বহুদিন পর্দায় দেখা নেই তার! অভিনয় দক্ষতা থাকা সত্ত্বেও অভিনয় জগৎ থেকে হারিয়ে যাবেন ত্বরিতা

চেনেন ত্বরিতা চট্টোপাধ্যায়কে? ছোটপর্দার জনপ্রিয় চেনা মুখ হলেন, ত্বরিতা চট্টোপাধ্যায় (Twarita Chatterjee)। তবে তাঁর আরও একটা পরিচয় আছে, উত্তমকুমারের ভাই তরুণকুমারের নাতবউ। অর্থাৎ উত্তম কুমারের

Saranna

where is actress twarita chatterjee now

চেনেন ত্বরিতা চট্টোপাধ্যায়কে? ছোটপর্দার জনপ্রিয় চেনা মুখ হলেন, ত্বরিতা চট্টোপাধ্যায় (Twarita Chatterjee)। তবে তাঁর আরও একটা পরিচয় আছে, উত্তমকুমারের ভাই তরুণকুমারের নাতবউ। অর্থাৎ উত্তম কুমারের নাত বউ। তাঁকে শেষ বার দেখা গিয়েছিল ‘কড়ি খেলা’ ধারাবাহিকে শুভ্রার চরিত্রে। তারপর আর তাঁকে দেখা যায়নি। কিন্তু কেন? তিনি কোথায়? ধারাবাহিকে কি অভিনয়ের সুযোগ পাচ্ছেন না? মহানায়কের পরিবারের সদস্য হয়েও তিনি পাচ্ছেননা অভিনয়ের সুযোগ?

বর্তমানে তিনি এখন ছোটপর্দা থেকে অনেকটাই দূরে রয়েছেন। একটু নিজেকে সময় দিচ্ছেন। অনেক চরিত্রে অভিনয়ের সুযোগ এসেছিল, কিন্তু চরিত্র গুলো পছন্দ না হওয়ায়, তিনি সেই সুযোগ ছেড়ে দিয়েছেন। বর্তমানে অন্য একটি কাজে ব্যস্ত আছেন, সেই খবরটাও পরে জানাবেন তিনি। তবে চরিত্র ছাড়ার সিদ্ধান্তে তিনি আক্ষেপ করেননা।

why actress twarita chatterjee not seen now any serial's

তবে তিনি যে শুধুমাত্র অভিনয় করছেন তা নয়, তাঁর স্বামী সৌরভ বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে একটি ক্যাফে চালান। তিনি একটি কাজে নিজেকে সীমাবদ্ধ রাখেননি, তিনি বিভিন্ন কাজে নিজেকে জড়িয়ে রেখেছেন। নিজের এই চিন্তাভাবনায় তিনি খুব খুশি। তাঁর এই চিন্তাভাবনাকে সম্মতি দেন শ্বশুর বাড়ির লোকজনেরাও।

তবে তাঁকে দেখা গেছে সবসময় পার্শ্বচরিত্রে। কখনোই দেখা যায়নি লিড চরিত্রে। এমনকি যখন তিনি ‘ওগো বধূ সুন্দরী’ ধারাবাহিকের নায়িকার চরিত্রের সুযোগ পেয়েছিলেন, তখনই সেই হিট ধারাবাহিকে লিড চরিত্রের অফার তিনি ফিরিয়ে দেন। এই সুযোগ ছাড়ার পর তাঁর কাছে আর লিড চরিত্রে অভিনয়ের সুযোগ আসেনি।

আরও পড়ুনঃ আজও সকলের কাছে ‘লালিতা’ ঋতাভরী, কিন্তু বাস্তবে তার জন্য এই চরিত্র ছিলোনা! রইল আসল কাহিনী

পার্শ্ব চরিত্রে কি তিনি খুব খুশি? এ প্রসঙ্গে তিনি জানান, ‘আমি অনেক নায়িকার অফার ছেড়ে দিয়েছি, এ নিয়ে আমার কোনো আক্ষেপ হয়নি, পড়াশোনায় মনোযোগ দিয়েছি, আর তাছাড়া আমার কখনোই নায়িকা হওয়ার লোভ ছিলনা। আর আমি অভিনয়কেই গুরুত্ব দিই। সেটা মুখ্য চরিত্র হোক কিংবা গৌণ চরিত্র।


অনেক অভিনেতায় আছেন মুখ্য চরিত্রে অভিনয় না করে গৌন চরিত্রেই সুপারহিট, অপুদা (শাশ্বত চট্টোপাধ্যায়), অম্বরীশদা (ভট্টাচার্য), শাবানা আজমির’। তিনি আরও বলেন, ‘নায়িকা চরিত্রে অভিনয় করলে টানা দিনের পর দিন শ্যুট করে যেতে হয়, পরিবারকে সময় দেওয়া যায়না। অন্য চরিত্রে অভিনয় করলে ব্যাপারটা এরকম ঘটে না’।

× close ad