প্রথমবার লীনা গাঙ্গুলির গল্পে দেখা গেলনা তার বৌমাকে! অভিনয় ছাড়লেন দেবলীনা? নিজেই দিলেন উত্তর

জনপ্রিয় টেলি অভিনেত্রী দেবলীনা মুখার্জিকে (Debolina Mukherjee) চেনেন? এই নামের থেকে ‘শ্রীময়ী’ ধারাবাহিকের অঙ্কিতা বললে অনেকের কাছে পরিচিতিটা সহজ হবে। অঙ্কিতার আসল নাম দেবলীনা মুখার্জি।

Saranna

why actress debolina mukherjee not seen in leena ganguly's serial

জনপ্রিয় টেলি অভিনেত্রী দেবলীনা মুখার্জিকে (Debolina Mukherjee) চেনেন? এই নামের থেকে ‘শ্রীময়ী’ ধারাবাহিকের অঙ্কিতা বললে অনেকের কাছে পরিচিতিটা সহজ হবে। অঙ্কিতার আসল নাম দেবলীনা মুখার্জি। আসলে লীনা গঙ্গোপাধ্যায়ের ‘শ্রীময়ী’ (Shreemoyee) ধারাবাহিক এতটাই জনপ্রিয় হয়ে উঠেছিল যে, লিড চরিত্র ছাড়াও অনান্য চরিত্রগুলোকে পুঙ্খানুপুঙ্খভাবে দর্শকরা মনে রেখেছেন। এটাই বোধহয় একজন লেখিকার সার্থকতা, মানুষের মননে একটা কাহিনীকে দীর্ঘ সময়ের জন্য গেঁথে দেওয়া।

ধারাবাহিকে অঙ্কিতা চরিত্রটি স্পষ্টবাদী। শ্রীময়ীর পুত্রবধূ ছিল সে। বরাবরই শাশুড়ি শ্রীময়ীকে সমর্থন করেছে। অন্যায়ের প্রতিবাদ করেছে, স্বামীর বিরুদ্ধে গিয়ে শাশুড়ির পাশে দাঁড়িয়েছে। তাদের সম্পর্কটা চিরাচরিত শাশুড়ি বৌমার সম্পর্ক কখনোই ছিলনা। শ্রীময়ী অঙ্কিতাকে মেয়ে বলেই স্বীকার করতেন, আর অঙ্কিতাও শ্রীময়ীকে যোগ্য সম্মান দিত। এই রকম ভাবেই অঙ্কিতা চরিত্রটিকে গড়ে তুলেছিলেন লেখিকা।

sreemoyee ankita

তবে অভিনেত্রীর এটা প্রথম ধারাবাহিক ছিলোনা। এর আগেও তিনি অনেক ধারাবাহিকে অভিনয় করেছিলেন। ‘জিওন কাঠি’, ‘ফাগুন বউ’ সহ বিভিন্ন উল্লেখযোগ্য ধারাবাহিকে। এরপর থেকেই তিনি ছোটপর্দার চেনা মুখ হয়ে উঠেছেন, তাঁর অভিনয় সকলের বেশ ভালোই লাগে। বিশেষ করে ফাগুন বউ ধারাবাহিকে বিবি চরিত্রে অভিনয় করে দর্শকের কাছে জনপ্রিয় হয়ে উঠেছিলেন তিনি। তাই তো তাঁকে এখন পর্দায় দেখা যাচ্ছেনা বলে দর্শকরা তাঁকে খুঁজছেন। কোথায় গেলেন অভিনেত্রী?

why actress debolina mukherjee not seen in leena ganguly's serial1

তবে জানা যাচ্ছে, তিনি এখন টেলিভিশনে কাজ করছেন না, একটু বিরতি নিয়েছেন, এখন অভিনেত্রী প্রোডাকশনের কাজ নিয়ে ব্যস্ত। তাই বেশিরভাগ সময়েই তাঁকে মুম্বাইয়ে থাকতে হচ্ছে। অভিনেত্রীর কথায়, ‘অভিনয় আর প্রোডাকশন এই দুটো সামলানো খুবই মুশকিল, তাই একটা দিক থেকে বিরতি নিয়েছি, এখন প্রোডাকশন সামলাচ্ছি, পরে নিশ্চয়ই ফিরব’।

অভিনেত্রীর আরও একটি পরিচয় আছে, তিনি লেখিকা লীনা গঙ্গোপাধ্যায়ের (Leena Gangyopadhyay) পূত্রবধূ। ২০১২ সালে লীনা গঙ্গোপাধ্যায়ের ছেলে অর্ক গঙ্গোপাধ্যায়ের সঙ্গে তাঁর বিয়ে হয়। অভিনয়ের আগে থেকেই তিনি লীনা গঙ্গোপাধ্যায়ের প্রোডাকশন হাউস ম্যাজিক মোমেন্টস সামলাচ্ছেন। একটু চাপ আছে বলেই, তিনি এখন অভিনয় থেকে বিরতি নিয়েছেন।

debolina mukherjee ake ankita

তবে আর অভিনয় বরাবরই দর্শকের নজর কেড়েছে। তাকে বিভিন্ন ধারাবাহিকে বিভিন্ন রকম চরিত্রে অভিনয় করতে দেখা গেছে। তবে প্রতিবারই তিনি পর্দায় এক গুরুত্বপূর্ণ চরিত্রকে নিজের অভিনয় দিয়ে ফুটিয়ে তুলেছেন। সিরিয়ালে তার চরিত্রটি খুব গুরুত্বপূর্ণ ও বিশেষ হয়ে থাকে।

Related Post