্যৎ একেবারে অন্ধকার। বিতর্কের প্রভাব পড়ে তাদের কেরিয়ার জীবনে। তেমনই এক অভিনেতা অভিনেত্রী হলেন সৌগত বন্দ্যোপাধ্যায় ও নয়না পালিত। চেনেন এদের?
বাংলা টেলিভিশন দুনিয়ার জনপ্রিয় মুখ অভিনেত্রী নয়না পালিত (Nayna Palit)। ‘এখানে আকাশ নীল’, ‘তবু বাঁধি খেলাঘর’, ‘তুমি এলে তাই’, ‘দুগ্গা দুগ্গা’ এই সব বিখ্যাত বিখ্যাত ধারাবাহিকে তিনি কাজ করেছেন। সব ধারাবাহিকেই তাঁর অভিনয় দক্ষতা খুব সুন্দর ভাবে ধরা পড়েছে। কিন্তু এরপর আর তাঁকে খুঁজে পাওয়া যায়নি। কারণ টা কী জানেন?
নয়না পালিতের আর একটা পরিচয় আছে, সে অভিনেতা সৌগত বন্দ্যোপাধ্যায়ের (Sougata Banerjee) স্ত্রী। এই সৌগতকে আমরা বড় পর্দা থেকে ছোটো পর্দা সবেতেই দেখেছি। তাঁর উল্লেখযোগ্য সিনেমা হল, ব্যোমকেশ, এবং কিরিটি ইত্যাদি। আর ছোটো পর্দায় তিনি অভিনয় করেছেন, নেতাজী, সূবর্ণলতা, শুভদৃষ্টি প্রভৃতি ধারাবাহিকে।
কিন্তু এই সৌগত বন্দ্যোপাধ্যায় একসময় জড়িয়ে পড়েন মধুচক্রে। আসলে সৌগত সেদিন একটা স্পা সেন্টার থেকে দূর্দান্ত অফারের খবর পান। সেই খবর পেয়ে সেই স্পা সেন্টারে যান। আর ঘটনাচক্রে ওইদিনই পুলিশ ওই স্পা সেন্টারে অভিযান চালান। আর সেখানেই সৌগতকে দেখতে পান। এরপরই ঘটনার সাথে জড়িয়ে পড়েন সৌগত।
আরও পড়ুনঃ ঝিলিকের পর কৃষ্ণকলির সাথে ‘কালারফুল বয়’ মদন মিত্র! নেতার সাথে ছবি দিতেই শুরু জল্পনা
এই ঘটনার পর থেকেই স্বামী-স্ত্রী দুজনেই খুব ভেঙে পড়েছিলেন। যার প্রভাব পড়ে তাদের কেরিয়ার জীবনে। নিজেদেরকে গুটিয়ে নিয়েছিলেন। তাঁরা ভেবেই নিয়েছিলেন তাদের ইন্ডাস্ট্রি জীবনের ভবিষ্যৎ অন্ধকার। কেটে গিয়েছে দুটো বছর। ঘটনা এখন স্থিমিত। এখন দুজনেই নিজেদের কেরিয়ার কে আবার নতুন করে গড়ে তুলছেন।
আরও পড়ুনঃ অর্ধ পোশাকে উষ্ণতা ছড়াচ্ছেন ‘সত্যবতী’! সোশ্যাল মিডিয়ায় ট্রোলের শিকার অভিনেত্রী ঋদ্ধিমা ঘোষ
সৌগত বন্দ্যোপাধ্যায় কাজ করছেন জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক ‘উড়ন তুবড়ি’ তে। সে ওই ধারাবাহিকে তুবড়ির জামাইবাবু হয়েছেন। অন্যদিকে সৌগতের স্ত্রী অভিনেত্রী নয়না পালিত অভিনয় করছেন জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক ‘বোধিসত্ত্বের বোধবুদ্ধি’ ধারাবাহিকে সৃজিতার মায়ের চরিত্রে। তাদের দুজনকে টিভির পর্দায় দেখে খুব খুশি অনুরাগীরা।