টিভিতে অনেক ধারাবাহিক হয়, অনেক ধারাবাহিক আমাদের মনের দোরগোড়ায় গেঁথে থাকে, ফলে যখন ধারাবাহিকটি শেষ হয়ে যায়, তখন ভাবি কেন শেষ হল। সেই ধারাবাহিকের পরিবর্তে যখন নতুন ধারাবাহিক আসে, তখন নতুন কাহিনী দেখতে দেখতে ভুলে যায় আগের ধারাবাহিককে। কিন্তু কিছু বছর পর যখন একটা ধারাবাহিকের সাথে আর একটা ধারাবাহিকের তুলনা করতে যায়, তখন মনে পড়ে পুরানো ধারাবাহিককে। সাথে সাথে মনে পড়ে পুরানো ধারাবাহিকের চরিত্রদের।
মনে পড়ে যায় সেই জনপ্রিয় ধারাবাহিক ‘সংসার সুখের হয় রমণীর গুণে’। এই ধারাবাহিকটি খুব জনপ্রিয় ছিল। স্টার জলসার একটি জনপ্রিয় ধারাবাহিক। এই ধারাবাহিকের সম্প্রচার হত রাত ৯:৩০ থেকে। এই ধারাবাহিকের প্রধান দুই চরিত্র, লক্ষ্মী আর বিষ্টু, বিস্তু চরিত্রে অভিনয় করেছিলেন অভিনেতা শুকদীপ ঘোষ (Shukdip Ghosh)। লক্ষী নামেই লক্ষী, স্বভাবে সে বড়ই ডানপিটে।
আর বিষ্টু যে মাধ্যমিক ফেল, মাধ্যমিক টপকাতেই পারেনি, সাত বছর ধরে পলাশীর যুদ্ধই পড়ে যাচ্ছে। তবে স্বভাবে সে বড়ই ভদ্র। এই দুই জুটির কেমিস্ট্রি এখনও মানুষ মনে রেখেছেন। লক্ষীর চরিত্রে অভিনয় করেছিলেন অভিনেত্রী বিজয়লক্ষী চ্যাটার্জি (Bioylokkhi Chatterjee), আর বিষ্টুর ভূমিকায় অভিনয় করেছেন অভিনেতা শুকদীপ ঘোষ। বিজয়লক্ষ্মী সংসার সুখের হয় রমণীর গুণের পর ‘দ্বিরাগমন’, ‘রানু পেল লটারি’ ধারাবাহিকে অভিনয় করেছেন।
এরপর তিনি ওটিটিতেও অভিনয় করবেন। কিন্তু অভিনেতা শুকদীপ ঘোষ তিনি কোথায়? যখন অভিনেতা শুকদীপ ঘোষ এই ধারাবাহিকে অভিনয় করেন, তখন সে অনেকটাই অল্প বয়সী ছিলেন। এই ধারাবাহিকের পর ‘তোমায় আমায় মিলে’ ধারাবাহিকে অভিনয় করেছেন। তারপর আর তাঁকে দেখতে পাওয়া যায়নি কোথাও।
আজকাল তো অনেকেই ব্যস্ত সোশ্যাল মিডিয়ায়। এমনকি যেসব অভিনেতা দের টিভির পর্দায় দেখা যায়না, তাদেরকে কিন্তু সোশ্যাল মিডিয়ায় অ্যাক্টিভ থাকতে দেখা যায়। কিন্তু এই অভিনেতা ব্যতিক্রম। সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টেও তাঁর দেখা মেলেনা। তাহলে কি তিনি অভিনয় ছেড়ে দিয়েছেন? তাঁর কোনো খবরাখবর পাওয়া যাচ্ছেনা। কিন্তু অনুরাগীরা চান আবার ফিরে আসুক তিনি।
আরও পড়ুনঃ ‘শ্ৰীময়ী’র জাম্বো কি করছেন আজকাল ? অভিনয় ছেড়ে বর্তমানে কোন পেশায় যোগ দিয়েছেন অভিনেতা রোহিত
প্রসঙ্গত, সময়ের সাথে সাথে অনেক অভিনেতা অভিনেত্রীই নতুন করে ফিরে আসতে দেখা যায়। কিন্তু তার মাঝে এই অভিনেতা ব্যাতিক্রম। তাকে আর ফিরে আসতে দেখা যায়নি। সোশ্যাল মিডিয়ার সাথেও সে নিজেই সকল যোগাযোগ যেন ছিন্ন করেছে। তবে সে আবার কখনও ফিরবে অভিনয় জগতে এই আসতেই আছেন দর্শক।