টলিউড ইন্ডাস্ট্রির জনপ্রিয় অভিনেতা কৃষ্ণ কিশোর মুখোপাধ্যায় (Krishna Kishore Mukherjee)। চেনেন এনাকে ? চিনতে পারছেন কার কথা বলছি ? আকাশ বাংলার জনপ্রিয় সাংবাদিক তথা অভিনেতা। কৃষ্ণ কিশোর মুখোপাধ্যায়ের সঙ্গে আর একটা নাম জড়িত আছে তিনি হলেন অভিনেত্রী কমলিকা ব্যানার্জি (Kamalika Banerjee)। এই অভিনেত্রীর সঙ্গে কৃষ্ণ কিশোরের নাম জড়িয়ে পড়াতেই তিনি চলে আসেন খবরের শিরোনামে।
কৃষ্ণ কিশোর মুখোপাধ্যায় (Krishna Kishore Mukherjee) পরিচিতি লাভ করেছেন আকাশ বাংলার খোঁজখবর শো থেকে। এটি একটি তদন্ত মূলক শো। এই শোয়ের ট্যাগলাইন ছিল আন্দোলনের খোঁজে আন্দোলিত খবর। এই শোয়ের সঞ্চালনার ভূমিকায় তাঁকে দেখা যেত। রাত দশটায় এই শো হত। এরপর থেকেই তিনি সকলের কাছে জনপ্রিয়। ওই সাদা মাথার চুল। সুন্দর কথা বলার ভঙ্গি। সকল দর্শকদেরই তাঁকে বেশ পছন্দের। এরপর অভিনেত্রী কমলিকা ব্যানার্জীর সাথে নাম জড়িয়ে পড়ায় জীবনটা চলতে থাকে অন্য পথে।
কমলিকার সাথে নাম জড়িয়ে পড়ার পর থেকেই নিজেকে পর্দা থেকে গুটিয়ে নেন। তারপর থেকে তাঁকে দেখা যেত না কোনো টেলিভিশনের পর্দায়, কোনো শোয়ের সঞ্চালনার ভুমিকায়, কিংবা বড় পর্দায়। কিন্তু কেন ? নিজেকে এভাবে গুটিয়ে নিলেন তিনি । এর পিছনে আসল কারণ কী?
সেই কারণ অবশ্য তিনি কোনোদিন প্রকাশ্যে আনেননি। তবে ঘটনার কিছু বছর পর ধীরে ধীরে কাজ করতে শুরু করেন ছোটো পর্দায়। এরপরেও কিছু বড়পর্দাতে কাজ করেছেন তিনি। যার মধ্যে উল্লেখযোগ্য হল পাখি, মীরা এবং আন্টাইটেলড।
আরও পড়ুনঃ শীঘ্রই বিয়ে করছেন ‘মিস ইন্ডিয়া’ সুস্মিতা সেন! বিয়ে প্রসঙ্গে কি জানালেন তিনি দর্শককে
অনেকে তাঁর বিরতি দেখে ভেবেছিলেন যে অভিনেতা হয়ত ইন্ডাস্ট্রি জগত ছেড়েই দিয়েছেন। কিন্তু তা নয়, তিনি কাজ করেছেন আকাশ আটে ‘গল্প হলেও সত্যি’ ধারাবাহিকে। যার সম্প্রচার হয় ২০১৮ সালে। সন্ধ্যা সাড়ে সাতটায় এই ধারবাহিক সম্প্রচার হত। সমাজে ঘটে যাওয়া সমস্ত রকমের সত্য ঘটনা নিয়ে তৈরি হয়েছিল এই শোয়ের কাহিনী।
আরও পড়ুনঃ ‘এক আকাশের নিচে’ ‘ছুটকি’ হয়ে পেয়েছিলেন জনপ্রিয়তা! আজ কি করছেন অভিনেত্রী কমলিকা ব্যানার্জী
২০১৮ এর পর আজ ২০২২। প্রায় চার বছর পর আবার ফিরলেন ছোটো পর্দায়। সম্প্রতি তিনি অভিনয় করছেন জি বাংলার জনপ্রিয় নতুন ধারাবাহিক ‘বোধিসত্ত্বের বোধবুদ্ধি’ (Bodhisottor Bodhbuddhi) তে। তিনি এই ধারাবাহিকে বোধিসত্ত্বের হেড মাস্টারের ভুমিকায় অভিনয় করছেন। তবে তাঁর চেহারার কিছুটা পরিবর্তন হয়েছে, সেই সুঠাম দেখতে মানুষটার আজ একটু বয়স বেড়েছে, চোখে মুখে এসেছে ভাঁজ। তবে চুলের স্টাইল একইরকম। কথা বলার ভঙ্গি অভিনয় দক্ষতা সবটা এখনও আগের মতোই রয়েছে।