‘মহিষাসুরমর্দিনী’র সেরা লুক কোয়েল থেকে ‘জগদ্ধাত্রী’! আপনার পছন্দ কে?

বাঙালিদের সবথেকে বড় উৎসব হল দূর্গাপূজা। দূর্গাপূজার একটি অঙ্গ মহালয়া ২০২৩ (Mahalaya 2023)। যার থেকে বোঝা যায়, পূজো আসতে আর বেশি দেরি নেই। কাকভোরে রেডিওতে

Saranna

who is the best on mahishasuramardini look for audience koel mallick or ankita mallick

বাঙালিদের সবথেকে বড় উৎসব হল দূর্গাপূজা। দূর্গাপূজার একটি অঙ্গ মহালয়া ২০২৩ (Mahalaya 2023)। যার থেকে বোঝা যায়, পূজো আসতে আর বেশি দেরি নেই। কাকভোরে রেডিওতে বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের কন্ঠে মহালয়া শুনতে শুনতে দিন শুরু করেন আজও বহু বাঙালিরা। তবে যুগ ও সমাজ এখন অনেক পরিবর্তিত, রেডিও আর কজনের ঘরেই বা আছে। এখন সবার ঘরে রঙিন টেলিভিশন। সবার ঘরেই বসানো রয়েছে বোকা বাক্স।

সকল দর্শকদের জন্য প্রত্যেক চ্যানেল কর্তৃপক্ষ নতুন ভাবে মহিষাসুরমর্দিনী(Mahishasuramardini)র উপস্থাপন করা হয় প্রতিবছর। সম্প্রতি জানা গেছে, স্টার জলসার (Star Jalsha) দূর্গা হচ্ছেন টলি অভিনেত্রী কোয়েল মল্লিক (Koel Mallick)। তিনি নিজেই এই সিক্রেট ফাঁস করেছেন সোশ্যাল মিডিয়ায়। জি বাংলার দর্শকরা অপেক্ষায় ছিলেন, সেখানে দূর্গা কে হবে? তবে সেই অপেক্ষারও অবসান হয়েছে। জি বাংলার (Zee Bangla) দূর্গা হিসেবে দেখা যাবে পর্দার ‘জগদ্ধাত্রী’ অর্থাৎ অঙ্কিতা মল্লিক (Ankita Mallick) কে।

 

View this post on Instagram

 

A post shared by Star Jalsha (@starjalsha)

এরই মধ্যে তার মহিষাসুরমর্দিনী রূপে ছবি ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। অঙ্কিতাকে এই বিষয়ে জিজ্ঞেস করলে, এক সাক্ষাৎকার মাধ্যমে তিনি জানান, তার বেশ ভালো লাগছে। প্রথম বছর এইরকম একটা চরিত্রে অভিনয়ের সুযোগ পেয়ে তিনি একপ্রকার ধন্য। তবে, অভিনেত্রী কোয়েলও দূর্গা রূপে সকলকে মুগ্ধ করে দিয়েছেন।

উল্লেখ্য, এই দুই নায়িকার রূপ ও সাজ নিয়ে ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় বেশ চর্চা শুরু হয়েছে। কারুর কারুর মতে, মা দুর্গার রূপ তো স্নিগ্ধ হবে, মমতাময়ী যা কোয়েলের রূপ দেখে মনে হচ্ছে। কিন্তু জি বাংলা মা দুর্গার সাজকে ভয়ঙ্করী করে তুলেছে। এমনটাই দাবি কিছু সংখ্যক অনুরাগীদের।

× close ad